ক্রীড়া ডেস্ক

ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস শাস্তি ভোগ করেছেন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার।
ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, রাবাদার ওপর অতিরিক্ত কোনো শাস্তি আরোপ করা হচ্ছে না। রাবাদা পেশাদার আচরণ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।
সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্ট (এসএআইডিএস) এক বিবৃতিতে জানায়, কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচের পর গত ২১ জানুয়ারি রাবাদা ডোপ টেস্টে ব্যর্থ হন। আইপিএলে খেলার জন্য ভারতে থাকাকালীন গত ১ এপ্রিল তাঁকে ফলাফল সম্পর্কে জানানো হয়। ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় প্রাথমিকভাবে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় রাবাদাকে। ৩ এপ্রিল আইপিএল ছেড়ে দেশে ফিরে যান রাবাদা।
এসএআইডিএস এর বিবৃতি অনুযায়ী, দেশে ফেরার পর নিষিদ্ধ পদার্থের ব্যবহার রোধ করার জন্য শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাবাদা। তাঁর আচরণে ক্রিকেট বোর্ড সন্তুষ্ট। তিন মাসের শাস্তি নেমে এল তাই ১ মাসে। গুজরাট টাইটানসের হয়ে বুধবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে ফিরতে পারেন তিনি।

ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস শাস্তি ভোগ করেছেন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার।
ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, রাবাদার ওপর অতিরিক্ত কোনো শাস্তি আরোপ করা হচ্ছে না। রাবাদা পেশাদার আচরণ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।
সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্ট (এসএআইডিএস) এক বিবৃতিতে জানায়, কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচের পর গত ২১ জানুয়ারি রাবাদা ডোপ টেস্টে ব্যর্থ হন। আইপিএলে খেলার জন্য ভারতে থাকাকালীন গত ১ এপ্রিল তাঁকে ফলাফল সম্পর্কে জানানো হয়। ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় প্রাথমিকভাবে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় রাবাদাকে। ৩ এপ্রিল আইপিএল ছেড়ে দেশে ফিরে যান রাবাদা।
এসএআইডিএস এর বিবৃতি অনুযায়ী, দেশে ফেরার পর নিষিদ্ধ পদার্থের ব্যবহার রোধ করার জন্য শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাবাদা। তাঁর আচরণে ক্রিকেট বোর্ড সন্তুষ্ট। তিন মাসের শাস্তি নেমে এল তাই ১ মাসে। গুজরাট টাইটানসের হয়ে বুধবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে ফিরতে পারেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫
জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫
২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫