ইতিহাস গড়ল সামোয়ার অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পলিনেশীয় দ্বীপরাষ্ট্রটির তরুণীরা জায়গা করে নিয়েছেন ২০২৫ মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।
ইন্দোনেশিয়ার বালিতে গত সোমবার শেষ হওয়া পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চার দলের বাছাইয়ে প্রথম হয়েছে সামোয়া। এবারই প্রথম কোনো আইসিসির বিশ্বমঞ্চে দেশটিকে অংশ নিতে দেখা যাবে। যেকোনো বয়সভিত্তিক দলের সামোয়ার এটি প্রথম বিশ্বকাপ।
নিজেদের ক্রিকেটে এমন এক স্মরণীয় মুহূর্তটাকে বেশ উদ্দীপনার সঙ্গে উদ্যাপন করছে সামোয়া ক্রিকেট। দেশটির ক্রিকেট বোর্ড এক বার্তায় বলেছে, ‘দারুণ করেছ মেয়েরা। তোমরা সামোয়াকে গর্বিত করেছ। তোমরা তরুণ খেলোয়াড় এবং দেশের খেলাধুলার অনুপ্রেরণা। চলো ঈশ্বরের সঙ্গে উদ্যাপনে মাতি।’
পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ের শেষ দিনে ফিজির বিপক্ষে ৩৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ের পর বিশ্বকাপ নিশ্চিত করে সামোয়ানরা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই বাছাইপর্ব হয়েছিল ডাবল রাউন্ড রবিনে। সামোয়া ও ফিজি ছাড়াও অংশ নিয়েছিল স্বাগতিক ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি।
২০২৫ অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ হবে মালেয়শিয়া ও থাইল্যান্ডে।
ইতিহাস গড়ল সামোয়ার অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পলিনেশীয় দ্বীপরাষ্ট্রটির তরুণীরা জায়গা করে নিয়েছেন ২০২৫ মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।
ইন্দোনেশিয়ার বালিতে গত সোমবার শেষ হওয়া পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চার দলের বাছাইয়ে প্রথম হয়েছে সামোয়া। এবারই প্রথম কোনো আইসিসির বিশ্বমঞ্চে দেশটিকে অংশ নিতে দেখা যাবে। যেকোনো বয়সভিত্তিক দলের সামোয়ার এটি প্রথম বিশ্বকাপ।
নিজেদের ক্রিকেটে এমন এক স্মরণীয় মুহূর্তটাকে বেশ উদ্দীপনার সঙ্গে উদ্যাপন করছে সামোয়া ক্রিকেট। দেশটির ক্রিকেট বোর্ড এক বার্তায় বলেছে, ‘দারুণ করেছ মেয়েরা। তোমরা সামোয়াকে গর্বিত করেছ। তোমরা তরুণ খেলোয়াড় এবং দেশের খেলাধুলার অনুপ্রেরণা। চলো ঈশ্বরের সঙ্গে উদ্যাপনে মাতি।’
পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ের শেষ দিনে ফিজির বিপক্ষে ৩৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ের পর বিশ্বকাপ নিশ্চিত করে সামোয়ানরা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই বাছাইপর্ব হয়েছিল ডাবল রাউন্ড রবিনে। সামোয়া ও ফিজি ছাড়াও অংশ নিয়েছিল স্বাগতিক ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি।
২০২৫ অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ হবে মালেয়শিয়া ও থাইল্যান্ডে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫