বিশ্বকাপে তামিম ইকবালের না থাকা নিয়ে বাংলাদেশে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। দেশের বাইরেও তামিমের বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে। ফলে বিশ্বকাপে যে দেশসেরা ওপেনারের বিষয়টি বাংলাদেশ দলে প্রভাব রাখবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিশ্বকাপ শুরু হলে সেটা জানা যাবে। তবে দলের বাইরের এই বিষয় নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে গতকাল ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমনটি জানিয়েছেন তরুণ পেসার।
গৌহাটি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলনের মাঝে হাসান বলেছেন, ‘মনে করি, দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। আমরা শুধু রুটিন মেনে অনুশীলন করছি। যেন ভালো পারফরম্যান্সের জন্য নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে এটা (তামিমের না থাকা) নিয়ে বেশি ভাবি না। কারণ এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি। এতটুকুই।’
তামিমের বাদ পড়ার বিষয়ে আর কিছু না বললেও বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও সতীর্থ পেসারদের নিয়ে বেশ প্রশংসাই শোনা গেল হাসানের মুখে। কোচের বিষয়ে তিনি বলেছেন, ‘তাঁর মতো একজনকে আমাদের দলে পাওয়াটা দুর্দান্ত। তিনি সব সময়ই সহায়তা করেন। আমরা পেসাররা সাধারণত শুরুর দিকে আর ডেথ ওভারে কীভাবে আরও ভালো বোলিং করতে পারি, তা নিয়ে আলোচনা করি। নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন তিনি। এটি সত্যি অসাধারণ।’
গত দেড় বছর ধরেই বাংলাদেশের দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে বোলিং আক্রমণে আছেন হাসান। বেশ ভালো বোলিংও করছেন তাঁরা। সেই বিষয় নিয়েই প্রথমবারে মতো বিশ্বকাপে খেলতে যাওয়া হাসান বলেছেন, ‘এক বছর বা তার চেয়ে বেশি সময় ধরে পেসাররা ভালো করে আসছি। ইতিমধ্যে তাসকিন ও মোস্তাফিজ দেশের হয়ে ভালো করেছে। আইপিএলে প্রচুর ম্যাচে খেলার কারণে ভারতে কন্ডিশন সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা আছে মোস্তাফিজের। সেদিক থেকে জুনিয়র এবং নতুন হিসেবে তাদের সঙ্গে বিষয়টি সত্যিই দারুণ হবে। বিশ্বকাপে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটুকু দিয়েই বোলিং করব।’
বিশ্বকাপে তামিম ইকবালের না থাকা নিয়ে বাংলাদেশে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। দেশের বাইরেও তামিমের বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে। ফলে বিশ্বকাপে যে দেশসেরা ওপেনারের বিষয়টি বাংলাদেশ দলে প্রভাব রাখবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিশ্বকাপ শুরু হলে সেটা জানা যাবে। তবে দলের বাইরের এই বিষয় নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে গতকাল ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমনটি জানিয়েছেন তরুণ পেসার।
গৌহাটি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলনের মাঝে হাসান বলেছেন, ‘মনে করি, দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। আমরা শুধু রুটিন মেনে অনুশীলন করছি। যেন ভালো পারফরম্যান্সের জন্য নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে এটা (তামিমের না থাকা) নিয়ে বেশি ভাবি না। কারণ এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি। এতটুকুই।’
তামিমের বাদ পড়ার বিষয়ে আর কিছু না বললেও বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও সতীর্থ পেসারদের নিয়ে বেশ প্রশংসাই শোনা গেল হাসানের মুখে। কোচের বিষয়ে তিনি বলেছেন, ‘তাঁর মতো একজনকে আমাদের দলে পাওয়াটা দুর্দান্ত। তিনি সব সময়ই সহায়তা করেন। আমরা পেসাররা সাধারণত শুরুর দিকে আর ডেথ ওভারে কীভাবে আরও ভালো বোলিং করতে পারি, তা নিয়ে আলোচনা করি। নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন তিনি। এটি সত্যি অসাধারণ।’
গত দেড় বছর ধরেই বাংলাদেশের দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে বোলিং আক্রমণে আছেন হাসান। বেশ ভালো বোলিংও করছেন তাঁরা। সেই বিষয় নিয়েই প্রথমবারে মতো বিশ্বকাপে খেলতে যাওয়া হাসান বলেছেন, ‘এক বছর বা তার চেয়ে বেশি সময় ধরে পেসাররা ভালো করে আসছি। ইতিমধ্যে তাসকিন ও মোস্তাফিজ দেশের হয়ে ভালো করেছে। আইপিএলে প্রচুর ম্যাচে খেলার কারণে ভারতে কন্ডিশন সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা আছে মোস্তাফিজের। সেদিক থেকে জুনিয়র এবং নতুন হিসেবে তাদের সঙ্গে বিষয়টি সত্যিই দারুণ হবে। বিশ্বকাপে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটুকু দিয়েই বোলিং করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫