Ajker Patrika

হেইডেনকে এনে প্রথম দিনেই চমকে দিলেন রমিজ

হেইডেনকে এনে প্রথম দিনেই চমকে দিলেন রমিজ

আজই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। নতুন চেয়ারম্যান ঘোষণার দিন নতুন কোচও নিয়োগ দিয়েছে পিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রধান কোচ ও বোলিং কোচের নাম ঘোষণা করেন রমিজ নিজেই। 

প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন। কদিন আগে কোচের পথ থেকে সরে দাঁড়ানো মিসবাহ-উল হকের স্থলাভিষিক্ত হলেন হেইডেন। একই সঙ্গে বোলিং কোচের নামও ঘোষণা করা হয়েছে। ওয়াকার ইউনুসের স্থলাভিষিক্ত হয়ে এ দায়িত্ব পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিল্যান্ডার। নতুন চেয়ারম্যান রমিজ রাজা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। 

২০১৯ সালের সেপ্টেম্বরে মিসবাহ ও ওয়াকারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। চুক্তি অনুসারে আরও এক বছর মেয়াদ বাকি ছিল দুজনের। তার আগেই অবশ্য পদত্যাগ করেন তাঁরা। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর লাহোরে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে রমিজ বলেছেন, ‘শুধুমাত্র পাকিস্তান জাতীয় দলই নয়, পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ অনেক কাজ করতে হবে আমাকে। পাকিস্তান ক্রিকেট এখন অনেক নিচের দিকে। এ অবস্থায় দায়িত্ব নিতে আমি মোটেও লজ্জাবোধ করছি না। ক্রিকেট নিয়ে কথা বলতে পারাটাই সবকিছুর চেয়ে ভালো।’ 

সংবাদ সম্মেলনে রমিজ আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের জন্যই আমি চেয়ারম্যান দায়িত্ব নিয়েছি। আমাদের ভালোমানের কোচিং একাডেমি, কোচ, মাঠ এবং উইকেট প্রয়োজন। তবে এগুলো সঠিক জায়গায় নিয়ে আসাই হচ্ছে বড় চ্যালেঞ্জ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত