হার দিয়ে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা-সংযুক্ত আরব আমিরাত আজ মুখোমুখি হয়েছিল গিলংয়ে। এই ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তাতে আমিরাতের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নির্ভর করছে অনেক ‘যদি-কিস্তুর’ ওপর।
১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আমিরাত। প্রথম ১০ ওভারের মধ্যেই আমিরাত হারায় ৬ উইকেট। একটা পর্যায়ে ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে আমিরাত করে ৫৬ রান। শেষ উইকেট জুটিতে ইনিংস সর্বোচ্চ ১৭ রানের জুটি গড়েন জহুর খান ও জুনাইদ সিদ্দিকি। ১৭.১ ওভারে ৭৩ রানে গুটিয়ে যায় আমিরাত। সর্বোচ্চ ১৮ রান করেছেন জুনাইদ।
লঙ্কানদের মধ্যে সেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভার বোলিং করে ৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, এক ওভার মেইডেনও দিয়েছেন হাসারাঙ্গা। লঙ্কান এই লেগস্পিনারের মতো দুষ্মন্ত চামিরাও নিয়েছেন তিন উইকেট। ম্যাচসেরা হয়েছেন পাথুম নিশাংকা। ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন লঙ্কান এই ওপেনার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক রিজওয়ান। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ১৫২ রান। লঙ্কানদের মধ্যে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন নিশাংকা। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন আমিরাতের লেগস্পিনার কার্তিক মেইয়াপ্পান।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
হার দিয়ে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা-সংযুক্ত আরব আমিরাত আজ মুখোমুখি হয়েছিল গিলংয়ে। এই ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তাতে আমিরাতের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নির্ভর করছে অনেক ‘যদি-কিস্তুর’ ওপর।
১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আমিরাত। প্রথম ১০ ওভারের মধ্যেই আমিরাত হারায় ৬ উইকেট। একটা পর্যায়ে ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে আমিরাত করে ৫৬ রান। শেষ উইকেট জুটিতে ইনিংস সর্বোচ্চ ১৭ রানের জুটি গড়েন জহুর খান ও জুনাইদ সিদ্দিকি। ১৭.১ ওভারে ৭৩ রানে গুটিয়ে যায় আমিরাত। সর্বোচ্চ ১৮ রান করেছেন জুনাইদ।
লঙ্কানদের মধ্যে সেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভার বোলিং করে ৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, এক ওভার মেইডেনও দিয়েছেন হাসারাঙ্গা। লঙ্কান এই লেগস্পিনারের মতো দুষ্মন্ত চামিরাও নিয়েছেন তিন উইকেট। ম্যাচসেরা হয়েছেন পাথুম নিশাংকা। ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন লঙ্কান এই ওপেনার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক রিজওয়ান। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ১৫২ রান। লঙ্কানদের মধ্যে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন নিশাংকা। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন আমিরাতের লেগস্পিনার কার্তিক মেইয়াপ্পান।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫