নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝড়ের পূর্বাভাস আগের দিনই দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। তবে সেই ঝড় যে সবকিছু এভাবে দুমড়েমুচড়ে দিয়ে যাবে, ঘুণাক্ষরেও কারও ভাবনায় আসেনি। সাধারণ মানুষের জন্য তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের চিন্তা অভাবনীয়ই।
বিসিবির কাছেও যে বিষয়টা মাথার ওপর আকাশ ভেঙে পড়ার মতো।
বিসিবির এক পরিচালক যেমন বলছিলেন, ‘এত বড় একটা সিদ্ধান্ত শোনার জন্য আমরা আসলেই তৈরি ছিলাম না।’
গত রাতে জরুরি সভা শেষে সংবাদমাধ্যমের সামনে তামিমের এমন আকস্মিক সিদ্ধান্তে অবাক হওয়ার কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেছেন, 'আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে ওর (তামিম) ভবিষ্যৎ নিয়ে কয়েকবার কথা বলেছি। ও বলেছে পরের চ্যাম্পিয়নস ট্রফি অবধি খেলবে। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি, সে-ই অধিনায়ক। বিশ্বকাপ যেহেতু সামনে, অধিনায়কত্বে বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের ক্রিকেটারদের কাছ থেকে অবাক হই। এটা আমাদের জন্য দুঃখজনক।'
তবে বিসিবি এখনো তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পাপন, 'আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করব আমাদের সঙ্গে কথা বলে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না আমরা চেষ্টা করব। একটা সিরিজ চলছে, ও অধিনায়ক। একজন অধিনায়ক হঠাৎ করে বলা আমি অবসর নিলাম, এটা ভালো দেখায় না।'
তামিম না ফিরলে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক লিটন দাস।
ঝড়ের পূর্বাভাস আগের দিনই দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। তবে সেই ঝড় যে সবকিছু এভাবে দুমড়েমুচড়ে দিয়ে যাবে, ঘুণাক্ষরেও কারও ভাবনায় আসেনি। সাধারণ মানুষের জন্য তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের চিন্তা অভাবনীয়ই।
বিসিবির কাছেও যে বিষয়টা মাথার ওপর আকাশ ভেঙে পড়ার মতো।
বিসিবির এক পরিচালক যেমন বলছিলেন, ‘এত বড় একটা সিদ্ধান্ত শোনার জন্য আমরা আসলেই তৈরি ছিলাম না।’
গত রাতে জরুরি সভা শেষে সংবাদমাধ্যমের সামনে তামিমের এমন আকস্মিক সিদ্ধান্তে অবাক হওয়ার কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেছেন, 'আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে ওর (তামিম) ভবিষ্যৎ নিয়ে কয়েকবার কথা বলেছি। ও বলেছে পরের চ্যাম্পিয়নস ট্রফি অবধি খেলবে। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি, সে-ই অধিনায়ক। বিশ্বকাপ যেহেতু সামনে, অধিনায়কত্বে বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের ক্রিকেটারদের কাছ থেকে অবাক হই। এটা আমাদের জন্য দুঃখজনক।'
তবে বিসিবি এখনো তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পাপন, 'আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করব আমাদের সঙ্গে কথা বলে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না আমরা চেষ্টা করব। একটা সিরিজ চলছে, ও অধিনায়ক। একজন অধিনায়ক হঠাৎ করে বলা আমি অবসর নিলাম, এটা ভালো দেখায় না।'
তামিম না ফিরলে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে