১৬২ ও ২৪৭—মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার দুই ইনিংসের রান যোগ করলে হয় ৪০৯, যা নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের থেকে ১০২ রান কম। চাইলে ব্ল্যাকক্যাপসরা ইনিংসেই জিততে পারত। কিন্তু প্রোটিয়াদের রানের পাহাড়ে পিষ্ট করে জেতার পরিকল্পনাই যে ছিল নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে ২৮১ রানে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
শুধু রানের হিসাব করলে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ব্যবধানে জয় ৪২৩ রানের। ২০১৮ সালে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শ্রীলঙ্কাকে ৪২৩ রানে হারিয়েছিল কিউইরা। মাউন্ট মঙ্গানুইয়ে আজ যে ২৮১ রানে জিতল, সেটা নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে কিউইদের সর্বোচ্চ।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রানে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। সেখানেই ইনিংস ঘোষণা করে আজ খেলা শুরু করে কিউইরা। তাতে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৫২৯ রানের। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে পারলে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড হতো প্রোটিয়াদের। তবে এই পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার এডওয়ার্ড মুর ও নিল ব্র্যান্ডের উইকেট হারিয়ে ৩.১ ওভারে ২ উইকেটে ৫ রান হয়ে যায় তাদের। যেখানে মুরকে রানের খাতা খোলার আগেই বিদায় করেন ম্যাট হেনরি। আর ৩ রান করা ব্র্যান্ডকে বোল্ড করেন সাউদি। যার মধ্যে ব্র্যান্ড এই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার অধিনায়কও।
প্রথম দুই উইকেট পড়ার পর ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন জুবাইর হামজা। তিনি ও ৩ নম্বরে নামা রেয়নার্ড ফন টন্ডার ব্যাটিং করছিলেন টেস্ট মেজাজেই। তৃতীয় উইকেটে ফন টন্ডার ও হামজা গড়েন ১৬৩ বলে ৬৩ রানের জুটি। ৩১তম ওভারের দ্বিতীয় বলে ফন টন্ডারকে ফিরিয়ে জুটি ভাঙেন কাইল জেমিসন। ৮৩ বলে ২ চারে ৩১ রান করেন ফন টন্ডার। এক ওভার বিরতিতে এসে জেমিসন এবার ফিরিয়েছেন হামজাকে। হামজা করেন ৯২ বলে ৩৬ রান।
জেমিসন দ্রুত ২ উইকেট নিলে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৩৩ ওভারে ৪ উইকেটে ৭৩ রান। এরপর ৬ নম্বরে ব্যাটিংয়ে নামেন কিগান পিটারসেন। ষষ্ঠ উইকেটে ডেভিড বেডিংহামের সঙ্গে ১৪৩ বলে ১০৫ রানের জুটি গড়তে অবদান রাখেন পিটারসেন। বেডিংহামকে ফিরিয়ে এই জুটিও ভাঙেন জেমিসন। ৯৬ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৮৭ রান করেন বেডিংহাম। এটাই দক্ষিণ আফ্রিকার ইনিংসের সর্বোচ্চ রান। তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির আক্ষেপের পর দ্রুত গুটিয়ে গেছে প্রোটিয়ারাও। ৬৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ২৪৭ রানে। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জেমিসন। মিচেল স্যান্টনার নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন সাউদি, হেনরি ও গ্লেন ফিলিপস।
ম্যাচসেরা হয়েছেন রাচীন রবীন্দ্র। মাউন্ট মঙ্গানুই টেস্টে করেন ২৫২ রান ও নিয়েছেন ২ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ার-সেরা ২৪০ রানের ইনিংস খেলেন তিনি।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ব্র্যান্ড। প্রথমে ব্যাটিং পেয়ে নিউজিল্যান্ড ৫১১ রানে অলআউট হয়েছে। প্রথম ইনিংসে রাচীন রবীন্দ্র ৩৬৬ বলে ২৬ চার ও ৩ ছক্কায় ২৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কেইন উইলিয়ামসনও সেঞ্চুরি করেন। এখানে ব্র্যান্ড ১১৯ রানে ৬ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে অধিনায়কত্বের অভিষেকে সেরা বোলিংয়ের কীর্তি গড়েন। এরপর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৬২ রানে। ফলোঅন না করিয়ে নিউজিল্যান্ড আবারও ব্যাটিং করে। এই ইনিংসেও সেঞ্চুরি করেন উইলিয়ামসন। দুই ইনিংস মিলে কিউই ব্যাটার করেন ২২৭ রান।
১৬২ ও ২৪৭—মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার দুই ইনিংসের রান যোগ করলে হয় ৪০৯, যা নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের থেকে ১০২ রান কম। চাইলে ব্ল্যাকক্যাপসরা ইনিংসেই জিততে পারত। কিন্তু প্রোটিয়াদের রানের পাহাড়ে পিষ্ট করে জেতার পরিকল্পনাই যে ছিল নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে ২৮১ রানে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
শুধু রানের হিসাব করলে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ব্যবধানে জয় ৪২৩ রানের। ২০১৮ সালে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শ্রীলঙ্কাকে ৪২৩ রানে হারিয়েছিল কিউইরা। মাউন্ট মঙ্গানুইয়ে আজ যে ২৮১ রানে জিতল, সেটা নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে কিউইদের সর্বোচ্চ।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রানে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। সেখানেই ইনিংস ঘোষণা করে আজ খেলা শুরু করে কিউইরা। তাতে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৫২৯ রানের। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে পারলে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড হতো প্রোটিয়াদের। তবে এই পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার এডওয়ার্ড মুর ও নিল ব্র্যান্ডের উইকেট হারিয়ে ৩.১ ওভারে ২ উইকেটে ৫ রান হয়ে যায় তাদের। যেখানে মুরকে রানের খাতা খোলার আগেই বিদায় করেন ম্যাট হেনরি। আর ৩ রান করা ব্র্যান্ডকে বোল্ড করেন সাউদি। যার মধ্যে ব্র্যান্ড এই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার অধিনায়কও।
প্রথম দুই উইকেট পড়ার পর ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন জুবাইর হামজা। তিনি ও ৩ নম্বরে নামা রেয়নার্ড ফন টন্ডার ব্যাটিং করছিলেন টেস্ট মেজাজেই। তৃতীয় উইকেটে ফন টন্ডার ও হামজা গড়েন ১৬৩ বলে ৬৩ রানের জুটি। ৩১তম ওভারের দ্বিতীয় বলে ফন টন্ডারকে ফিরিয়ে জুটি ভাঙেন কাইল জেমিসন। ৮৩ বলে ২ চারে ৩১ রান করেন ফন টন্ডার। এক ওভার বিরতিতে এসে জেমিসন এবার ফিরিয়েছেন হামজাকে। হামজা করেন ৯২ বলে ৩৬ রান।
জেমিসন দ্রুত ২ উইকেট নিলে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৩৩ ওভারে ৪ উইকেটে ৭৩ রান। এরপর ৬ নম্বরে ব্যাটিংয়ে নামেন কিগান পিটারসেন। ষষ্ঠ উইকেটে ডেভিড বেডিংহামের সঙ্গে ১৪৩ বলে ১০৫ রানের জুটি গড়তে অবদান রাখেন পিটারসেন। বেডিংহামকে ফিরিয়ে এই জুটিও ভাঙেন জেমিসন। ৯৬ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৮৭ রান করেন বেডিংহাম। এটাই দক্ষিণ আফ্রিকার ইনিংসের সর্বোচ্চ রান। তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির আক্ষেপের পর দ্রুত গুটিয়ে গেছে প্রোটিয়ারাও। ৬৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ২৪৭ রানে। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জেমিসন। মিচেল স্যান্টনার নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন সাউদি, হেনরি ও গ্লেন ফিলিপস।
ম্যাচসেরা হয়েছেন রাচীন রবীন্দ্র। মাউন্ট মঙ্গানুই টেস্টে করেন ২৫২ রান ও নিয়েছেন ২ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ার-সেরা ২৪০ রানের ইনিংস খেলেন তিনি।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ব্র্যান্ড। প্রথমে ব্যাটিং পেয়ে নিউজিল্যান্ড ৫১১ রানে অলআউট হয়েছে। প্রথম ইনিংসে রাচীন রবীন্দ্র ৩৬৬ বলে ২৬ চার ও ৩ ছক্কায় ২৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কেইন উইলিয়ামসনও সেঞ্চুরি করেন। এখানে ব্র্যান্ড ১১৯ রানে ৬ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে অধিনায়কত্বের অভিষেকে সেরা বোলিংয়ের কীর্তি গড়েন। এরপর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৬২ রানে। ফলোঅন না করিয়ে নিউজিল্যান্ড আবারও ব্যাটিং করে। এই ইনিংসেও সেঞ্চুরি করেন উইলিয়ামসন। দুই ইনিংস মিলে কিউই ব্যাটার করেন ২২৭ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫