Ajker Patrika

পায়ের হাড় ভেঙে ৩ ভাগ হয়ে গেছে বেয়ারস্টোর

পায়ের হাড় ভেঙে ৩ ভাগ হয়ে গেছে বেয়ারস্টোর

গলফ খেলতে গিয়ে পায়ের চোট বাধিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জনি বেয়ারস্টো ছিটকে গেছেন আগেই। এবার জানা গেছে, ইংলিশ ব্যাটারের চোটের অবস্থা আরও ভয়াবহ। এমনকি পায়ে প্লেটও বসাতে হয়েছিল।

আজ ইনস্টাগ্রামে নিজের ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন বেয়ারস্টো। চোটের বর্ণনা দিয়ে ইংলিশ ব্যাটার লিখেছেন, ‘পায়ের ফিবুলা ভেঙে তিন ভাগে ভেঙে গেছে। পায়ে প্লেট বসাতে হয়েছিল। এমনকি পায়ের গোড়ালিও স্থানচ্যুত হয়েছিল। এখন ঠিক আছে।’

কয়েক মাসের মধ্যে সেরে ওঠার ব্যাপারে আশাবাদী বেয়ারস্টো, ‘ইতিবাচক ব্যাপার হলো সফল অস্ত্রোপচার সফল হয়েছে। সার্জারির তিন সপ্তাহ পার করে ফেলেছি। পায়ের গোড়ালিও নড়াচড়া করতে পারছি। সেরে উঠতে আগামী কয়েক সপ্তাহ, কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ।’ 

এ বছর সাদা পোশাকে পোশাকে দারুণ ছন্দে ছিলেন বেয়ারস্টো। ১০ টেস্টে ৬৬.৩১ গড়ে করেছেন ১০৬১ রান। ৬ সেঞ্চুরির সঙ্গে আছে ১ ফিফটি। ৬ ওয়ানডেতে ২৭.২০ গড়ে করেছেন ১৩৬ রান, স্ট্রাইক রেট ৮৫.৫৩। ৩ টি-টোয়েন্টিতে ৪৯ গড় ও ১৪১.৩৪ স্ট্রাইকরেটে করেছেন ১৪৭ রান। এই সংস্করণে সর্বোচ্চ ৯০ রানের ইনিংসটিও খেলেছেন এই বছরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত