ম্যালকম মার্শাল-কার্টলি অ্যামব্র্রোসদের সামনে ব্যাট হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ছিল কঠিন ব্যাপার। বুক চিতিয়ে একাই লড়লেন রমিজ রাজা। ক্যারিবিয়ান দানবদের বাউন্স সামলে ১০২ রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার। তাঁর সঙ্গে ৫৭ রানে অপরাজিত থাকেন জাভেদ মিয়াঁদাদ।
তবুও সংগ্রহটা কেবল ২ উইকেটে ২২০ রান হয় পাকিস্তানের। কিন্তু ব্যাট হাতে ব্রায়ান লারা ও ডেসমন্ড হেইনস সেদিন ওয়াসিম আকরাম ও আকিব জাবেদদের কোনো সুযোগই দেননি। ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকটে হেরে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান।
পরের ম্যাচেই জিম্বাবুয়েকে ৫৩ রানে হারায় ইমরান খানের দল। এর পর যেন দলটির ওপর মহাকাশই ভেঙে পড়ে। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা হার এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় রমিজদের।
কিন্তু সেখান থেকেই যেন ঘুরে দাঁড়ানোর মন্ত্র শিখেছে পাকিস্তান। পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে এবং ক্রাইস্টচার্চে আরেক স্বাগতিক নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের সেমিতে ওঠে দলটি।
৯ দল নিয়ে বিশ্বকাপের প্রথম পর্ব হয়েছিল রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে। পয়েন্টের ভিত্তিতে সেরা চার দল নিয়ে সেমিফাইনাল হয়। ৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বর দল হিসেবে কোনোরকম সেমিতে উঠেছিল পাকিস্তান।
’৯২ এর স্মৃতি সঙ্গে নিয়েই যেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পথ চলছেন বাবর আজমরা। সুপার টুয়েলভে টানা ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে বিদায়ের রাগিণী বেজে ওঠার উপক্রম হয়েছিল। কিন্তু নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার অপ্রত্যাশিত হার পাল্টে দেয় শেষ চারের চিত্র। দুই হারের পর ’৯২ এর মতো শেষ তিন ম্যাচে টানা জিতে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।
ইংল্যান্ডের পারফরম্যান্সও যেন ওই বিশ্বকাপের মতোই। ভারতকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন ইয়ান বোথামরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পায় জস বাটলারের দল। ওই বিশ্বকাপের মতো এবারও গ্রুপের দুই নম্বর দল হয়ে সেমিতে উঠে ইংল্যান্ড।
’৯২ বিশ্বকাপের স্মৃতি যেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরতে পরতে লেগে আছে। সেবারের মতো এবারও টেবিলের শীর্ষে থেকে সেমিতে উঠে নিউজিল্যান্ড। ঠিক ওই বিশ্বকাপের মতোই এবারও শেষ চারে সাক্ষাৎ হয় পাকিস্তান-নিউজিল্যান্ডের। পরে ব্যাট করে ’৯২ তে পাকিস্তান জিতেছিল ৪ উইকেটে, এবার জিতল ৭ উইকেটে। প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড, এবার ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ইংলিশরা।
সেই অস্ট্রেলিয়া, সেই মেলবোর্ন— শিরোপা লড়াইয়ের সামনে এবারও পুরোনো দল দুটি, পার্থক্য শুধু সময় এবং খেলোয়াড়ের। বাকি সবকিছুই যেন ‘নাইনটি টু’।
ইতিহাস ফিরিয়ে আনায় পাকিস্তান-ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন '৯২ বিশ্বকাপের জয়ের নায়ক ওয়াসিম আকরাম। সাবেক পাকিস্তানি পেসার বলেছেন, ‘বিশ্বকাপের ফাইনালে খেলা অনেক বড় ব্যাপার। তাই আগে পাকিস্তান ও ইংল্যান্ডকে অভিনন্দন জানাতে হয়। তারা এটা করে দেখিয়েছে।’
পাকিস্তান সেমিফাইনালে ওঠার পর মেলবোর্নে উড়ে গেছেন পিসিবি সভাপতি রমিজ রাজাও। ’৯২ এর উপমা দিয়ে উত্তরসূরীদের বললেন, ‘শান্ত ও আত্মবিশ্বাসী থাকো। খেলাটা উপভোগ করো। (১৯৯২ বিশ্বকাপে) ইমরান খান আমাদের বলেছিলেন, এই দিনটা তোমাদের ক্যারিয়ারে হয় তো আর আসবে। শান্ত থাকো এবং খেলাটি উপভোভগ করো।' উত্তরসূরিদের উদ্দেশ্যে '৯২ এর বার্তা দিয়ে রাখলেন রমিজ।
সেমিফাইনালের খেলা হওয়ার আগেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন ভবিষ্যদ্বাণী করেছিলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে যথাসম্ভব '৯২ এর মতোই।'
ম্যালকম মার্শাল-কার্টলি অ্যামব্র্রোসদের সামনে ব্যাট হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ছিল কঠিন ব্যাপার। বুক চিতিয়ে একাই লড়লেন রমিজ রাজা। ক্যারিবিয়ান দানবদের বাউন্স সামলে ১০২ রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার। তাঁর সঙ্গে ৫৭ রানে অপরাজিত থাকেন জাভেদ মিয়াঁদাদ।
তবুও সংগ্রহটা কেবল ২ উইকেটে ২২০ রান হয় পাকিস্তানের। কিন্তু ব্যাট হাতে ব্রায়ান লারা ও ডেসমন্ড হেইনস সেদিন ওয়াসিম আকরাম ও আকিব জাবেদদের কোনো সুযোগই দেননি। ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকটে হেরে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান।
পরের ম্যাচেই জিম্বাবুয়েকে ৫৩ রানে হারায় ইমরান খানের দল। এর পর যেন দলটির ওপর মহাকাশই ভেঙে পড়ে। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা হার এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় রমিজদের।
কিন্তু সেখান থেকেই যেন ঘুরে দাঁড়ানোর মন্ত্র শিখেছে পাকিস্তান। পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে এবং ক্রাইস্টচার্চে আরেক স্বাগতিক নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের সেমিতে ওঠে দলটি।
৯ দল নিয়ে বিশ্বকাপের প্রথম পর্ব হয়েছিল রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে। পয়েন্টের ভিত্তিতে সেরা চার দল নিয়ে সেমিফাইনাল হয়। ৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বর দল হিসেবে কোনোরকম সেমিতে উঠেছিল পাকিস্তান।
’৯২ এর স্মৃতি সঙ্গে নিয়েই যেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পথ চলছেন বাবর আজমরা। সুপার টুয়েলভে টানা ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে বিদায়ের রাগিণী বেজে ওঠার উপক্রম হয়েছিল। কিন্তু নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার অপ্রত্যাশিত হার পাল্টে দেয় শেষ চারের চিত্র। দুই হারের পর ’৯২ এর মতো শেষ তিন ম্যাচে টানা জিতে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।
ইংল্যান্ডের পারফরম্যান্সও যেন ওই বিশ্বকাপের মতোই। ভারতকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন ইয়ান বোথামরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পায় জস বাটলারের দল। ওই বিশ্বকাপের মতো এবারও গ্রুপের দুই নম্বর দল হয়ে সেমিতে উঠে ইংল্যান্ড।
’৯২ বিশ্বকাপের স্মৃতি যেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরতে পরতে লেগে আছে। সেবারের মতো এবারও টেবিলের শীর্ষে থেকে সেমিতে উঠে নিউজিল্যান্ড। ঠিক ওই বিশ্বকাপের মতোই এবারও শেষ চারে সাক্ষাৎ হয় পাকিস্তান-নিউজিল্যান্ডের। পরে ব্যাট করে ’৯২ তে পাকিস্তান জিতেছিল ৪ উইকেটে, এবার জিতল ৭ উইকেটে। প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড, এবার ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ইংলিশরা।
সেই অস্ট্রেলিয়া, সেই মেলবোর্ন— শিরোপা লড়াইয়ের সামনে এবারও পুরোনো দল দুটি, পার্থক্য শুধু সময় এবং খেলোয়াড়ের। বাকি সবকিছুই যেন ‘নাইনটি টু’।
ইতিহাস ফিরিয়ে আনায় পাকিস্তান-ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন '৯২ বিশ্বকাপের জয়ের নায়ক ওয়াসিম আকরাম। সাবেক পাকিস্তানি পেসার বলেছেন, ‘বিশ্বকাপের ফাইনালে খেলা অনেক বড় ব্যাপার। তাই আগে পাকিস্তান ও ইংল্যান্ডকে অভিনন্দন জানাতে হয়। তারা এটা করে দেখিয়েছে।’
পাকিস্তান সেমিফাইনালে ওঠার পর মেলবোর্নে উড়ে গেছেন পিসিবি সভাপতি রমিজ রাজাও। ’৯২ এর উপমা দিয়ে উত্তরসূরীদের বললেন, ‘শান্ত ও আত্মবিশ্বাসী থাকো। খেলাটা উপভোগ করো। (১৯৯২ বিশ্বকাপে) ইমরান খান আমাদের বলেছিলেন, এই দিনটা তোমাদের ক্যারিয়ারে হয় তো আর আসবে। শান্ত থাকো এবং খেলাটি উপভোভগ করো।' উত্তরসূরিদের উদ্দেশ্যে '৯২ এর বার্তা দিয়ে রাখলেন রমিজ।
সেমিফাইনালের খেলা হওয়ার আগেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন ভবিষ্যদ্বাণী করেছিলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে যথাসম্ভব '৯২ এর মতোই।'
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫