নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভালো প্রস্তুতি নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে তাসকিন আহমেদরা ফাইনালে খেলার লক্ষ্যের কথাও জানিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ দল।
গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে জয়ে পেয়েছিলেন সাকিব আল হাসানরা। বাকি সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। ফাইনালের স্বপ্নভঙ্গ আগেই হয়েছে। আগামীকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। সাকিব জানিয়েছেন, রোহিত শর্মাদের বিপক্ষে জয় পাওয়াই তাঁদের লক্ষ্য।
নিজেদের সর্বশেষে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ দল। এশিয়া কাপেও হতাশাজনক পারফরম্যান্স। বিশ্বকাপের আগে অধিনায়ক সাকিবের জন্যও দুশ্চিন্তার কারণ এটি। সাকিব অবশ্য মনে করছেন, ভালো করতে হলে সবাইকেই অবদান রাখতে হবে। শুধু তাঁর নিজের পারফরম্যান্স দিয়ে ভালো কিছু অসম্ভব।
আজ কলম্বোয় সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত, সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’
সাকিবের মতে, ক্রিকেটারদের আলাদা আলাদা পারফরমই একসঙ্গে যোগ করলে ভালো ফল পেতে সহায়তা করবে দলকে। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘যার যার আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে।’
ভালো প্রস্তুতি নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে তাসকিন আহমেদরা ফাইনালে খেলার লক্ষ্যের কথাও জানিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ দল।
গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে জয়ে পেয়েছিলেন সাকিব আল হাসানরা। বাকি সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। ফাইনালের স্বপ্নভঙ্গ আগেই হয়েছে। আগামীকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। সাকিব জানিয়েছেন, রোহিত শর্মাদের বিপক্ষে জয় পাওয়াই তাঁদের লক্ষ্য।
নিজেদের সর্বশেষে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ দল। এশিয়া কাপেও হতাশাজনক পারফরম্যান্স। বিশ্বকাপের আগে অধিনায়ক সাকিবের জন্যও দুশ্চিন্তার কারণ এটি। সাকিব অবশ্য মনে করছেন, ভালো করতে হলে সবাইকেই অবদান রাখতে হবে। শুধু তাঁর নিজের পারফরম্যান্স দিয়ে ভালো কিছু অসম্ভব।
আজ কলম্বোয় সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত, সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’
সাকিবের মতে, ক্রিকেটারদের আলাদা আলাদা পারফরমই একসঙ্গে যোগ করলে ভালো ফল পেতে সহায়তা করবে দলকে। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘যার যার আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫