নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপের কোনো সংস্করণে তিন ম্যাচের বেশি জিততে পারেনি বাংলাদেশ দল। তবে এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সাকিব আল হাসানরা। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে তাঁর নেতৃত্বে এবার দলও খুব গোছানো। তাই দেশের মানুষ গত বিশ্বকাপের চেয়ে এবার বাংলাদেশ দলের কাছে আরও ভালো কিছু আশা করছেন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। আজ বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক।
ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে করেছিলেন এই অলরাউন্ডার। আট ম্যাচে করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৫টি হাফ সেঞ্চুরি। তবে সে অর্থে ভালো করেনি দল। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছিল বাংলাদেশ।
২০১১ বিশ্বকাপের পর এবারও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব। আজ ভারতের আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন সাকিবকে। নিজেদের প্রস্তুতির ব্যাপারে সাকিব বললেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে (ওয়ানডে সুপার লিগ) ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসেবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে।’
গত বিশ্বকাপের পারফরম্যান্স অনুপ্রাণিত করে সাকিবকেও। এবারও ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয়, ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’
বিশ্বকাপের কোনো সংস্করণে তিন ম্যাচের বেশি জিততে পারেনি বাংলাদেশ দল। তবে এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সাকিব আল হাসানরা। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে তাঁর নেতৃত্বে এবার দলও খুব গোছানো। তাই দেশের মানুষ গত বিশ্বকাপের চেয়ে এবার বাংলাদেশ দলের কাছে আরও ভালো কিছু আশা করছেন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। আজ বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক।
ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে করেছিলেন এই অলরাউন্ডার। আট ম্যাচে করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৫টি হাফ সেঞ্চুরি। তবে সে অর্থে ভালো করেনি দল। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছিল বাংলাদেশ।
২০১১ বিশ্বকাপের পর এবারও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব। আজ ভারতের আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন সাকিবকে। নিজেদের প্রস্তুতির ব্যাপারে সাকিব বললেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে (ওয়ানডে সুপার লিগ) ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসেবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে।’
গত বিশ্বকাপের পারফরম্যান্স অনুপ্রাণিত করে সাকিবকেও। এবারও ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয়, ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫