নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে দারুণ খেলছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের পর যে দলটির নামের পাশে প্রায়ই পরাজয় লেখা থাকত, এবার সেই ব্রাজিল হারতেই ভুলে গেছে, যার মধ্যে তরুণ ফুটবলার এনদ্রিক গোল করে চলেছেন নিয়মিত। ১৭ বছর বয়সী তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের নতুন কোচ।
ব্রাজিলের এ বছরের ফুটবল ম্যাচ শুরু হয় ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েম্বলির সেই ম্যাচে ইংল্যান্ডকে ব্রাজিল যে ১-০ গোলে হারিয়েছিল, সেই গোলটি করেন এনদ্রিক। এক সপ্তাহ যেতে না যেতে সান্টিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে গতকাল প্রীতি ম্যাচ খেলতে নামে ব্রাজিল। এই ম্যাচে প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হতে পারছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র-লুকাস পাকেতারা। দ্রুতই এনদ্রিকের ম্যাজিকে সমতায় ফেরে ব্রাজিল। ৫০ মিনিটে কর্নার থেকে পাওয়া পাস বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এনদ্রিক। গোলবন্যার ম্যাচ শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে ব্রাজিল-স্পেন। ম্যাচ শেষে এনদ্রিককে নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘যদি তার বিকাশ ঠিকমতো হয়, তাহলে অন্যতম এক কিংবদন্তি হবে।’
এনদ্রিকের জন্য গতকাল রাতটা ছিল মনে রাখার মতো। সান্টিয়াগো বার্নাব্যুতে খেলেছেন পরিবারের সামনেই। সমতাসূচক গোল করার পর জড়িয়ে ধরেছেন বাবাকে। ব্রাজিলের ১৭ বছর বয়সী তরুণ ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সের দিন নজর কেড়েছেন স্পেনের ল্যামিন ইয়ামাল। প্রথমে রদ্রির পেনাল্টিতে ১২ মিনিটে এগিয়ে যায় স্পেন। এরপর ৩৬ মিনিটে দানি অলমোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন।
অলমোকে গোল করতে সহায়তা করেন ইয়ামাল। আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে ৬ ম্যাচে ২ গোল করেছেন ইয়ামাল। সতীর্থকে দিয়ে ২ গোলও করিয়েছেন তিনি। এনদ্রিক, ইয়ামালের মধ্যে সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন দরিভাল, ‘ইয়ামাল ও এনড্রিকের মতো খেলোয়াড়দের ২০২৬ বিশ্বকাপে তারকা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তারা সেরাটা দিয়ে খেলে।’
নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে দারুণ খেলছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের পর যে দলটির নামের পাশে প্রায়ই পরাজয় লেখা থাকত, এবার সেই ব্রাজিল হারতেই ভুলে গেছে, যার মধ্যে তরুণ ফুটবলার এনদ্রিক গোল করে চলেছেন নিয়মিত। ১৭ বছর বয়সী তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের নতুন কোচ।
ব্রাজিলের এ বছরের ফুটবল ম্যাচ শুরু হয় ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েম্বলির সেই ম্যাচে ইংল্যান্ডকে ব্রাজিল যে ১-০ গোলে হারিয়েছিল, সেই গোলটি করেন এনদ্রিক। এক সপ্তাহ যেতে না যেতে সান্টিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে গতকাল প্রীতি ম্যাচ খেলতে নামে ব্রাজিল। এই ম্যাচে প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হতে পারছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র-লুকাস পাকেতারা। দ্রুতই এনদ্রিকের ম্যাজিকে সমতায় ফেরে ব্রাজিল। ৫০ মিনিটে কর্নার থেকে পাওয়া পাস বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এনদ্রিক। গোলবন্যার ম্যাচ শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে ব্রাজিল-স্পেন। ম্যাচ শেষে এনদ্রিককে নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘যদি তার বিকাশ ঠিকমতো হয়, তাহলে অন্যতম এক কিংবদন্তি হবে।’
এনদ্রিকের জন্য গতকাল রাতটা ছিল মনে রাখার মতো। সান্টিয়াগো বার্নাব্যুতে খেলেছেন পরিবারের সামনেই। সমতাসূচক গোল করার পর জড়িয়ে ধরেছেন বাবাকে। ব্রাজিলের ১৭ বছর বয়সী তরুণ ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সের দিন নজর কেড়েছেন স্পেনের ল্যামিন ইয়ামাল। প্রথমে রদ্রির পেনাল্টিতে ১২ মিনিটে এগিয়ে যায় স্পেন। এরপর ৩৬ মিনিটে দানি অলমোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন।
অলমোকে গোল করতে সহায়তা করেন ইয়ামাল। আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে ৬ ম্যাচে ২ গোল করেছেন ইয়ামাল। সতীর্থকে দিয়ে ২ গোলও করিয়েছেন তিনি। এনদ্রিক, ইয়ামালের মধ্যে সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন দরিভাল, ‘ইয়ামাল ও এনড্রিকের মতো খেলোয়াড়দের ২০২৬ বিশ্বকাপে তারকা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তারা সেরাটা দিয়ে খেলে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫