২০২২ শেষ হতে এখনো এক সপ্তাহ বাকি। এরই মধ্যে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে উইজডেন। উইজডেনের এই দলে আছেন মোহাম্মদ রিজওয়ান সহ তিন পাকিস্তানি ক্রিকেটার।
রিজওয়ান চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। রিজওয়ান ছাড়া বাকি দুই পাকিস্তানি হলেন শাদাব খান ও হারিস রউফ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ-দুটো টুর্নামেন্টেই রউফ ৮টি করে উইকেট নিয়েছেন। শাদাব এবছর ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
পাকিস্তানি তিন ক্রিকেটার ছাড়াও আছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার, ভারতের দুই ক্রিকেটার আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে-এই তিন দলের একজন করে ক্রিকেটার আছেন। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার। উইজডেনের দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে বাটলারকে। আছেন বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কারান। বাটলার, কারানের সঙ্গে আছেন লেগস্পিনার আদিল রশিদ। ভারতীয় দুই ক্রিকেটার হচ্ছেন সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমার। সূর্যকুমার এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক, দুটো সেঞ্চুরি করেছেন ক্রিকেটের এই সংস্করণে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা আছেন উইজডেনের এই একাদশে। সাদা বলের ক্রিকেটে এবছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন রাজা।
উইজডেনের ২০২২ টি-টোয়েন্টি দল
১. জস বাটলার (ইংল্যান্ড) (অধিনায়ক ও উইকেটরক্ষক): (১৫ ম্যাচ, ৪৬২ রান, গড়: ৩৫.৫৩, স্ট্রাইকরেট: ১৬০.৪১, সর্বোচ্চ ইনিংস: ৮০*)
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): (২৫ ম্যাচ, ৯৯৬ রান, গড়: ৪৫.২৭, স্ট্রাইকরেট: ১২২.৯৬, সর্বোচ্চ ইনিংস: ৮৮*)
৩. সূর্যকুমার যাদব (ভারত) : (৩১ ম্যাচ, ১১৬৪ রান, গড়: ৪৬.৫৬, স্ট্রাইকরেট: ১৮৭.৪৩, সর্বোচ্চ ইনিংস: ১১৭)
৪. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) : (২১ ম্যাচ, ৭১৬ রান, গড়: ৪৪.৭৫, স্ট্রাইকরেট: ১৫৬.৩৩, সর্বোচ্চ ইনিংস: ১০৪)
৫. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) : (১৬ ম্যাচ, ৩৬১ রান, গড়: ৬০.১৭, স্ট্রাইকরেট: ১৬৪.৮৪, সর্বোচ্চ ইনিংস: ১০৬*)
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) : (২৪ ম্যাচ, ৭৩৫ রান, গড়: ৩৫, স্ট্রাইকরেট: ১৫০.৯২, সর্বোচ্চ ইনিংস: ৮৭,২৫ উইকেট, ইকোনমি: ৬.১৩, বোলিং গড়: ১৭.৬৮, সেরা বোলিং: ৪ /৮)
৭. শাদাব খান (পাকিস্তান) : (২০ ম্যাচ, ২০১ রান, গড়: ২০.১০, স্ট্রাইকরেট: ১৫৪.৬১, সর্বোচ্চ ইনিংস: ৫২,২৫ উইকেট, ইকোনমি: ৬.৭৯, বোলিং গড়: ২০.৫৬, সেরা বোলিং: ৪ /৮)
৮. স্যাম কারান (ইংল্যান্ড) : (১৯ ম্যাচ, ২৫ উইকেট, ইকোনমি: ৭.৫৬, বোলিং গড়: ২১.০৮, সেরা বোলিং: ৫/১০)
৯. আদিল রশিদ (ইংল্যান্ড) : (২৪ ম্যাচ, ১৯ উইকেট, ইকোনমি: ৭.৫০, বোলিং গড়: ৩৪.৩৬, সেরা বোলিং: ২/১৭)
১০. হারিস রউফ (পাকিস্তান) : (২৩ ম্যাচ, ৩১ উইকেট, ইকোনমি: ৭.৫৪, বোলিং গড়: ২০.৭৪, সেরা বোলিং: ৩/২৮)
১১. ভুবনেশ্বর কুমার (ভারত) : (৩২ ম্যাচ, ৩৭ উইকেট, ইকোনমি: ৬.৯৮, বোলিং গড়: ১৯.৫৬, সেরা বোলিং: ৫/৪)
২০২২ শেষ হতে এখনো এক সপ্তাহ বাকি। এরই মধ্যে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে উইজডেন। উইজডেনের এই দলে আছেন মোহাম্মদ রিজওয়ান সহ তিন পাকিস্তানি ক্রিকেটার।
রিজওয়ান চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। রিজওয়ান ছাড়া বাকি দুই পাকিস্তানি হলেন শাদাব খান ও হারিস রউফ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ-দুটো টুর্নামেন্টেই রউফ ৮টি করে উইকেট নিয়েছেন। শাদাব এবছর ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
পাকিস্তানি তিন ক্রিকেটার ছাড়াও আছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার, ভারতের দুই ক্রিকেটার আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে-এই তিন দলের একজন করে ক্রিকেটার আছেন। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার। উইজডেনের দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে বাটলারকে। আছেন বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কারান। বাটলার, কারানের সঙ্গে আছেন লেগস্পিনার আদিল রশিদ। ভারতীয় দুই ক্রিকেটার হচ্ছেন সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমার। সূর্যকুমার এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক, দুটো সেঞ্চুরি করেছেন ক্রিকেটের এই সংস্করণে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা আছেন উইজডেনের এই একাদশে। সাদা বলের ক্রিকেটে এবছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন রাজা।
উইজডেনের ২০২২ টি-টোয়েন্টি দল
১. জস বাটলার (ইংল্যান্ড) (অধিনায়ক ও উইকেটরক্ষক): (১৫ ম্যাচ, ৪৬২ রান, গড়: ৩৫.৫৩, স্ট্রাইকরেট: ১৬০.৪১, সর্বোচ্চ ইনিংস: ৮০*)
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): (২৫ ম্যাচ, ৯৯৬ রান, গড়: ৪৫.২৭, স্ট্রাইকরেট: ১২২.৯৬, সর্বোচ্চ ইনিংস: ৮৮*)
৩. সূর্যকুমার যাদব (ভারত) : (৩১ ম্যাচ, ১১৬৪ রান, গড়: ৪৬.৫৬, স্ট্রাইকরেট: ১৮৭.৪৩, সর্বোচ্চ ইনিংস: ১১৭)
৪. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) : (২১ ম্যাচ, ৭১৬ রান, গড়: ৪৪.৭৫, স্ট্রাইকরেট: ১৫৬.৩৩, সর্বোচ্চ ইনিংস: ১০৪)
৫. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) : (১৬ ম্যাচ, ৩৬১ রান, গড়: ৬০.১৭, স্ট্রাইকরেট: ১৬৪.৮৪, সর্বোচ্চ ইনিংস: ১০৬*)
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) : (২৪ ম্যাচ, ৭৩৫ রান, গড়: ৩৫, স্ট্রাইকরেট: ১৫০.৯২, সর্বোচ্চ ইনিংস: ৮৭,২৫ উইকেট, ইকোনমি: ৬.১৩, বোলিং গড়: ১৭.৬৮, সেরা বোলিং: ৪ /৮)
৭. শাদাব খান (পাকিস্তান) : (২০ ম্যাচ, ২০১ রান, গড়: ২০.১০, স্ট্রাইকরেট: ১৫৪.৬১, সর্বোচ্চ ইনিংস: ৫২,২৫ উইকেট, ইকোনমি: ৬.৭৯, বোলিং গড়: ২০.৫৬, সেরা বোলিং: ৪ /৮)
৮. স্যাম কারান (ইংল্যান্ড) : (১৯ ম্যাচ, ২৫ উইকেট, ইকোনমি: ৭.৫৬, বোলিং গড়: ২১.০৮, সেরা বোলিং: ৫/১০)
৯. আদিল রশিদ (ইংল্যান্ড) : (২৪ ম্যাচ, ১৯ উইকেট, ইকোনমি: ৭.৫০, বোলিং গড়: ৩৪.৩৬, সেরা বোলিং: ২/১৭)
১০. হারিস রউফ (পাকিস্তান) : (২৩ ম্যাচ, ৩১ উইকেট, ইকোনমি: ৭.৫৪, বোলিং গড়: ২০.৭৪, সেরা বোলিং: ৩/২৮)
১১. ভুবনেশ্বর কুমার (ভারত) : (৩২ ম্যাচ, ৩৭ উইকেট, ইকোনমি: ৬.৯৮, বোলিং গড়: ১৯.৫৬, সেরা বোলিং: ৫/৪)
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫