মাঠে ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ব্যাটিংয়ে আগের সেই আগুনে ফর্ম নেই ভারতের টেস্ট অধিনায়কের। সেটার প্রভাব পড়েছে মাঠের বাইরে। টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিজে থেকে ছেড়েছেন, ওয়ানডেরটা কেড়ে নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে সম্পর্কও শীতল হয়ে পড়েছে।
এত কিছুর মধ্যেই নিজের স্পনসরের সঙ্গে কাজ চালিয়ে নিচ্ছেন কোহলি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আর কোহলি—উভয়েরই স্পনসর পুমা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির উদ্যোগে কোহলির ইংলিশ ক্লাবটির জার্সি গায়ে চাপানোর একটি ভিডিও এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ম্যানসিটির জার্সি গায়ে চাপিয়ে ক্লাবটির কোচ পেপ গার্দিওলার উদ্দেশ্য একটি বিশেষ বার্তাও দিয়েছেন কোহলি।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও লিগ শিরোপা ঠিকই নিজেদের কাছে রেখেছিল ম্যানসিটি। পোস্ট করা ভিডিওতে গার্দিওলাকে এ জন্য শুভকামনা জানিয়ে কোহলি বলেন, ‘হ্যালো, পেপ! আশা করি, ভালো আছ। গত মৌসুমটা দুর্দান্ত ছিল। এ মৌসুমেও ভালোভাবে এগোচ্ছে। তোমাদের খেলা এবং দলকে উদ্দীপ্ত করা দারুণভাবে উপভোগ করছি।’
এরপর পাঞ্জাবি ভাষায় কথা বলেন কোহলি, ‘পেপ, খেলাটা কিন্তু দারুণ চলছে। তুমি ম্যানসিটির হয়ে অসাধারণ সব অর্জন করেছ। এখনই থেমে যেও না, ঠিক আছে? আমাদের আবারও শিরোপা ঘরে তুলতে হবে।’
গত বারের মতো এ মৌসুমেও লিগে ভালো অবস্থানে আছে ম্যানসিটি। ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টারের ক্লাবটি।
এর আগে গার্দিওলাকে নিজেদের জার্সি উপহার দিয়েছিল কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই জার্সি হাতে নিয়ে ক্রিকেটের নিয়ম-কানুন শেখার কথা বলেছিলেন সিটিজেনদের স্প্যানিশ কোচ।
মাঠে ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ব্যাটিংয়ে আগের সেই আগুনে ফর্ম নেই ভারতের টেস্ট অধিনায়কের। সেটার প্রভাব পড়েছে মাঠের বাইরে। টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিজে থেকে ছেড়েছেন, ওয়ানডেরটা কেড়ে নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে সম্পর্কও শীতল হয়ে পড়েছে।
এত কিছুর মধ্যেই নিজের স্পনসরের সঙ্গে কাজ চালিয়ে নিচ্ছেন কোহলি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আর কোহলি—উভয়েরই স্পনসর পুমা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির উদ্যোগে কোহলির ইংলিশ ক্লাবটির জার্সি গায়ে চাপানোর একটি ভিডিও এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ম্যানসিটির জার্সি গায়ে চাপিয়ে ক্লাবটির কোচ পেপ গার্দিওলার উদ্দেশ্য একটি বিশেষ বার্তাও দিয়েছেন কোহলি।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও লিগ শিরোপা ঠিকই নিজেদের কাছে রেখেছিল ম্যানসিটি। পোস্ট করা ভিডিওতে গার্দিওলাকে এ জন্য শুভকামনা জানিয়ে কোহলি বলেন, ‘হ্যালো, পেপ! আশা করি, ভালো আছ। গত মৌসুমটা দুর্দান্ত ছিল। এ মৌসুমেও ভালোভাবে এগোচ্ছে। তোমাদের খেলা এবং দলকে উদ্দীপ্ত করা দারুণভাবে উপভোগ করছি।’
এরপর পাঞ্জাবি ভাষায় কথা বলেন কোহলি, ‘পেপ, খেলাটা কিন্তু দারুণ চলছে। তুমি ম্যানসিটির হয়ে অসাধারণ সব অর্জন করেছ। এখনই থেমে যেও না, ঠিক আছে? আমাদের আবারও শিরোপা ঘরে তুলতে হবে।’
গত বারের মতো এ মৌসুমেও লিগে ভালো অবস্থানে আছে ম্যানসিটি। ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টারের ক্লাবটি।
এর আগে গার্দিওলাকে নিজেদের জার্সি উপহার দিয়েছিল কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই জার্সি হাতে নিয়ে ক্রিকেটের নিয়ম-কানুন শেখার কথা বলেছিলেন সিটিজেনদের স্প্যানিশ কোচ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫