বেন স্টোকসের অবসরকে কেন্দ্র করে ওয়ানডে ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা চলছে। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো এই অলরাউন্ডারের অবসর নতুন করে ভাবাচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের। একই সঙ্গে তাঁর অবসরে ভাবতে হচ্ছে ইংলিশদেরও।
৫০ ওভারের ক্রিকেটকে আকস্মিকভাবে বিদায় জানিয়েছিলেন স্টোকস। তাঁর অনুপস্থিতি ইংল্যান্ড দলেও প্রভাব ফেলতে পারে। তবে সেটাকে বুঝতে দিতে চান না তরুণ ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে কারান জানিয়েছেন, স্টোকসের মতো দলে অবদান রাখতে চান তিনি।
২০২৩ বিশ্বকাপ ইংল্যান্ডের জন্য শিরোপা ধরে রাখার মিশন। তার আগেই দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের অবসর দলের জন্য বড় ঘাটতি হতে পারে। যদিও স্টোকসের জায়গাটা নিতে চান কারান। তিনি বলেছেন, ‘স্টোকসের মতো হতে চাই। চেষ্টা করছি তাঁকে নকল করতে। তাঁর না থাকা দলের জন্য বিশাল ক্ষতি। সতীর্থরা তাঁকে মিস করছে। ওয়ানডে অধিনায়ক বাটলার ও দলের কাছ থেকে এ বিষয়ে বার্তা পেয়েছি।’
স্টোকসের অবসর কারানের জন্য সুখবরও বটে। এতদিন স্টোকসের ছায়া হয়ে থাকা এই অলরাউন্ডারের সামনে সুযোগ আছে নিজেকে মেলে ধরার। চ্যালেঞ্জটা নিয়েই কারান বলেছেন, ‘স্টোকস না থাকায় এখন ওপরে ব্যাটিং করতে পারব। যা আমাকে একজন ব্যাটার হিসেবেও পরিচিত করবে। পরিস্থিতি বিবেচনা করে ব্যাটিং করার চেষ্টা করব। এ জন্য মঈন আলী ও স্টোকসের পরামর্শ নিচ্ছি। কঠিন মুহূর্তে ব্যাটিং করার দারুণ অভিজ্ঞতা আছে তাঁদের।’
আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র শুরু করেছেন কারান। স্টোকসদের মতো সংস্করণ বেছে খেলতে আগ্রহী না ২৪ বছর বয়সী ক্রিকেটার, ‘এখন অনেক খেলা হচ্ছে। আমার লক্ষ্য দলের হয়ে তিন সংস্করণে খেলা। ছোট থেকেই এ স্বপ্ন দেখে আসছি। দেশের হয়ে ম্যাচ জেতার মতো আনন্দ আর নেই। আমার স্বপ্ন দেশের হয়ে ২৫টি টেস্ট ম্যাচ জেতা।’
বেন স্টোকসের অবসরকে কেন্দ্র করে ওয়ানডে ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা চলছে। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো এই অলরাউন্ডারের অবসর নতুন করে ভাবাচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের। একই সঙ্গে তাঁর অবসরে ভাবতে হচ্ছে ইংলিশদেরও।
৫০ ওভারের ক্রিকেটকে আকস্মিকভাবে বিদায় জানিয়েছিলেন স্টোকস। তাঁর অনুপস্থিতি ইংল্যান্ড দলেও প্রভাব ফেলতে পারে। তবে সেটাকে বুঝতে দিতে চান না তরুণ ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে কারান জানিয়েছেন, স্টোকসের মতো দলে অবদান রাখতে চান তিনি।
২০২৩ বিশ্বকাপ ইংল্যান্ডের জন্য শিরোপা ধরে রাখার মিশন। তার আগেই দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের অবসর দলের জন্য বড় ঘাটতি হতে পারে। যদিও স্টোকসের জায়গাটা নিতে চান কারান। তিনি বলেছেন, ‘স্টোকসের মতো হতে চাই। চেষ্টা করছি তাঁকে নকল করতে। তাঁর না থাকা দলের জন্য বিশাল ক্ষতি। সতীর্থরা তাঁকে মিস করছে। ওয়ানডে অধিনায়ক বাটলার ও দলের কাছ থেকে এ বিষয়ে বার্তা পেয়েছি।’
স্টোকসের অবসর কারানের জন্য সুখবরও বটে। এতদিন স্টোকসের ছায়া হয়ে থাকা এই অলরাউন্ডারের সামনে সুযোগ আছে নিজেকে মেলে ধরার। চ্যালেঞ্জটা নিয়েই কারান বলেছেন, ‘স্টোকস না থাকায় এখন ওপরে ব্যাটিং করতে পারব। যা আমাকে একজন ব্যাটার হিসেবেও পরিচিত করবে। পরিস্থিতি বিবেচনা করে ব্যাটিং করার চেষ্টা করব। এ জন্য মঈন আলী ও স্টোকসের পরামর্শ নিচ্ছি। কঠিন মুহূর্তে ব্যাটিং করার দারুণ অভিজ্ঞতা আছে তাঁদের।’
আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র শুরু করেছেন কারান। স্টোকসদের মতো সংস্করণ বেছে খেলতে আগ্রহী না ২৪ বছর বয়সী ক্রিকেটার, ‘এখন অনেক খেলা হচ্ছে। আমার লক্ষ্য দলের হয়ে তিন সংস্করণে খেলা। ছোট থেকেই এ স্বপ্ন দেখে আসছি। দেশের হয়ে ম্যাচ জেতার মতো আনন্দ আর নেই। আমার স্বপ্ন দেশের হয়ে ২৫টি টেস্ট ম্যাচ জেতা।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫