নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মাঠের চারদিকে পানি, মাঝে শুধু উইকেট জেগে আছে দ্বীপের মতো! কাল সাভারের বিকেএসপির মাঠের ছবি ছিল এমনই। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের বিকেএসপির ম্যাচগুলো আনা হয়েছে ঢাকায়। মাঠের অবস্থা দেখে কারও মনে হতেই পারে, বিকেএসপির মাঠে মাছ চাষ করা যেতে পারে!
কাল ফেসবুকে বিকেএসপির মাঠের ছবি দিয়ে একজন পোস্টও করেছিলেন, চাইলেই ছিপ নিয়ে মাছ ধরতে বসে যেতে পারেন! আজ সকালে সত্যি সত্যিই সেখানে ধরা পড়ল বিশালাকৃতির মাগুর মাছ! ক্রিকেট মাঠের জমে থাকা পানিতে মাছ ধরার বিরল এক দৃষ্টান্ত তৈরি করল বিকেএসপি। আজ সকালে বিকেএসপির কিউরেটর নুরুজ্জামান নয়ন মাছের ছবি পোস্ট করে পোস্টও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বৃষ্টির পর বিকেএসপির তিন নম্বর মাঠে এই মাছটি আমরা ধরেছি।’
ক্রিকেট মাঠে মাছ এল কীভাবে? কিউরেটর নয়ন বলেছেন, ‘বিকেএসপির মাঠের পাশে অনেক পুকুর-ডোবা আছে। সেখান থেকেই হয়তো ড্রেন দিয়ে মাছ এসেছে। আমাদের ধরা মাছটির ওজন ১০-১২ কেজি হবে। শুধু একটি নয়, আরও মাছ ধরা পড়েছে মাঠে। অনেকেই মাছ ধরেছে।’
এত দিন পুকুর কিংবা নদী থেকে বড় বড় মাছ ধরার খবর শিরোনামে এসেছে। এবার ক্রিকেট মাঠেই মাছ ধরার ঘটনা ঘটল। সেটিও কি না বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে! এই বিকেএসপির দুটি মাঠের তত্ত্বাবধানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির তত্ত্বাবধানে থাকা মাঠে কেন এত পানি জমে থাকে, সে প্রশ্নে কাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমাদের দেশে মাঠগুলো কিছুটা নিচু জায়গায় থাকে। আর এখন যেভাবে উন্নয়ন কাজ হচ্ছে, তাতে দেখা যায় চারপাশের সব পানি মাঠেই চলে আসে।’
ঢাকা: মাঠের চারদিকে পানি, মাঝে শুধু উইকেট জেগে আছে দ্বীপের মতো! কাল সাভারের বিকেএসপির মাঠের ছবি ছিল এমনই। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের বিকেএসপির ম্যাচগুলো আনা হয়েছে ঢাকায়। মাঠের অবস্থা দেখে কারও মনে হতেই পারে, বিকেএসপির মাঠে মাছ চাষ করা যেতে পারে!
কাল ফেসবুকে বিকেএসপির মাঠের ছবি দিয়ে একজন পোস্টও করেছিলেন, চাইলেই ছিপ নিয়ে মাছ ধরতে বসে যেতে পারেন! আজ সকালে সত্যি সত্যিই সেখানে ধরা পড়ল বিশালাকৃতির মাগুর মাছ! ক্রিকেট মাঠের জমে থাকা পানিতে মাছ ধরার বিরল এক দৃষ্টান্ত তৈরি করল বিকেএসপি। আজ সকালে বিকেএসপির কিউরেটর নুরুজ্জামান নয়ন মাছের ছবি পোস্ট করে পোস্টও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বৃষ্টির পর বিকেএসপির তিন নম্বর মাঠে এই মাছটি আমরা ধরেছি।’
ক্রিকেট মাঠে মাছ এল কীভাবে? কিউরেটর নয়ন বলেছেন, ‘বিকেএসপির মাঠের পাশে অনেক পুকুর-ডোবা আছে। সেখান থেকেই হয়তো ড্রেন দিয়ে মাছ এসেছে। আমাদের ধরা মাছটির ওজন ১০-১২ কেজি হবে। শুধু একটি নয়, আরও মাছ ধরা পড়েছে মাঠে। অনেকেই মাছ ধরেছে।’
এত দিন পুকুর কিংবা নদী থেকে বড় বড় মাছ ধরার খবর শিরোনামে এসেছে। এবার ক্রিকেট মাঠেই মাছ ধরার ঘটনা ঘটল। সেটিও কি না বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে! এই বিকেএসপির দুটি মাঠের তত্ত্বাবধানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির তত্ত্বাবধানে থাকা মাঠে কেন এত পানি জমে থাকে, সে প্রশ্নে কাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমাদের দেশে মাঠগুলো কিছুটা নিচু জায়গায় থাকে। আর এখন যেভাবে উন্নয়ন কাজ হচ্ছে, তাতে দেখা যায় চারপাশের সব পানি মাঠেই চলে আসে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে