বিশ্বকাপ রানার্সআপ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। কলকাতার ইডেন গার্ডেনের লড়াইয়ে ভারতের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি কিউইরা। সফরকারীদের অসহায় আত্মসমর্পণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোহিত শর্মার দল জিতেছে ৭৩ রানে।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। নিউজিল্যান্ড অলআউট হয় ১১১ রানে।
লক্ষ্য তাড়ায় মার্টিন গাপটিল এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলছিল উইকেট বৃষ্টি। ৫ রান করে আউট হন ডেরিল মিচেল। রানের খাতায় খুলতে পারেননি মার্ক চ্যাপমান ও গ্লেন ফিলিপস। তিনজনকেই ফেরান অক্ষর প্যাটেল। দলীয় ৬৯ রানে ফেরেন গাপটিলও। ৩৬ বলে ৫১ রান করেন এই কিউই ওপেনার। ১৭ রান করে রানআউট হন টিম সেইফার্ট। স্কোরবোর্ডে ৩ রানের বেশি যোগ করতে পারেননি জিমি নিশামও। ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে ততক্ষণে নিউজিল্যান্ড একরকম ম্যাচের বাইরে। এরপর নিয়মিত উইকেট হারিয়ে কিউইরা থামে ১১১ রানে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান। ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে এ দুজন সংগ্রহ করেন ৬৯ রান। এরপর ঈশানকে (২৯) ফিরিয়ে এ জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। রানের খাতা খোলার আগে সূর্যকুমার যাদবকেও ফেরান স্যান্টনার। দলীয় ৮৩ রানে স্যান্টনারের তৃতীয় শিকারে পরিণত হন ঋষভ পন্ত (৪)। সেখান থেকে জুটি গড়েন রোহিত ও শ্রেয়াস আইয়ার। দলীয় ১০৩ রানে রোহিতের বিদায়ে ভাঙে এ জুটি। ফেরার আগে ৩১ বলে ৫৬ রান করেন ভারত অধিনায়ক।
দ্রুত ১৫ বলে ২০ রান আউট হন ভেঙ্কাটেশ আইয়ার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি শ্রেয়াসও (২৫)। ১৪০ রানে ভারত হারায় ৬ উইকেট। তবে শেষ দিকে ঝোড়ো গতিতে রান নিয়ে ভারতকে ১৮৪ রানে পৌঁছে দেন হার্শাল প্যাটেল ও দীপক চাহার। ১১ বলে অপরাজিত ১৮ রান করেন হার্শাল। দিপক টিকে থাকেন ৮ বলে ২১ রান করে।
বিশ্বকাপ রানার্সআপ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। কলকাতার ইডেন গার্ডেনের লড়াইয়ে ভারতের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি কিউইরা। সফরকারীদের অসহায় আত্মসমর্পণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোহিত শর্মার দল জিতেছে ৭৩ রানে।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। নিউজিল্যান্ড অলআউট হয় ১১১ রানে।
লক্ষ্য তাড়ায় মার্টিন গাপটিল এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলছিল উইকেট বৃষ্টি। ৫ রান করে আউট হন ডেরিল মিচেল। রানের খাতায় খুলতে পারেননি মার্ক চ্যাপমান ও গ্লেন ফিলিপস। তিনজনকেই ফেরান অক্ষর প্যাটেল। দলীয় ৬৯ রানে ফেরেন গাপটিলও। ৩৬ বলে ৫১ রান করেন এই কিউই ওপেনার। ১৭ রান করে রানআউট হন টিম সেইফার্ট। স্কোরবোর্ডে ৩ রানের বেশি যোগ করতে পারেননি জিমি নিশামও। ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে ততক্ষণে নিউজিল্যান্ড একরকম ম্যাচের বাইরে। এরপর নিয়মিত উইকেট হারিয়ে কিউইরা থামে ১১১ রানে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান। ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে এ দুজন সংগ্রহ করেন ৬৯ রান। এরপর ঈশানকে (২৯) ফিরিয়ে এ জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। রানের খাতা খোলার আগে সূর্যকুমার যাদবকেও ফেরান স্যান্টনার। দলীয় ৮৩ রানে স্যান্টনারের তৃতীয় শিকারে পরিণত হন ঋষভ পন্ত (৪)। সেখান থেকে জুটি গড়েন রোহিত ও শ্রেয়াস আইয়ার। দলীয় ১০৩ রানে রোহিতের বিদায়ে ভাঙে এ জুটি। ফেরার আগে ৩১ বলে ৫৬ রান করেন ভারত অধিনায়ক।
দ্রুত ১৫ বলে ২০ রান আউট হন ভেঙ্কাটেশ আইয়ার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি শ্রেয়াসও (২৫)। ১৪০ রানে ভারত হারায় ৬ উইকেট। তবে শেষ দিকে ঝোড়ো গতিতে রান নিয়ে ভারতকে ১৮৪ রানে পৌঁছে দেন হার্শাল প্যাটেল ও দীপক চাহার। ১১ বলে অপরাজিত ১৮ রান করেন হার্শাল। দিপক টিকে থাকেন ৮ বলে ২১ রান করে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫