ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবর আজম। আর বিরাট কোহলির ক্ষেত্রে ঠিক এর বিপরীত ছবি। নিজেকে হারিয়ে খুঁজছেন কোহলি। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলে জায়গা হয়নি। এই খারাপ সময় কাটিয়ে উঠে ফর্মে ফিরতে এবার কোহলিকে মনোবল জোগালেন বাবর আজম।
এমনিতেই রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক খুব একটা স্থিতিশীল নয়। ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে। তবে ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের যে কমতি নেই, সেটিই বোঝা গেল কোহলিকে উদ্দেশ্য করে বাবরের টুইটে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পাকিস্তান অধিনায়ক লিখেছেন, ‘এটাও (খারাপ সময়) কেটে যাবে। শক্ত থেকো।’
লম্বা সময় ধরে রানের খরায় ভুগছেন কোহলি। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। একটিতে করেছেন ১১, অন্যটিতে ১। এমন পারফরম্যান্সের পর অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এটিকে দল থেকে বাদ বলে ধরে নেওয়া যেত। তবে খেলোয়াড়টির নাম কোহলি বলেই যত বিতণ্ডা।
এদিকে খারাপ সময়ে কোহলির পাশে দাঁড়িয়ে তাঁকে ঘুরে দাঁড়ানোর পথ খোঁজার তাগিদ দিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘তার সংখ্যার দিকে তাকান, সে যা অর্জন করেছে, তা সামর্থ্য ও যোগ্যতা ছাড়া সম্ভব হতো না। তার কঠিন সময় যাচ্ছে, সেটা সে জানে। সে একজন অসাধারণ খেলোয়াড়। নিজের মান অনুযায়ী সে যে ভালো করছে না, এটা তার জানা আছে। তাকে সফল হওয়ার পথ খুঁজে নিতে হবে, যেভাবে সে ১২-১৩ বছর ছিল। একমাত্র বিরাটই (কোহলি) সেটা করতে পারে।’
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবর আজম। আর বিরাট কোহলির ক্ষেত্রে ঠিক এর বিপরীত ছবি। নিজেকে হারিয়ে খুঁজছেন কোহলি। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলে জায়গা হয়নি। এই খারাপ সময় কাটিয়ে উঠে ফর্মে ফিরতে এবার কোহলিকে মনোবল জোগালেন বাবর আজম।
এমনিতেই রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক খুব একটা স্থিতিশীল নয়। ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে। তবে ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের যে কমতি নেই, সেটিই বোঝা গেল কোহলিকে উদ্দেশ্য করে বাবরের টুইটে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পাকিস্তান অধিনায়ক লিখেছেন, ‘এটাও (খারাপ সময়) কেটে যাবে। শক্ত থেকো।’
লম্বা সময় ধরে রানের খরায় ভুগছেন কোহলি। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। একটিতে করেছেন ১১, অন্যটিতে ১। এমন পারফরম্যান্সের পর অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এটিকে দল থেকে বাদ বলে ধরে নেওয়া যেত। তবে খেলোয়াড়টির নাম কোহলি বলেই যত বিতণ্ডা।
এদিকে খারাপ সময়ে কোহলির পাশে দাঁড়িয়ে তাঁকে ঘুরে দাঁড়ানোর পথ খোঁজার তাগিদ দিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘তার সংখ্যার দিকে তাকান, সে যা অর্জন করেছে, তা সামর্থ্য ও যোগ্যতা ছাড়া সম্ভব হতো না। তার কঠিন সময় যাচ্ছে, সেটা সে জানে। সে একজন অসাধারণ খেলোয়াড়। নিজের মান অনুযায়ী সে যে ভালো করছে না, এটা তার জানা আছে। তাকে সফল হওয়ার পথ খুঁজে নিতে হবে, যেভাবে সে ১২-১৩ বছর ছিল। একমাত্র বিরাটই (কোহলি) সেটা করতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫