টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন উন্মাদনার সময় জয় শাহর এক মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটে। এত দিন জয়ের মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যে টুর্নামেন্ট নিয়ে এত দ্বন্দ্ব, সেই টুর্নামেন্ট নিয়েই এবার বিস্ফোরক অভিমত দিয়েছেন কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। তাঁর মতে, এশিয়া কাপই বন্ধ করে দেওয়া হোক।
পাকিস্তান ক্রিকেটের ইউটিউব চ্যানেলে এমনটি জানিয়েছেন মিঁয়াদাদ। ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদিদের মতো তিনি বলেননি পাকিস্তানে এশিয়া কাপ না হলে ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বর্জন করতে। সাম্প্রতিক সমালোচনার বিষয়ে কথা বলেছেন তিনি ভিন্ন সুরে। সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আইসিসির উদ্দেশ্য কী? এমনটা হলে এশিয়া কাপ বাতিল করেন। একে অপরের সঙ্গে খেলে উপকৃত হব। ক্রিকেটে রাজনীতি আনা উচিত নয়। খেলোয়াড়দের স্বার্থেই প্রত্যেকের কাছে অনুরোধ করছি। বেছে বেছে ক্রিকেট খেলাটা ভুল তার চেয়ে দুই দেশের মধ্যে খেলাটাই বন্ধ করা উচিত।’
ক্রিকেট খেলার ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন মিয়াঁদাদ। খেলাটিকে জনপ্রিয় করার জন্য এসব ঘটনা বন্ধ করার পরামর্শ দেন তিনি। পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেছেন, ‘ক্রিকেট খেলে শুধু ৮ থেকে ১০টি দল। খেলাটিকে জনপ্রিয় করতে চাইলে এসব ঘটনা বন্ধ করতে হবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সর্বশেষ বার্ষিক সাধারণ সভা শেষে বোর্ডটির সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় বলেছেন, ‘আগামী এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যাবে না ভারত। এসিসির সভাপতি হিসেবে জানাচ্ছি, টুর্নামেন্টটি হবে নিরপেক্ষ ভেন্যুতে।’ তাঁর এই বক্তব্যের পর থেকেই পাকিস্তানের সাবেক ক্রিকেটারেরা ফুঁসে উঠেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন উন্মাদনার সময় জয় শাহর এক মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটে। এত দিন জয়ের মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যে টুর্নামেন্ট নিয়ে এত দ্বন্দ্ব, সেই টুর্নামেন্ট নিয়েই এবার বিস্ফোরক অভিমত দিয়েছেন কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। তাঁর মতে, এশিয়া কাপই বন্ধ করে দেওয়া হোক।
পাকিস্তান ক্রিকেটের ইউটিউব চ্যানেলে এমনটি জানিয়েছেন মিঁয়াদাদ। ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদিদের মতো তিনি বলেননি পাকিস্তানে এশিয়া কাপ না হলে ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বর্জন করতে। সাম্প্রতিক সমালোচনার বিষয়ে কথা বলেছেন তিনি ভিন্ন সুরে। সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আইসিসির উদ্দেশ্য কী? এমনটা হলে এশিয়া কাপ বাতিল করেন। একে অপরের সঙ্গে খেলে উপকৃত হব। ক্রিকেটে রাজনীতি আনা উচিত নয়। খেলোয়াড়দের স্বার্থেই প্রত্যেকের কাছে অনুরোধ করছি। বেছে বেছে ক্রিকেট খেলাটা ভুল তার চেয়ে দুই দেশের মধ্যে খেলাটাই বন্ধ করা উচিত।’
ক্রিকেট খেলার ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন মিয়াঁদাদ। খেলাটিকে জনপ্রিয় করার জন্য এসব ঘটনা বন্ধ করার পরামর্শ দেন তিনি। পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেছেন, ‘ক্রিকেট খেলে শুধু ৮ থেকে ১০টি দল। খেলাটিকে জনপ্রিয় করতে চাইলে এসব ঘটনা বন্ধ করতে হবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সর্বশেষ বার্ষিক সাধারণ সভা শেষে বোর্ডটির সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় বলেছেন, ‘আগামী এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যাবে না ভারত। এসিসির সভাপতি হিসেবে জানাচ্ছি, টুর্নামেন্টটি হবে নিরপেক্ষ ভেন্যুতে।’ তাঁর এই বক্তব্যের পর থেকেই পাকিস্তানের সাবেক ক্রিকেটারেরা ফুঁসে উঠেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫