নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দুদিন আগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের স্টাম্প ভাঙা নিয়ে কম তোলপাড় হয়নি। আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তিও পেতে হয়েছে বাঁহাতি অলরাউন্ডারকে। মিরপুরে আজ আরেকটু হলে আবার একই কাণ্ডের দেখা মিলত! সাকিবের সেই স্টাম্প উপড়ে ফেলার হাইলাইটসই যেন দেখাতে চাইলেন ‘বন্ধু’ তামিম ইকবাল। তবে ওয়ানডে অধিনায়ক এই কাজটি নিছক মজা করেই করেছেন।
ঘটনাটি আজ দুপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব–আবাহনী ম্যাচের শুরুতে। টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীর দুই ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ও মুনিম শাহরিয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইনিংস শুরু করার। বোলিং প্রান্তে নাহিদুল ইসলামের সঙ্গে তখন ছিলেন তামিমও।
বোলিং শুরুর আগে তামিম দুই হাত দিয়ে তিনটি স্টাম্পই ধরার অভিনয় করলেন। দ্রুত আবার হাত সরিয়েও ফেললেন। কয়েক সেকেন্ড পর পুনরায় একইভাবে দুই পাশ থেকে স্টাম্প উপড়ে ফেলার অভিনয় করে আছাড় দেওয়ার ভঙ্গি করলেন। এভাবেই তো সেদিন সাকিব স্টাম্প উপড়ে আছাড় দিয়েছিলেন। তামিম অবশ্য সেই কাজ করতে যাননি, নিজেকে দ্রুত সংবরণ করে হাসতে হাসতে ফিরে যান নিজের ফিল্ডিং পজিশনে। তামিমের এমন কাণ্ডে মজা পেয়েছেন আম্পায়ারসহ অন্যরাও।
ঢাকা: দুদিন আগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের স্টাম্প ভাঙা নিয়ে কম তোলপাড় হয়নি। আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তিও পেতে হয়েছে বাঁহাতি অলরাউন্ডারকে। মিরপুরে আজ আরেকটু হলে আবার একই কাণ্ডের দেখা মিলত! সাকিবের সেই স্টাম্প উপড়ে ফেলার হাইলাইটসই যেন দেখাতে চাইলেন ‘বন্ধু’ তামিম ইকবাল। তবে ওয়ানডে অধিনায়ক এই কাজটি নিছক মজা করেই করেছেন।
ঘটনাটি আজ দুপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব–আবাহনী ম্যাচের শুরুতে। টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীর দুই ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ও মুনিম শাহরিয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইনিংস শুরু করার। বোলিং প্রান্তে নাহিদুল ইসলামের সঙ্গে তখন ছিলেন তামিমও।
বোলিং শুরুর আগে তামিম দুই হাত দিয়ে তিনটি স্টাম্পই ধরার অভিনয় করলেন। দ্রুত আবার হাত সরিয়েও ফেললেন। কয়েক সেকেন্ড পর পুনরায় একইভাবে দুই পাশ থেকে স্টাম্প উপড়ে ফেলার অভিনয় করে আছাড় দেওয়ার ভঙ্গি করলেন। এভাবেই তো সেদিন সাকিব স্টাম্প উপড়ে আছাড় দিয়েছিলেন। তামিম অবশ্য সেই কাজ করতে যাননি, নিজেকে দ্রুত সংবরণ করে হাসতে হাসতে ফিরে যান নিজের ফিল্ডিং পজিশনে। তামিমের এমন কাণ্ডে মজা পেয়েছেন আম্পায়ারসহ অন্যরাও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫