গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। এবারও ইংল্যান্ডকে নিয়ে বাজি ধরার লোক কম ছিল না। দলে জস বাটলার-বেন স্টোকসদের মতো তারকা। বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবে সবাই ইংলিশদেরও রেখেছিল ফেবারিটদের তালিকায়।
কিন্তু ঘটলো উল্টো। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ধাক্কা আর কাটাতে পারেনি তারা। বিসর্জন দেয় সেমিফাইনালের স্বপ্ন। বাটলাররা গতকাল পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে।
তবে সমাপ্তির পরপরই নতুন শুরুর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই সফরের জন্য বলতে গেলে একেবারে নতুন দলই দিল ইংলিশরা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে আছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা শুধু ৬ জন। তাদের একজন অধিনায়ক-উইকেটরক্ষক বাটলার। সঙ্গে আছেন হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। ইংল্যান্ড দলের নির্বাচকেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে রেখেছেন বেশ কয়েকজন নতুন মুখ। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
ওয়ানডে দলে থাকা জশ টাং, ওলি পোপ ও জন টার্নারের এখনো একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি। ১৫ সদস্যের স্কোয়াডে ফেরানো হয়েছে জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে। জায়গা হয়নি স্টোকস, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, মঈন আলীর মতো তারকাদের। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও রিজার্ভ দলে থাকা জোফরা আর্চারকেও নেওয়া হয়নি ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘোষিত দলে।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাং, জন টার্নার।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।
গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। এবারও ইংল্যান্ডকে নিয়ে বাজি ধরার লোক কম ছিল না। দলে জস বাটলার-বেন স্টোকসদের মতো তারকা। বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবে সবাই ইংলিশদেরও রেখেছিল ফেবারিটদের তালিকায়।
কিন্তু ঘটলো উল্টো। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ধাক্কা আর কাটাতে পারেনি তারা। বিসর্জন দেয় সেমিফাইনালের স্বপ্ন। বাটলাররা গতকাল পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে।
তবে সমাপ্তির পরপরই নতুন শুরুর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই সফরের জন্য বলতে গেলে একেবারে নতুন দলই দিল ইংলিশরা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে আছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা শুধু ৬ জন। তাদের একজন অধিনায়ক-উইকেটরক্ষক বাটলার। সঙ্গে আছেন হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। ইংল্যান্ড দলের নির্বাচকেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে রেখেছেন বেশ কয়েকজন নতুন মুখ। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
ওয়ানডে দলে থাকা জশ টাং, ওলি পোপ ও জন টার্নারের এখনো একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি। ১৫ সদস্যের স্কোয়াডে ফেরানো হয়েছে জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে। জায়গা হয়নি স্টোকস, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, মঈন আলীর মতো তারকাদের। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও রিজার্ভ দলে থাকা জোফরা আর্চারকেও নেওয়া হয়নি ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘোষিত দলে।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাং, জন টার্নার।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫