নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছেন। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত, আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে এই সময়ের মধ্যে লম্বা বিশ্রাম না দিয়ে লিটন দাসদের খেলার মধ্যে রাখতে চায় বিসিবি। এজন্য সংক্ষিপ্ত টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের চিন্তাভাবনা চলছে।
আজ বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা চাইছি এশিয়া কাপের আগে অন্তত একটি প্রস্তুতি সিরিজ খেলতে। শুরুতে ভারতের বিপক্ষে একটি সিরিজের পরিকল্পনা ছিল। তারা আসবে এমন হিসেব করেই আমরা প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু সূচি পরিবর্তন হওয়ায় এখন তারা আসছে না।’
টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটের বর্ষপঞ্জি এফটিপিতে দেখা যাচ্ছে, আগস্টে আয়ারল্যান্ড ছাড়া বাকি টেস্ট খেলুড়ে দেশ ব্যস্ত থাকবে। এমনকি আফগানিস্তান ক্রিকেটও ব্যস্ত থাকবে আগস্টের শেষ ভাগে সিরিজ খেলায়। তাই তো বিকল্প খুঁজতে গিয়েই উঠেছে ছোট দলের সঙ্গে সিরিজ খেলার ভাবনা বিসিবির। এ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘এই মুহূর্তে বড় কোনো দল খেলার জন্য ফ্রি নেই। আমরা তাই দেখছি, নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে একটা সংক্ষিপ্ত সিরিজ আয়োজন করা যায় কি না। ঘরের মাঠে না পারলে বাইরে গিয়েও খেলতে পারি।’
সবকিছু চূড়ান্ত না হলেও আলোচনা বেশ এগিয়েছে বলেই জানান ফাহিম। বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্তে পৌঁছাতে চাই। সবকিছু ঠিক হলে দ্রুত জানিয়ে দেওয়া হবে।’
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছেন। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত, আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে এই সময়ের মধ্যে লম্বা বিশ্রাম না দিয়ে লিটন দাসদের খেলার মধ্যে রাখতে চায় বিসিবি। এজন্য সংক্ষিপ্ত টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের চিন্তাভাবনা চলছে।
আজ বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা চাইছি এশিয়া কাপের আগে অন্তত একটি প্রস্তুতি সিরিজ খেলতে। শুরুতে ভারতের বিপক্ষে একটি সিরিজের পরিকল্পনা ছিল। তারা আসবে এমন হিসেব করেই আমরা প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু সূচি পরিবর্তন হওয়ায় এখন তারা আসছে না।’
টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটের বর্ষপঞ্জি এফটিপিতে দেখা যাচ্ছে, আগস্টে আয়ারল্যান্ড ছাড়া বাকি টেস্ট খেলুড়ে দেশ ব্যস্ত থাকবে। এমনকি আফগানিস্তান ক্রিকেটও ব্যস্ত থাকবে আগস্টের শেষ ভাগে সিরিজ খেলায়। তাই তো বিকল্প খুঁজতে গিয়েই উঠেছে ছোট দলের সঙ্গে সিরিজ খেলার ভাবনা বিসিবির। এ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘এই মুহূর্তে বড় কোনো দল খেলার জন্য ফ্রি নেই। আমরা তাই দেখছি, নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে একটা সংক্ষিপ্ত সিরিজ আয়োজন করা যায় কি না। ঘরের মাঠে না পারলে বাইরে গিয়েও খেলতে পারি।’
সবকিছু চূড়ান্ত না হলেও আলোচনা বেশ এগিয়েছে বলেই জানান ফাহিম। বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্তে পৌঁছাতে চাই। সবকিছু ঠিক হলে দ্রুত জানিয়ে দেওয়া হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে