২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি বেশ গুমোট। পাকিস্তানের সংবাদমাধ্যমে গতকাল সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেনকে উদ্ধৃত করে দলে অশান্তির পরিবেশের বিষয়টি সামনে আনা হয়। হরভজন সিংয়ের মতো হার্শা ভোগলেও পাকিস্তান দলে কারস্টেনের থাকা সুবিধাজনক মনে করছেন না।
জিও নিউজে গতকাল প্রকাশ করা হয়, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে গতকাল জানা যায়, কারস্টেন জানিয়েছেন পাকিস্তান দলে একতা নেই। ক্রিকেটারদের ফিটনেস, ম্যাচে শট নির্বাচন—এসব নিয়েও কারস্টেন নাকি প্রশ্ন তুলেছেন। এমন খবর প্রকাশ হওয়ার পর কারস্টেনকে গতকাল পাকিস্তানের চাকরি ছাড়ার পরামর্শ দেন হরভজন। হরভজনের পর নিজের মতামত জানাতে দেরি করেননি হার্শা। নিজের এক্স হ্যান্ডলে হার্শা লিখেছেন, ‘কোনো ড্রেসিংরুমের ব্যক্তিগত কথাবার্তা ফাঁস হয়ে গেলে তখন নিজেদের মধ্যে নিরাপত্তাহীনতা অনুভব হয়। আমি নিশ্চিত যে সেখানে কিছুটা নিজের মতো করে সাজানো হয়েছে।’
এ বছরের এপ্রিল মাসে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে প্রধান কোচের দায়িত্ব পান কারস্টেন। দায়িত্ব পাওয়ার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা ছিল তাঁর কোচ হিসেবে প্রথম কোনো আইসিসি ইভেন্ট। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি ছিল তুলনামূলক তিন সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। তবু পাকিস্তান বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই।
হার্শার মতে, পাকিস্তান দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কারস্টেনের একটু সময় লাগবে। ভারতীয় ধারাভাষ্যকার একই সঙ্গে পুরোনো স্মৃতিও মনে করিয়ে দিয়েছেন। ২০১১ সালে ভারত যখন ওয়ানডে বিশ্বকাপ জেতে, তখন দলটির কোচ ছিলেন কারস্টেন। শচীন টেন্ডুলকার সেবার পেয়েছিলেন তাঁর পরম আরাধ্য বিশ্বকাপ। কারস্টেন প্রসঙ্গে হার্শা আরও বলেন, ‘গ্যারি কারস্টেনের জন্য এটা একটা শিক্ষণীয় ব্যাপার হবে। তবে তিনি খুব ভালো মানুষ। পাকিস্তান তার জ্ঞানকে কাজে লাগিয়ে উপকৃত হওয়ার বিষয়টি ভেবে দেখতে পারে। যখন তিনি ভারতীয় দলের সঙ্গে ছিলেন, কিছু কঠিন মানুষও ছিলেন। তবে খেলোয়াড়েরা ছিল অসাধারণ। এ কারণে জুটিটা দারুণ হয়েছে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি বেশ গুমোট। পাকিস্তানের সংবাদমাধ্যমে গতকাল সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেনকে উদ্ধৃত করে দলে অশান্তির পরিবেশের বিষয়টি সামনে আনা হয়। হরভজন সিংয়ের মতো হার্শা ভোগলেও পাকিস্তান দলে কারস্টেনের থাকা সুবিধাজনক মনে করছেন না।
জিও নিউজে গতকাল প্রকাশ করা হয়, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে গতকাল জানা যায়, কারস্টেন জানিয়েছেন পাকিস্তান দলে একতা নেই। ক্রিকেটারদের ফিটনেস, ম্যাচে শট নির্বাচন—এসব নিয়েও কারস্টেন নাকি প্রশ্ন তুলেছেন। এমন খবর প্রকাশ হওয়ার পর কারস্টেনকে গতকাল পাকিস্তানের চাকরি ছাড়ার পরামর্শ দেন হরভজন। হরভজনের পর নিজের মতামত জানাতে দেরি করেননি হার্শা। নিজের এক্স হ্যান্ডলে হার্শা লিখেছেন, ‘কোনো ড্রেসিংরুমের ব্যক্তিগত কথাবার্তা ফাঁস হয়ে গেলে তখন নিজেদের মধ্যে নিরাপত্তাহীনতা অনুভব হয়। আমি নিশ্চিত যে সেখানে কিছুটা নিজের মতো করে সাজানো হয়েছে।’
এ বছরের এপ্রিল মাসে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে প্রধান কোচের দায়িত্ব পান কারস্টেন। দায়িত্ব পাওয়ার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা ছিল তাঁর কোচ হিসেবে প্রথম কোনো আইসিসি ইভেন্ট। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি ছিল তুলনামূলক তিন সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। তবু পাকিস্তান বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই।
হার্শার মতে, পাকিস্তান দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কারস্টেনের একটু সময় লাগবে। ভারতীয় ধারাভাষ্যকার একই সঙ্গে পুরোনো স্মৃতিও মনে করিয়ে দিয়েছেন। ২০১১ সালে ভারত যখন ওয়ানডে বিশ্বকাপ জেতে, তখন দলটির কোচ ছিলেন কারস্টেন। শচীন টেন্ডুলকার সেবার পেয়েছিলেন তাঁর পরম আরাধ্য বিশ্বকাপ। কারস্টেন প্রসঙ্গে হার্শা আরও বলেন, ‘গ্যারি কারস্টেনের জন্য এটা একটা শিক্ষণীয় ব্যাপার হবে। তবে তিনি খুব ভালো মানুষ। পাকিস্তান তার জ্ঞানকে কাজে লাগিয়ে উপকৃত হওয়ার বিষয়টি ভেবে দেখতে পারে। যখন তিনি ভারতীয় দলের সঙ্গে ছিলেন, কিছু কঠিন মানুষও ছিলেন। তবে খেলোয়াড়েরা ছিল অসাধারণ। এ কারণে জুটিটা দারুণ হয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫