ক্রীড়া ডেস্ক
দারুণ কোনো অর্জনের পর কোচরা কী আশা করেন? কিছু না হোক অন্তত প্রশংসা তো পেয়ে থাকেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে গত বছর ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় এসে পেয়েছিলেন বরখাস্তের চিঠি! দেশে ক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন। চেয়ারে বসে প্রথম ছাঁটাই করেন বাংলাদেশ দলের সেসময়ের কোচ হাথুরুসিংহেকে। ১০ মাস না হতেই এবার বিসিবির পদ থেকে অপসারণ হলেন ফারুকও।
কাকতালীয়ভাবে সেবার পাকিস্তান সফর থেকে ফিরে হাথুরু পেয়েছিলেন দুঃসংবাদ। তাঁকে সরিয়ে দেওয়ার আলোচনা হচ্ছিল, পাকিস্তান সফরে থাকা অবস্থায়। এবারও বাংলাদেশ দল পাকিস্তান সফরে। এর মাঝেই বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক। ব্যাপারটি শুনেই হাথুরু বললেন, ‘ইন্টারেস্টিং!’ সঙ্গে জুড়ে দিলেন ভ্রু কুঁচকানো একটা ইমোজি।
তবে হাথুরু মনে করেন, ক্ষতি যাওয়ার বাংলাদেশ ক্রিকেট ও তাঁর হয়ে গেছে। লিটন-শান্তদের সাবেক কোচ বলেন, ‘ক্ষতি যা হওয়ার বাংলাদেশ ক্রিকেট এবং আমার হয়ে গেছে...।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ওঠে হাথুরুর বিরুদ্ধে। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। দেরি হলেও বিসিবি পরিচালক ও বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা কমিটির সদস্য মাহবুব আনাম গতকাল নাসুমের চড় কাণ্ডের ঘটনাটি উড়িয়ে দিয়েছেন। কিছুটা চাপা কষ্ট নিয়েই যেন হাথুরু বললেন, ‘আমরা সবাই বিশ্বাস করি ওপরওয়ালা একজন আছেন, তিনি তার সময়মতো সবকিছু বুঝিয়ে দেবেন। দুর্ভাগ্যবশত ক্ষতি যা হওয়ার হয়ে গেছে!’
সম্প্রতি হাথুরু অস্ট্রেলিয়া এক সংবাদমাধ্যমকে আগের মতোই নাসুমকে আঘাতের ঘটনা অস্বীকার করেন। তিনি জানান, এমন কিছুই হয়নি সেই বিশ্বকাপে। উল্টো হাথুরুসিংহে তাঁর ক্যারিয়ারের ক্ষতি করার অভিযোগ তোলেন বিসিবির বিরুদ্ধে। ওই সংবাদমাধ্যমকে বলেছিলেন ‘ক্রিকেট আমার সবকিছু। কারণ এটাই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’
আরও খবর পড়ুন:
দারুণ কোনো অর্জনের পর কোচরা কী আশা করেন? কিছু না হোক অন্তত প্রশংসা তো পেয়ে থাকেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে গত বছর ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় এসে পেয়েছিলেন বরখাস্তের চিঠি! দেশে ক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন। চেয়ারে বসে প্রথম ছাঁটাই করেন বাংলাদেশ দলের সেসময়ের কোচ হাথুরুসিংহেকে। ১০ মাস না হতেই এবার বিসিবির পদ থেকে অপসারণ হলেন ফারুকও।
কাকতালীয়ভাবে সেবার পাকিস্তান সফর থেকে ফিরে হাথুরু পেয়েছিলেন দুঃসংবাদ। তাঁকে সরিয়ে দেওয়ার আলোচনা হচ্ছিল, পাকিস্তান সফরে থাকা অবস্থায়। এবারও বাংলাদেশ দল পাকিস্তান সফরে। এর মাঝেই বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক। ব্যাপারটি শুনেই হাথুরু বললেন, ‘ইন্টারেস্টিং!’ সঙ্গে জুড়ে দিলেন ভ্রু কুঁচকানো একটা ইমোজি।
তবে হাথুরু মনে করেন, ক্ষতি যাওয়ার বাংলাদেশ ক্রিকেট ও তাঁর হয়ে গেছে। লিটন-শান্তদের সাবেক কোচ বলেন, ‘ক্ষতি যা হওয়ার বাংলাদেশ ক্রিকেট এবং আমার হয়ে গেছে...।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ওঠে হাথুরুর বিরুদ্ধে। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। দেরি হলেও বিসিবি পরিচালক ও বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা কমিটির সদস্য মাহবুব আনাম গতকাল নাসুমের চড় কাণ্ডের ঘটনাটি উড়িয়ে দিয়েছেন। কিছুটা চাপা কষ্ট নিয়েই যেন হাথুরু বললেন, ‘আমরা সবাই বিশ্বাস করি ওপরওয়ালা একজন আছেন, তিনি তার সময়মতো সবকিছু বুঝিয়ে দেবেন। দুর্ভাগ্যবশত ক্ষতি যা হওয়ার হয়ে গেছে!’
সম্প্রতি হাথুরু অস্ট্রেলিয়া এক সংবাদমাধ্যমকে আগের মতোই নাসুমকে আঘাতের ঘটনা অস্বীকার করেন। তিনি জানান, এমন কিছুই হয়নি সেই বিশ্বকাপে। উল্টো হাথুরুসিংহে তাঁর ক্যারিয়ারের ক্ষতি করার অভিযোগ তোলেন বিসিবির বিরুদ্ধে। ওই সংবাদমাধ্যমকে বলেছিলেন ‘ক্রিকেট আমার সবকিছু। কারণ এটাই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’
আরও খবর পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫