সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে নানারকম টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররাও খেলছেন সেসব লিগে। এমনকি এসব লিগে বিপুল অর্থ কামানোর লোভে অনেকে জাতীয় দলকেও বিদায় জানাচ্ছেন।
বলতে গেলে ‘ব্যাঙের ছাতা’র মত বাড়ছে টি-টোয়েন্টি লিগ। তবে এখন থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে আয়োজকদের। এসবের যেন ‘লাগাম’ টানতেই এবার আইসিসি নতুন এক উদ্যোগ নিয়েছে।
আইসিসির ক্রিকেটের জেনারেল ম্যানেজার ওয়াসিম খান, আইপিএল সভাপতি অরুণ ধুমাল, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি, আমিরাত ক্রিকেট বোর্ড পরিচালক মুবাশির উসমানি—তাঁদের নিয়ে তৈরি হয়েছিল আইসিসি ওয়ার্কিং গ্রুপ। গত মঙ্গলবার আইসিসির প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সভায় ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব দেয়, নতুন টি-টোয়েন্টি লিগগুলোতে চার বিদেশি ক্রিকেটার ও কমপক্ষে সাত স্থানীয় ক্রিকেটার থাকতে হবে।
আইসিসির এই সভায়, নতুন টি-টোয়েন্টি লিগগুলোতে এক দলে চার স্থানীয় ও চার বিদেশি খেলোয়াড় রাখা নিয়ে ভোটাভুটি হয়। চার বিদেশির পক্ষে পড়ে ৮ ভোট ও ৬ ভোট পড়ে চার স্থানীয় ক্রিকেটারের পক্ষে। এরপর বুধবার সিইসি সিদ্ধান্ত নিয়েছে, একাদশে চারজনের বেশি বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন না। তবে সহযোগী দেশের খেলোয়াড়দের স্থানীয় খেলোয়াড় হিসেবে বিবেচনা করতে পারে। দক্ষিণ আফ্রিকার ডারবানে গতকাল শেষ হয়েছে আইসিসির সাধারণ বার্ষিক সভায় (এজিএম) সিইসির সুপারিশ অনুমোদন পেয়েছে। টেস্ট স্ট্যাটাস পায়নি, এমন দেশগুলোর লিগে পূর্ণ সদস্যের ক্রিকেটারদের সংখ্যা কমাতেই আইসিসির এই উদ্যোগ।
তবে আইসিসির নতুন সিদ্ধান্ত আরব-আমিরাতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ (আইএল টি-টোয়েন্টি লিগ), যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি), কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এর প্রভাব পড়বে না। আইএল টি-টোয়েন্টিতে ৯ ও এমএলসিতে ৬ ক্রিকেটার খেলতে পারবেন একাদশে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ ৫ বিদেশি খেলতে পারবেন।
আইএল টি-টোয়েন্টি শুরু হয়েছে এ বছরের জানুয়ারিতে। আজ যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রেইরিতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছে এমএলসির প্রথম মৌসুম। আর ২০ জুলাই থেকে শুরু হবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় মৌসুম।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে নানারকম টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররাও খেলছেন সেসব লিগে। এমনকি এসব লিগে বিপুল অর্থ কামানোর লোভে অনেকে জাতীয় দলকেও বিদায় জানাচ্ছেন।
বলতে গেলে ‘ব্যাঙের ছাতা’র মত বাড়ছে টি-টোয়েন্টি লিগ। তবে এখন থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে আয়োজকদের। এসবের যেন ‘লাগাম’ টানতেই এবার আইসিসি নতুন এক উদ্যোগ নিয়েছে।
আইসিসির ক্রিকেটের জেনারেল ম্যানেজার ওয়াসিম খান, আইপিএল সভাপতি অরুণ ধুমাল, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি, আমিরাত ক্রিকেট বোর্ড পরিচালক মুবাশির উসমানি—তাঁদের নিয়ে তৈরি হয়েছিল আইসিসি ওয়ার্কিং গ্রুপ। গত মঙ্গলবার আইসিসির প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সভায় ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব দেয়, নতুন টি-টোয়েন্টি লিগগুলোতে চার বিদেশি ক্রিকেটার ও কমপক্ষে সাত স্থানীয় ক্রিকেটার থাকতে হবে।
আইসিসির এই সভায়, নতুন টি-টোয়েন্টি লিগগুলোতে এক দলে চার স্থানীয় ও চার বিদেশি খেলোয়াড় রাখা নিয়ে ভোটাভুটি হয়। চার বিদেশির পক্ষে পড়ে ৮ ভোট ও ৬ ভোট পড়ে চার স্থানীয় ক্রিকেটারের পক্ষে। এরপর বুধবার সিইসি সিদ্ধান্ত নিয়েছে, একাদশে চারজনের বেশি বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন না। তবে সহযোগী দেশের খেলোয়াড়দের স্থানীয় খেলোয়াড় হিসেবে বিবেচনা করতে পারে। দক্ষিণ আফ্রিকার ডারবানে গতকাল শেষ হয়েছে আইসিসির সাধারণ বার্ষিক সভায় (এজিএম) সিইসির সুপারিশ অনুমোদন পেয়েছে। টেস্ট স্ট্যাটাস পায়নি, এমন দেশগুলোর লিগে পূর্ণ সদস্যের ক্রিকেটারদের সংখ্যা কমাতেই আইসিসির এই উদ্যোগ।
তবে আইসিসির নতুন সিদ্ধান্ত আরব-আমিরাতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ (আইএল টি-টোয়েন্টি লিগ), যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি), কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এর প্রভাব পড়বে না। আইএল টি-টোয়েন্টিতে ৯ ও এমএলসিতে ৬ ক্রিকেটার খেলতে পারবেন একাদশে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ ৫ বিদেশি খেলতে পারবেন।
আইএল টি-টোয়েন্টি শুরু হয়েছে এ বছরের জানুয়ারিতে। আজ যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রেইরিতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছে এমএলসির প্রথম মৌসুম। আর ২০ জুলাই থেকে শুরু হবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় মৌসুম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫