নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য সময় জানিয়েছে বিসিবি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে বিপিএলের ১১তম সংস্করণের প্লেয়ার্স ড্রাফট। গতবার টুর্নামেন্টের ড্রাফট হয়েছিল সেপ্টেম্বরের শেষ দিকে।
অক্টোবরে বাংলাদেশ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর ব্যস্ততার মাঝে যেন বিপিএল নিয়ে সমস্যায় পড়তে না হয়, একটু আগেই কাজ সেরে রাখতে চাইছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ জানিয়েছেন, গত টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তাঁরা।
কোন কোন ফ্র্যাঞ্চাইজি আগামী বিপিএলে থাকছে বা নতুন কোনো দল যুক্ত হবে কি না, এ ব্যাপারটি পরিষ্কার করতে পারেননি নিজামউদ্দিন। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়াম নিজামউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ইতিমধ্যে গত বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করেছি। বেশির ভাগ জানিয়েছে তারা থাকছে, দুই-একটা দল এখনো আমাদের জানায়নি। তারা জানালে পরবর্তীতে কী করণীয় আমরা করব।’
প্লেয়ার্স ড্রাফটের তারিখ নির্ধারণ না হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করতে চায় বিসিবি। কাল পরিচালনা পর্ষদের সভায় হয়তো সেটিও চূড়ান্ত হয়ে যেতে পারে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করা হয়েছে ড্রাফটের জন্য এবং ধাপে ধাপে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করব। প্লেয়ার ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হতে পারে।’
মাঠের খেলা যেমনই হোক জাঁকজমক আয়োজন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনায় ছিল সর্বশেষ বিপিএল। এবারও জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বিপিএল আয়োজনের লক্ষ্য বিসিবির। কারণ, এরপরই পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে বাংলাদেশ।
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য সময় জানিয়েছে বিসিবি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে বিপিএলের ১১তম সংস্করণের প্লেয়ার্স ড্রাফট। গতবার টুর্নামেন্টের ড্রাফট হয়েছিল সেপ্টেম্বরের শেষ দিকে।
অক্টোবরে বাংলাদেশ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর ব্যস্ততার মাঝে যেন বিপিএল নিয়ে সমস্যায় পড়তে না হয়, একটু আগেই কাজ সেরে রাখতে চাইছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ জানিয়েছেন, গত টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তাঁরা।
কোন কোন ফ্র্যাঞ্চাইজি আগামী বিপিএলে থাকছে বা নতুন কোনো দল যুক্ত হবে কি না, এ ব্যাপারটি পরিষ্কার করতে পারেননি নিজামউদ্দিন। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়াম নিজামউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ইতিমধ্যে গত বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করেছি। বেশির ভাগ জানিয়েছে তারা থাকছে, দুই-একটা দল এখনো আমাদের জানায়নি। তারা জানালে পরবর্তীতে কী করণীয় আমরা করব।’
প্লেয়ার্স ড্রাফটের তারিখ নির্ধারণ না হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করতে চায় বিসিবি। কাল পরিচালনা পর্ষদের সভায় হয়তো সেটিও চূড়ান্ত হয়ে যেতে পারে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করা হয়েছে ড্রাফটের জন্য এবং ধাপে ধাপে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করব। প্লেয়ার ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হতে পারে।’
মাঠের খেলা যেমনই হোক জাঁকজমক আয়োজন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনায় ছিল সর্বশেষ বিপিএল। এবারও জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বিপিএল আয়োজনের লক্ষ্য বিসিবির। কারণ, এরপরই পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫