মাঠের ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে টানটান উত্তেজনা এখন আর দেখা যায় না বললেই চলে। গত কয়েক বছরে বেশিরভাগ ম্যাচে জয়ী দল একতরফাভাবেই ম্যাচগুলো জিতেছে। তবে ভক্ত-সমর্থকেরা তো আর পরিসংখ্যান মানেন না। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের উত্তেজনার আবহ যে শুরু হয়ে যায় ম্যাচের আগেই।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ১ লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে মুখিয়ে আছেন অসংখ্য ভক্ত-সমর্থক। একারণে আহমেদাবাদে আবাসিক হোটেলের ভাড়া বেড়েছে ১০ গুণেরও বেশি। সাধারণ সময়ে বিলাসবহুল হোটেলের ভাড়া থাকে দিন প্রতি ৬০০০ ভারতীয় রুপি। সেখানে শুক্রবার, শনিবার, রোববার-এই তিন দিনে দিনপ্রতি গুনতে হবে ৭০ হাজার রুপি। অন্যদিকে স্বাস্থ্য চেকআপের জন্য শহরের কোনো এক হাসপাতালে থাকলে দিনপ্রতি গুনতে হবে ৭০০০ রুপি। একারণে তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে আহমেদাবাদের হাসপাতালগুলোতে এখন উপচে পড়া ভিড়।
চিকিৎসার নাম করে অনেকে যে হাসপাতালে আসছেন, তা স্বীকার করছেন আহমেদাবাদের চিকিৎসকেরাও। এ ব্যাপারে চিকিৎসকেরাও সতর্ক আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এএফপিকে বলেন, ‘আমার মনে হচ্ছে এমনটা সন্দেহজনক। তারা শরীর চেকআপ করে এক রাত এখানে থাকতে চান। সম্ভবত ম্যাচ দেখার জন্যই। তারা বেশিরভাগই ভারতের বাইরে। যারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে এসে রুম ভাড়া নিয়েছেন। স্বাস্থ্য চেকআপের প্যাকেজ নিয়েছেন। এমন বুকিংয়ের ব্যাপারে আমরা খুবই সতর্ক। রোগীর সেবাই হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। ম্যাচ দেখার জন্য কোনো বেড তো আমরা কাউকে ছেড়ে দিতে পারি না।’
আহমেদাবাদ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার প্যাটেলও তা (হাসপাতালে এসে ভক্তদের থাকা) স্বীকার করেছেন। রয়টার্সকে প্যাটেল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে হেলথ চেকআপের নাম করে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে অনেকে হাসপাতালে থাকার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন।’ অন্যদিকে আহমেদাবাদ হাসপাতাল ও নার্সিং হোম অ্যাসোসিয়েশনের সভাপতি ভরত গাধাভি রয়টার্সকে বলেন, ‘এমন অনুরোধে সাড়া না দিতে আমরা তাদের (চিকিৎসক) বলেছি। রোগীদের জন্য শুধুই হাসপাতাল।’
মাঠের ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে টানটান উত্তেজনা এখন আর দেখা যায় না বললেই চলে। গত কয়েক বছরে বেশিরভাগ ম্যাচে জয়ী দল একতরফাভাবেই ম্যাচগুলো জিতেছে। তবে ভক্ত-সমর্থকেরা তো আর পরিসংখ্যান মানেন না। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের উত্তেজনার আবহ যে শুরু হয়ে যায় ম্যাচের আগেই।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ১ লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে মুখিয়ে আছেন অসংখ্য ভক্ত-সমর্থক। একারণে আহমেদাবাদে আবাসিক হোটেলের ভাড়া বেড়েছে ১০ গুণেরও বেশি। সাধারণ সময়ে বিলাসবহুল হোটেলের ভাড়া থাকে দিন প্রতি ৬০০০ ভারতীয় রুপি। সেখানে শুক্রবার, শনিবার, রোববার-এই তিন দিনে দিনপ্রতি গুনতে হবে ৭০ হাজার রুপি। অন্যদিকে স্বাস্থ্য চেকআপের জন্য শহরের কোনো এক হাসপাতালে থাকলে দিনপ্রতি গুনতে হবে ৭০০০ রুপি। একারণে তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে আহমেদাবাদের হাসপাতালগুলোতে এখন উপচে পড়া ভিড়।
চিকিৎসার নাম করে অনেকে যে হাসপাতালে আসছেন, তা স্বীকার করছেন আহমেদাবাদের চিকিৎসকেরাও। এ ব্যাপারে চিকিৎসকেরাও সতর্ক আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এএফপিকে বলেন, ‘আমার মনে হচ্ছে এমনটা সন্দেহজনক। তারা শরীর চেকআপ করে এক রাত এখানে থাকতে চান। সম্ভবত ম্যাচ দেখার জন্যই। তারা বেশিরভাগই ভারতের বাইরে। যারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে এসে রুম ভাড়া নিয়েছেন। স্বাস্থ্য চেকআপের প্যাকেজ নিয়েছেন। এমন বুকিংয়ের ব্যাপারে আমরা খুবই সতর্ক। রোগীর সেবাই হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। ম্যাচ দেখার জন্য কোনো বেড তো আমরা কাউকে ছেড়ে দিতে পারি না।’
আহমেদাবাদ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার প্যাটেলও তা (হাসপাতালে এসে ভক্তদের থাকা) স্বীকার করেছেন। রয়টার্সকে প্যাটেল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে হেলথ চেকআপের নাম করে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে অনেকে হাসপাতালে থাকার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন।’ অন্যদিকে আহমেদাবাদ হাসপাতাল ও নার্সিং হোম অ্যাসোসিয়েশনের সভাপতি ভরত গাধাভি রয়টার্সকে বলেন, ‘এমন অনুরোধে সাড়া না দিতে আমরা তাদের (চিকিৎসক) বলেছি। রোগীদের জন্য শুধুই হাসপাতাল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫