তৃতীয় দিন শেষেই বোঝা গিয়েছিল মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট হারবে নিউজিল্যান্ড। আজ চতুর্থ দিনে তার প্রমাণ মিলল। ঘরের মাঠে প্রথম সেশনে অলআউট হয়ে ২৬৭ রানের বিশাল ব্যবধানে হারল কিউইরা।
মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের জয়ে ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। সর্বশেষ ২০০৮ সালে প্রতিপক্ষের মাটিতে জিতেছিল ইংলিশরা। সঙ্গে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ডও গড়েছে সফরকারীরা। এর আগের রেকর্ড জয় ছিল ২৪৭ রানের। এই জয়ে সব মিলিয়ে কোচ ব্রেন্ডন ম্যাককালাম-বেন স্টোকস জুটির ১১ টেস্টে ১০তম জয়।
জয় তো দূরের কথা, ম্যাচ বাঁচাতে অলৌকিক কিছু করতে হতো কিউইদের। কেননা, তৃতীয় দিনে স্বাগতিকেরা ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে পরাজয়ের অপেক্ষায় ছিল। গতকাল এই ধাক্কা দিয়েছিলেন এই টেস্টে রেকর্ড হাজারতম উইকেট নেওয়ার জুটি গড়া জেমস অ্যান্ডারসনের সঙ্গী স্টুয়ার্ট ব্রড। একাই ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
আর আজ ম্যাচ বাঁচানো ব্যাটিং করতে নেমে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি কিউইরা। প্রথম সেশনেই ১২৬ রানে অলআউট হয়েছে তারা। আজ ৪ উইকেট নিয়ে একাই ধসে দেন অ্যান্ডারসন। বাকি উইকেটটি নিয়েছেন স্পিনার জ্যাক লিচ। সব মিলিয়ে এখন টেস্টে ১০০৯ উইকেটে সবার শীর্ষে অ্যান্ডারসন-ব্রড জুটি। ১০০১ উইকেট নেওয়া শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রা জুটিকে ছাড়িয়ে গেছেন তাঁরা।
অ্যান্ডারসন-ব্রড জুটি নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করলেও ম্যাচ-সেরা হয়েছেন হ্যারি ব্রুক। ৮৯ ও ৫৪ রানের দুটি অসাধারণ ইনিংস খেলেছেন অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলা এই ব্যাটার। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট শুরু হবে ওয়েলিংটনে ২৪ ফেব্রুয়ারি।
তৃতীয় দিন শেষেই বোঝা গিয়েছিল মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট হারবে নিউজিল্যান্ড। আজ চতুর্থ দিনে তার প্রমাণ মিলল। ঘরের মাঠে প্রথম সেশনে অলআউট হয়ে ২৬৭ রানের বিশাল ব্যবধানে হারল কিউইরা।
মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের জয়ে ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। সর্বশেষ ২০০৮ সালে প্রতিপক্ষের মাটিতে জিতেছিল ইংলিশরা। সঙ্গে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ডও গড়েছে সফরকারীরা। এর আগের রেকর্ড জয় ছিল ২৪৭ রানের। এই জয়ে সব মিলিয়ে কোচ ব্রেন্ডন ম্যাককালাম-বেন স্টোকস জুটির ১১ টেস্টে ১০তম জয়।
জয় তো দূরের কথা, ম্যাচ বাঁচাতে অলৌকিক কিছু করতে হতো কিউইদের। কেননা, তৃতীয় দিনে স্বাগতিকেরা ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে পরাজয়ের অপেক্ষায় ছিল। গতকাল এই ধাক্কা দিয়েছিলেন এই টেস্টে রেকর্ড হাজারতম উইকেট নেওয়ার জুটি গড়া জেমস অ্যান্ডারসনের সঙ্গী স্টুয়ার্ট ব্রড। একাই ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
আর আজ ম্যাচ বাঁচানো ব্যাটিং করতে নেমে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি কিউইরা। প্রথম সেশনেই ১২৬ রানে অলআউট হয়েছে তারা। আজ ৪ উইকেট নিয়ে একাই ধসে দেন অ্যান্ডারসন। বাকি উইকেটটি নিয়েছেন স্পিনার জ্যাক লিচ। সব মিলিয়ে এখন টেস্টে ১০০৯ উইকেটে সবার শীর্ষে অ্যান্ডারসন-ব্রড জুটি। ১০০১ উইকেট নেওয়া শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রা জুটিকে ছাড়িয়ে গেছেন তাঁরা।
অ্যান্ডারসন-ব্রড জুটি নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করলেও ম্যাচ-সেরা হয়েছেন হ্যারি ব্রুক। ৮৯ ও ৫৪ রানের দুটি অসাধারণ ইনিংস খেলেছেন অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলা এই ব্যাটার। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট শুরু হবে ওয়েলিংটনে ২৪ ফেব্রুয়ারি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫