ক্রীড়া ডেস্ক
ভারতকে মেলবোর্ন টেস্টে হারানোর মধ্য দিয়ে শেষ হয় ২০২৪ সালের টেস্ট অধ্যায়। তার পরই গতকাল বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এই একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ট্রাভিস হেডের। একাদশে ইংল্যান্ডের তিনজন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত দুজন করে, একজন করে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বর্ষসেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে জসপ্রীত বুমরাকে। ওপেনিংয়ে রেখেছে ২০২৪ সালে রানের ফুলকি ছোটানো ভারতীয় ব্যাটার যশস্বী জয়েসওয়ালকে। ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরিসহ ১৬ টেস্টে ২৯ ইনিংসে ১৪৭৮ রান করেছেন এ তরুণ ব্যাটার। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল অপরাজিত ২১৪ রান। বুমরা গত এক বছরে টেস্টে নিয়েছেন সর্বোচ্চ ৭১ উইকেট। নেতৃত্ব দিয়েছেন একটি টেস্টে।
আরেক ওপেনার ইংল্যান্ডের বেন ডাকেট রেখেছে সিএ। মিডল অর্ডারে জো রুট, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস সুযোগ পেয়েছেন। উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। পেস বোলিং আক্রমণে বুমরার পাশাপাশি আছেন জশ হ্যাজেলউড ও ম্যাট হেনরি।
সেরা একাদশে একমাত্র স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ রয়েছেন। এ ছাড়া জায়গা পাননি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার। কামিন্স এ বছর ৯ টেস্টে শিকার করেছেন ৩৭ উইকেট। বোলিং গড় ২৪.৮০। জায়গা পাননি ২০২৪ সালে ১১ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ—৫২ উইকেটশিকারি ইংল্যান্ডের গাস আটকিনসনও।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশ: যশস্বী জয়েসওয়াল, বেন ডাকেট, জো রুট, রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ম্যাট হেনরি, জাসপ্রীত বুমরা (অধিনায়ক), জশ হ্যাজেলউড ও কেশব মহারাজ।
ভারতকে মেলবোর্ন টেস্টে হারানোর মধ্য দিয়ে শেষ হয় ২০২৪ সালের টেস্ট অধ্যায়। তার পরই গতকাল বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এই একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ট্রাভিস হেডের। একাদশে ইংল্যান্ডের তিনজন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত দুজন করে, একজন করে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বর্ষসেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে জসপ্রীত বুমরাকে। ওপেনিংয়ে রেখেছে ২০২৪ সালে রানের ফুলকি ছোটানো ভারতীয় ব্যাটার যশস্বী জয়েসওয়ালকে। ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরিসহ ১৬ টেস্টে ২৯ ইনিংসে ১৪৭৮ রান করেছেন এ তরুণ ব্যাটার। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল অপরাজিত ২১৪ রান। বুমরা গত এক বছরে টেস্টে নিয়েছেন সর্বোচ্চ ৭১ উইকেট। নেতৃত্ব দিয়েছেন একটি টেস্টে।
আরেক ওপেনার ইংল্যান্ডের বেন ডাকেট রেখেছে সিএ। মিডল অর্ডারে জো রুট, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস সুযোগ পেয়েছেন। উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। পেস বোলিং আক্রমণে বুমরার পাশাপাশি আছেন জশ হ্যাজেলউড ও ম্যাট হেনরি।
সেরা একাদশে একমাত্র স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ রয়েছেন। এ ছাড়া জায়গা পাননি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার। কামিন্স এ বছর ৯ টেস্টে শিকার করেছেন ৩৭ উইকেট। বোলিং গড় ২৪.৮০। জায়গা পাননি ২০২৪ সালে ১১ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ—৫২ উইকেটশিকারি ইংল্যান্ডের গাস আটকিনসনও।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশ: যশস্বী জয়েসওয়াল, বেন ডাকেট, জো রুট, রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ম্যাট হেনরি, জাসপ্রীত বুমরা (অধিনায়ক), জশ হ্যাজেলউড ও কেশব মহারাজ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫