বাংলাদেশের হয়ে ব্যাটারদের অনেক রেকর্ডে নিজের নাম প্রথমে তুলেছেন তামিম ইকবাল। বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বাঁহাতি ওপেনার। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রান করার পথে টুর্নামেন্টের প্রথম ব্যাটার হিসেবে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে রানের সংখ্যাকে ৩০২৪ নিয়ে গেছেন তামিম। ২ চার ও ১ ছক্কায় আজ ১৬ বলে ১৯ রান করেছেন তিনি। তিন হাজারের ক্লাবে আজ তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিমও। দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএলে এই মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক ব্যাটার।
আজ শুধু মাইলফলকই স্পর্শ করেননি মুশফিক, এক রাতের ব্যবধানে তামিমের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ৩০৩৮ রান নিয়ে বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক এখন ৩৬ বছর বয়সী ব্যাটার। তামিমের নেতৃত্বেই এবার ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাচ্ছেন মুশফিক।
রেকর্ড গড়ার পথে ব্যাটিং ছন্দটা ধরে রেখেছেন মুশফিক। গতকাল ৩৯ বলে অপরাজিত ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার পর আজও ফিফটি করেছেন তিনি। ৪৪ বলে ৬২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়।
মুশফিকের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ১৬১ রান সংগ্রহ করেছে বরিশাল। প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্যে দেওয়ার পথে অবশ্য উইকেটরক্ষক ব্যাটারকে যোগ্য সঙ্গ দিয়েছেন সৌম্য সরকার। ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৩৫.৪৮ স্ট্রাইকরেটের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন বাঁহাতি ব্যাটার। চতুর্থ উইকেটে দুজনের ৬৬ রানের জুটিতেই এই স্কোরটা পায় বরিশাল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বরিশালের। দলীয় ৫ রানের সময় মেহেদী হাসান মিরাজ ‘গোল্ডেন ডাক’ মেরে ড্রেসিংরুমে ফেরেন। এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর আগেই ৪৩ রানে ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে সৌম্যকে নিয়ে মুশফিক ম্যাচে ঘুরে দাঁড়ান। পরে সৌম্যও তাঁকে রেখে আউট হলে এক প্রান্ত আগলে রেখে দলকে ১৬১ রান এনে দেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩২ রানে ৩ উইকেট নিয়ে কুমিল্লার সেরা বোলার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে দুটি করে উইকেট নিয়েছেন রোস্টন চেজ ও ম্যাথিউ ফোর্ডে।
বাংলাদেশের হয়ে ব্যাটারদের অনেক রেকর্ডে নিজের নাম প্রথমে তুলেছেন তামিম ইকবাল। বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বাঁহাতি ওপেনার। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রান করার পথে টুর্নামেন্টের প্রথম ব্যাটার হিসেবে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে রানের সংখ্যাকে ৩০২৪ নিয়ে গেছেন তামিম। ২ চার ও ১ ছক্কায় আজ ১৬ বলে ১৯ রান করেছেন তিনি। তিন হাজারের ক্লাবে আজ তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিমও। দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএলে এই মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক ব্যাটার।
আজ শুধু মাইলফলকই স্পর্শ করেননি মুশফিক, এক রাতের ব্যবধানে তামিমের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ৩০৩৮ রান নিয়ে বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক এখন ৩৬ বছর বয়সী ব্যাটার। তামিমের নেতৃত্বেই এবার ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাচ্ছেন মুশফিক।
রেকর্ড গড়ার পথে ব্যাটিং ছন্দটা ধরে রেখেছেন মুশফিক। গতকাল ৩৯ বলে অপরাজিত ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার পর আজও ফিফটি করেছেন তিনি। ৪৪ বলে ৬২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়।
মুশফিকের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ১৬১ রান সংগ্রহ করেছে বরিশাল। প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্যে দেওয়ার পথে অবশ্য উইকেটরক্ষক ব্যাটারকে যোগ্য সঙ্গ দিয়েছেন সৌম্য সরকার। ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৩৫.৪৮ স্ট্রাইকরেটের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন বাঁহাতি ব্যাটার। চতুর্থ উইকেটে দুজনের ৬৬ রানের জুটিতেই এই স্কোরটা পায় বরিশাল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বরিশালের। দলীয় ৫ রানের সময় মেহেদী হাসান মিরাজ ‘গোল্ডেন ডাক’ মেরে ড্রেসিংরুমে ফেরেন। এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর আগেই ৪৩ রানে ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে সৌম্যকে নিয়ে মুশফিক ম্যাচে ঘুরে দাঁড়ান। পরে সৌম্যও তাঁকে রেখে আউট হলে এক প্রান্ত আগলে রেখে দলকে ১৬১ রান এনে দেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩২ রানে ৩ উইকেট নিয়ে কুমিল্লার সেরা বোলার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে দুটি করে উইকেট নিয়েছেন রোস্টন চেজ ও ম্যাথিউ ফোর্ডে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে