নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফারুক আহমেদ অপসারিত হওয়ার পর নতুন বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। যে প্রক্রিয়ায় ৯ মাসের মধ্যে সভাপতি পরিবর্তন হয়েছে, তাতে সরকারি হস্তক্ষেপের অভিযোগও উঠেছে। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, সরকার ততটুকুই হস্তক্ষেপ করেছে, যতটুকু করার এখতিয়ার আছে, তাঁরা সেটাই করেছেন।
বিসিবির সাম্প্রতিক নেতৃত্ব পরিবর্তনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে আজ সংবাদমাধ্যমকে আসিফ মাহমুদ বলেছেন, ‘প্রশাসনিকভাবে সেভাবে কাজ হয়নি (ফারুকের নেতৃত্বে)। বাংলাদেশের ক্রিকেট তলানিতে চলে যাচ্ছিল। এটা একটা জাতীয় উদ্বেগ। ক্রিকেটের উন্নতি করতে ফ্যাক্টগুলো বিবেচনায় নিয়ে আবার আমাদের সিদ্ধান্ত নিয়েছি। সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের কথা বলা হচ্ছে। এখানে সরকারের হস্তক্ষেপের কিছু নেই। সরকারের যতটুকু ক্ষমতা, এখতিয়ার আছে, সে বিবেচনায় হস্তক্ষেপ করেছে। (বিসিবির পরিচালনা পর্ষদে) দুজন পরিচালক দেওয়ার ক্ষমতা সরকারের আছে। সরকার সেখানে পরিবর্তন করেছে। এটির তাৎক্ষণিক পরিণতিতে সভাপতি পরিবর্তন হয়েছে। দ্রুত সেখানে নতুন সভাপতিও এসেছেন। এখানে আইসিসির নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে। আইসিসির সঙ্গে যথাযথ যোগাযোগ হচ্ছে। যিনি এখন বিসিবি সভাপতি হয়েছেন, তিনি দীর্ঘ সময়ে আইসিসিতেই কাজ করে এসেছেন। যোগাযোগে কোনো ঘাটতি নেই। আইসিসি আমাদের সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি আইসিসির অজানা নয়। তারা নতুন নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছে।’
ফারুককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কেন সরিয়ে দেওয়া হলো, এ ব্যাখ্যায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘এটা এমন নয় যে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে আমরা তাকে সরিয়েছে। এটা একেবারে পারফরম্যান্সনির্ভর। সিলেকশন বোর্ড যদি দেখে কোনো খেলোয়াড় ধারাবাহিক খারাপ করছে, তাকে তো আর টিমে রাখবে না। আমাদের দিক দিয়েও ব্যাপারটা এ রকমই ছিল।’ ফারুক খারাপ পারফরম্যান্স কীভাবে করেছেন, সেটিও সবিস্তারে তুলে ধরেছেন আসিফ মাহমুদ, ‘এটা শাস্তি বা এ রকম কিছু না। দেখেছি বিগত ৯ মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পর ক্রিকেটে প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন দেখিনি। গত আগস্টে পাকিস্তান সিরিজ জিতে আসার পর ক্রিকেটে ক্রম অবনতি দেখছি। খুবই দুঃখজনক। বিপিএলে যে অভিজ্ঞতা হয়েছে, আমাদের তো বিচার করতে হবে পারফরম্যান্স দিয়ে। সেই পারফরম্যান্স আশানুরূপ নয়। কোনো খেলার উন্নয়নের পথে যেতে খুব একটা সময় লাগে না, সেটা বাফুফে প্রমাণ করেছে। ক্রিকেট দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। বিগত সময়ের পারফরম্যান্স ও বিপিএলের সত্যানুসন্ধান কমিটির রিপোর্টে দেখা গেছে যে অনেক অনিয়ম ও দায়িত্ব অবহেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বিসিবির ৯ পরিচালকের ৮ জনই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনএসসিতে পাঠিয়েছে। এখানে আসলে টিম হিসেবে কাজ হয়নি। ক্রিকেট মাঠে ১১ জনের খেলা, বিসিবিতেও টিম হয়ে কাজ করার দরকার ছিল। যারা বোর্ডে আছেন কেউ তাঁর সঙ্গে কাজ করতে চাচ্ছেন না। সব মিলিয়েই আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে।’
আসিফের দাবি ফারুককে সরকার অপসারিত করেনি, তিনি গঠনতন্ত্র অনুযায়ীই অপসারিত হয়েছেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘প্রক্রিয়াটা কী দেখতে হবে। যে দুজনের মনোনয়ন দেওয়ার এখতিয়ার এনএসসির আছে...এনএসসি মনোনয়ন দিতে পারে আবার প্রত্যাহারও করতে পারে। আমরা মনোনয়ন দিয়েছিলাম। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হয়েছে এই মনোনয়ন রাখার... (প্রয়োজন নেই)। আমরা কিন্তু সভাপতি অপসারণ করিনি। আমরা পরিচালক মনোনয়ন প্রত্যাহার করেছি। যে প্রক্রিয়ার অংশ হিসেবে তার সভাপতি পদ চলে গেছে। আমরা আরেকজনকে মনোনয়ন দিয়েছি, বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, আইসিসির গাইডলাইন মেনে আরেকজন বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।’
ফারুক আহমেদ অপসারিত হওয়ার পর নতুন বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। যে প্রক্রিয়ায় ৯ মাসের মধ্যে সভাপতি পরিবর্তন হয়েছে, তাতে সরকারি হস্তক্ষেপের অভিযোগও উঠেছে। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, সরকার ততটুকুই হস্তক্ষেপ করেছে, যতটুকু করার এখতিয়ার আছে, তাঁরা সেটাই করেছেন।
বিসিবির সাম্প্রতিক নেতৃত্ব পরিবর্তনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে আজ সংবাদমাধ্যমকে আসিফ মাহমুদ বলেছেন, ‘প্রশাসনিকভাবে সেভাবে কাজ হয়নি (ফারুকের নেতৃত্বে)। বাংলাদেশের ক্রিকেট তলানিতে চলে যাচ্ছিল। এটা একটা জাতীয় উদ্বেগ। ক্রিকেটের উন্নতি করতে ফ্যাক্টগুলো বিবেচনায় নিয়ে আবার আমাদের সিদ্ধান্ত নিয়েছি। সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের কথা বলা হচ্ছে। এখানে সরকারের হস্তক্ষেপের কিছু নেই। সরকারের যতটুকু ক্ষমতা, এখতিয়ার আছে, সে বিবেচনায় হস্তক্ষেপ করেছে। (বিসিবির পরিচালনা পর্ষদে) দুজন পরিচালক দেওয়ার ক্ষমতা সরকারের আছে। সরকার সেখানে পরিবর্তন করেছে। এটির তাৎক্ষণিক পরিণতিতে সভাপতি পরিবর্তন হয়েছে। দ্রুত সেখানে নতুন সভাপতিও এসেছেন। এখানে আইসিসির নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে। আইসিসির সঙ্গে যথাযথ যোগাযোগ হচ্ছে। যিনি এখন বিসিবি সভাপতি হয়েছেন, তিনি দীর্ঘ সময়ে আইসিসিতেই কাজ করে এসেছেন। যোগাযোগে কোনো ঘাটতি নেই। আইসিসি আমাদের সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি আইসিসির অজানা নয়। তারা নতুন নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছে।’
ফারুককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কেন সরিয়ে দেওয়া হলো, এ ব্যাখ্যায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘এটা এমন নয় যে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে আমরা তাকে সরিয়েছে। এটা একেবারে পারফরম্যান্সনির্ভর। সিলেকশন বোর্ড যদি দেখে কোনো খেলোয়াড় ধারাবাহিক খারাপ করছে, তাকে তো আর টিমে রাখবে না। আমাদের দিক দিয়েও ব্যাপারটা এ রকমই ছিল।’ ফারুক খারাপ পারফরম্যান্স কীভাবে করেছেন, সেটিও সবিস্তারে তুলে ধরেছেন আসিফ মাহমুদ, ‘এটা শাস্তি বা এ রকম কিছু না। দেখেছি বিগত ৯ মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পর ক্রিকেটে প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন দেখিনি। গত আগস্টে পাকিস্তান সিরিজ জিতে আসার পর ক্রিকেটে ক্রম অবনতি দেখছি। খুবই দুঃখজনক। বিপিএলে যে অভিজ্ঞতা হয়েছে, আমাদের তো বিচার করতে হবে পারফরম্যান্স দিয়ে। সেই পারফরম্যান্স আশানুরূপ নয়। কোনো খেলার উন্নয়নের পথে যেতে খুব একটা সময় লাগে না, সেটা বাফুফে প্রমাণ করেছে। ক্রিকেট দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। বিগত সময়ের পারফরম্যান্স ও বিপিএলের সত্যানুসন্ধান কমিটির রিপোর্টে দেখা গেছে যে অনেক অনিয়ম ও দায়িত্ব অবহেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বিসিবির ৯ পরিচালকের ৮ জনই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনএসসিতে পাঠিয়েছে। এখানে আসলে টিম হিসেবে কাজ হয়নি। ক্রিকেট মাঠে ১১ জনের খেলা, বিসিবিতেও টিম হয়ে কাজ করার দরকার ছিল। যারা বোর্ডে আছেন কেউ তাঁর সঙ্গে কাজ করতে চাচ্ছেন না। সব মিলিয়েই আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে।’
আসিফের দাবি ফারুককে সরকার অপসারিত করেনি, তিনি গঠনতন্ত্র অনুযায়ীই অপসারিত হয়েছেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘প্রক্রিয়াটা কী দেখতে হবে। যে দুজনের মনোনয়ন দেওয়ার এখতিয়ার এনএসসির আছে...এনএসসি মনোনয়ন দিতে পারে আবার প্রত্যাহারও করতে পারে। আমরা মনোনয়ন দিয়েছিলাম। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হয়েছে এই মনোনয়ন রাখার... (প্রয়োজন নেই)। আমরা কিন্তু সভাপতি অপসারণ করিনি। আমরা পরিচালক মনোনয়ন প্রত্যাহার করেছি। যে প্রক্রিয়ার অংশ হিসেবে তার সভাপতি পদ চলে গেছে। আমরা আরেকজনকে মনোনয়ন দিয়েছি, বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, আইসিসির গাইডলাইন মেনে আরেকজন বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫