নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তৃতীয় ম্যাচে হারল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছে ১২ রানে। হারের পর আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
১৭৭ রান তাড়ায় ৯৯ রানে চতুর্থ উইকেট হারায় কুমিল্লা। তখন ৬ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন জাকের আলী। কিন্তু তৃতীয় বলেই আউট জাকের। ইফতিখার আহমেদের বলে এলবিডব্লিউ হন তিনি।
এই আউটটি সঠিক ছিল না বলে মনে করছেন সালাউদ্দিন। কুমিল্লার কোচ বললেন, ‘টি-টোয়েন্টিতে যখন একটা ছন্দ পাওয়া যায়, তখন ওই অবস্থায় একটা উইকেট পড়ে গেলে খেলাটার জন্য তা ভালো না। হতে পারে আবার নাও হতে পারে (জাকেরের আউটে ব্যাটিংয়ে ছন্দপতন)। এটা নিয়ে আর ফিরতে পারব না। আমরা হেরে গেছি সেটাই সত্য। আমরা এই অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে পারি, সেটাই বড় কথা।’
জাকেরের আউট নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি শুরুতেই বলেছিলাম এক-দুটা সিদ্ধান্তে ম্যাচ হেরে যায়। সিদ্ধান্তগুলো যদি আরেকটু চিন্তাভাবনা করে দেওয়া হয়, তাহলে ভালো। খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি—এটা কি চান?’
সালাউদ্দিন মনে করেন এটা নিয়ে প্রতিবাদ বা লিখিত অভিযোগ করেও লাভ নেই। তিনি বলেছেন, ‘যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব, সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হবার তাই হবে, আর কি।’
এডিআরএস নিয়ে অনেক কথা হয়েছে। কেউ কেউ আবার এটি না থাকলে আরও ভালো হতে বলেও দাবি করেছেন। সালাউদ্দিনও সেই দলের পক্ষে কথা বললেন, ‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয়। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, এমন না যে...। প্রথম ম্যাচেও একটা সিদ্ধান্ত খারাপ হয়েছে, আজকেও। আমার কাছে মনে হয়েছে এটা। তবে এমন ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো।
‘আমি জানি না...উনাদের রুলস হয়তো নতুন কিছু থাকতে পারে। একটু হয়তো কিছু একটা হয়তো ছায়াটায়া ছিল। আমি জানি না। কিন্তু এটা তাদের রুলসটুলস হতে পারে। এ কারণে আম্পায়ার দিয়ে দিলে, সেটা দিলেই খুশি হব।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তৃতীয় ম্যাচে হারল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছে ১২ রানে। হারের পর আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
১৭৭ রান তাড়ায় ৯৯ রানে চতুর্থ উইকেট হারায় কুমিল্লা। তখন ৬ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন জাকের আলী। কিন্তু তৃতীয় বলেই আউট জাকের। ইফতিখার আহমেদের বলে এলবিডব্লিউ হন তিনি।
এই আউটটি সঠিক ছিল না বলে মনে করছেন সালাউদ্দিন। কুমিল্লার কোচ বললেন, ‘টি-টোয়েন্টিতে যখন একটা ছন্দ পাওয়া যায়, তখন ওই অবস্থায় একটা উইকেট পড়ে গেলে খেলাটার জন্য তা ভালো না। হতে পারে আবার নাও হতে পারে (জাকেরের আউটে ব্যাটিংয়ে ছন্দপতন)। এটা নিয়ে আর ফিরতে পারব না। আমরা হেরে গেছি সেটাই সত্য। আমরা এই অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে পারি, সেটাই বড় কথা।’
জাকেরের আউট নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি শুরুতেই বলেছিলাম এক-দুটা সিদ্ধান্তে ম্যাচ হেরে যায়। সিদ্ধান্তগুলো যদি আরেকটু চিন্তাভাবনা করে দেওয়া হয়, তাহলে ভালো। খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি—এটা কি চান?’
সালাউদ্দিন মনে করেন এটা নিয়ে প্রতিবাদ বা লিখিত অভিযোগ করেও লাভ নেই। তিনি বলেছেন, ‘যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব, সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হবার তাই হবে, আর কি।’
এডিআরএস নিয়ে অনেক কথা হয়েছে। কেউ কেউ আবার এটি না থাকলে আরও ভালো হতে বলেও দাবি করেছেন। সালাউদ্দিনও সেই দলের পক্ষে কথা বললেন, ‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয়। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, এমন না যে...। প্রথম ম্যাচেও একটা সিদ্ধান্ত খারাপ হয়েছে, আজকেও। আমার কাছে মনে হয়েছে এটা। তবে এমন ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো।
‘আমি জানি না...উনাদের রুলস হয়তো নতুন কিছু থাকতে পারে। একটু হয়তো কিছু একটা হয়তো ছায়াটায়া ছিল। আমি জানি না। কিন্তু এটা তাদের রুলসটুলস হতে পারে। এ কারণে আম্পায়ার দিয়ে দিলে, সেটা দিলেই খুশি হব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫