ক্রীড়া ডেস্ক
আর মাত্র ১ বল আগে হলেই রেকর্ডটা পুরোপুরি নিজের হয়ে যেত ম্যাথু ফোর্ডের। যেভাবে আজ ফোর্ড ডাবলিনে আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পেটাচ্ছিলেন, তাতে ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডটা ফোর্ডের নামেই হতো। সেটা না হলেও এবি ডি ভিলিয়ার্সের পাশে এখন বসে গেছে ফোর্ডের নাম।
ডাবলিনে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ৪৩.১ ওভারে ৬ উইকেটে ২৪৬ রান, তখন ব্যাটিংয়ে নামেন ফোর্ড। আট নম্বরে নেমে ১৯ বলে ৮ ছক্কা ও ২ চারে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ঝড় তোলার পথে ক্যারিবীয় এই ব্যাটার ১৬ বলে ফিফটি করেছেন। তাতে ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ডে ফোর্ড বসেছেন ডি ভিলিয়ার্সের পাশে। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন ডি ভিলিয়ার্স। ৩১ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নিজের নামে করে নিয়েছিলেন এই ম্যাচেই। সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে।
ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডে ফোর্ড-ডি ভিলিয়ার্সের পরে ১৭ বলে ফিফটির রেকর্ড আছে চার ক্রিকেটারের। যাঁদের মধ্যে আছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার সনাথ জয়সুরিয়া ও কুশল পেরেরা। জয়সুরিয়া-পেরেরা দুজনের ফিফটি ১৭ বলে। দুই লঙ্কান ক্রিকেটারই রেকর্ড করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৬ সালে সিঙ্গাপুরে ১৭ বলে ফিফটি করেছিলেন জয়সুরিয়া। পেরেরা ঝোড়ো ফিফটি ২০১৫ সালে করেছিলেন পাল্লেকেলেতে। ১৭ বলে ফিফটি করা অপর দুই ক্রিকেটার হলেন মার্টিন গাপটিল ও লিয়াম লিভিংস্টোন। গাপটিলের ফিফটির রেকর্ড ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চে। লিভিংস্টোন ১৭ বলে ফিফটি করেছিলেন ২০২২ সালে আমস্টিলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আয়ারল্যান্ড। ডাবলিনে পরশু রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজকে ১২৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। ফোর্ডের রেকর্ডের দিনে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তাঁরই সতীর্থ কিসি কার্টি। ১০৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় কার্টি করেছেন ১০৩ রান। ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির বাগড়ায় খেলা এখন বন্ধ আছে।
নাম | বল | দল | প্রতিপক্ষ | সাল |
---|---|---|---|---|
ম্যাথু ফোর্ড | ১৬ | ওয়েস্ট ইন্ডিজ | আয়ারল্যান্ড | ২০২৫ |
এবি ডি ভিলিয়ার্স | ১৬ | দক্ষিণ আফ্রিকা | ওয়েস্ট ইন্ডিজ | ২০১৫ |
সনাথ জয়সুরিয়া | ১৭ | শ্রীলঙ্কা | পাকিস্তান | ১৯৯৬ |
কুশল পেরেরা | ১৭ | শ্রীলঙ্কা | পাকিস্তান | ২০১৫ |
মার্টিন গাপটিল | ১৭ | নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা | ২০১৫ |
লিয়াম লিভিংস্টোন | ১৭ | ইংল্যান্ড | নেদারল্যান্ডস | ২০২২ |
আর মাত্র ১ বল আগে হলেই রেকর্ডটা পুরোপুরি নিজের হয়ে যেত ম্যাথু ফোর্ডের। যেভাবে আজ ফোর্ড ডাবলিনে আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পেটাচ্ছিলেন, তাতে ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডটা ফোর্ডের নামেই হতো। সেটা না হলেও এবি ডি ভিলিয়ার্সের পাশে এখন বসে গেছে ফোর্ডের নাম।
ডাবলিনে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ৪৩.১ ওভারে ৬ উইকেটে ২৪৬ রান, তখন ব্যাটিংয়ে নামেন ফোর্ড। আট নম্বরে নেমে ১৯ বলে ৮ ছক্কা ও ২ চারে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ঝড় তোলার পথে ক্যারিবীয় এই ব্যাটার ১৬ বলে ফিফটি করেছেন। তাতে ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ডে ফোর্ড বসেছেন ডি ভিলিয়ার্সের পাশে। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন ডি ভিলিয়ার্স। ৩১ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নিজের নামে করে নিয়েছিলেন এই ম্যাচেই। সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে।
ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডে ফোর্ড-ডি ভিলিয়ার্সের পরে ১৭ বলে ফিফটির রেকর্ড আছে চার ক্রিকেটারের। যাঁদের মধ্যে আছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার সনাথ জয়সুরিয়া ও কুশল পেরেরা। জয়সুরিয়া-পেরেরা দুজনের ফিফটি ১৭ বলে। দুই লঙ্কান ক্রিকেটারই রেকর্ড করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৬ সালে সিঙ্গাপুরে ১৭ বলে ফিফটি করেছিলেন জয়সুরিয়া। পেরেরা ঝোড়ো ফিফটি ২০১৫ সালে করেছিলেন পাল্লেকেলেতে। ১৭ বলে ফিফটি করা অপর দুই ক্রিকেটার হলেন মার্টিন গাপটিল ও লিয়াম লিভিংস্টোন। গাপটিলের ফিফটির রেকর্ড ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চে। লিভিংস্টোন ১৭ বলে ফিফটি করেছিলেন ২০২২ সালে আমস্টিলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আয়ারল্যান্ড। ডাবলিনে পরশু রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজকে ১২৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। ফোর্ডের রেকর্ডের দিনে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তাঁরই সতীর্থ কিসি কার্টি। ১০৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় কার্টি করেছেন ১০৩ রান। ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির বাগড়ায় খেলা এখন বন্ধ আছে।
নাম | বল | দল | প্রতিপক্ষ | সাল |
---|---|---|---|---|
ম্যাথু ফোর্ড | ১৬ | ওয়েস্ট ইন্ডিজ | আয়ারল্যান্ড | ২০২৫ |
এবি ডি ভিলিয়ার্স | ১৬ | দক্ষিণ আফ্রিকা | ওয়েস্ট ইন্ডিজ | ২০১৫ |
সনাথ জয়সুরিয়া | ১৭ | শ্রীলঙ্কা | পাকিস্তান | ১৯৯৬ |
কুশল পেরেরা | ১৭ | শ্রীলঙ্কা | পাকিস্তান | ২০১৫ |
মার্টিন গাপটিল | ১৭ | নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা | ২০১৫ |
লিয়াম লিভিংস্টোন | ১৭ | ইংল্যান্ড | নেদারল্যান্ডস | ২০২২ |
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে