পার্থ টেস্টের তৃতীয় দিন শেষেই বোঝা গিয়েছিল পাকিস্তানের ভাগ্যে কী আছে। আজ তার প্রমাণও পাওয়া গেল। সেটিও আবার চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার দেড় ঘণ্টা আগেই।
জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। রেকর্ড ৪৫০ রানের লক্ষ্য ছিল তাদের সামনে। এর আগে ২০০৩ সালে সর্বোচ্চ ৪১৮ তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। নতুন রেকর্ড গড়া পাকিস্তানের পক্ষে যে অসম্ভব, সেটা আগেই জানা ছিল। তাই বলে চতুর্থ ইনিংসে ৮৯ রানে বিধ্বস্ত হবে পাকিস্তান।
১০০-এর আগেই অলআউট হওয়ায় ৩৬০ রানের পরাজয় দেখেছে পাকিস্তান। ১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কখনো জয় পায়নি সফরকারীরা। এটি টানা ১৫তম হার পাকিস্তানের।
রেকর্ড রান তাড়া করতে নেমে দলীয় ও ব্যক্তিগত ২ রানের সময় ড্রেসিংরুমে ফেরেন আবদুল্লাহ শফিক। শুরুর এই ধাক্কা পরে সামলাতে পারেননি পাকিস্তানের কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮৯ রানে অলআউট হন তাঁরা। পাঁচে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন সৌদ শাকিল। প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার ম্যাচে ৩টি করে উইকেট নেন দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
আর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেওয়ার পথে রেকর্ড গড়েছেন নাথান লায়ন। অজিদের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। কীর্তিটি তিনি যে গড়বেন পার্থ টেস্টে, তা প্রথম ইনিংস শেষেই বোঝা গিয়েছিল। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে ৪৯৯ উইকেটে ছিলেন। আজ ফাহিম আশরাফকে এলবিডব্লিউ করে কীর্তিটি গড়েন অফ স্পিনার।
এর আগে গত দিনের ২ উইকেটে ৮৪ রান নিয়ে দিন শুরু করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংস ৫ উইকেটে ২৩৩ রানে ঘোষণা করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই গত দিনের অপরাজিত ব্যাটার স্টিভেন স্মিথ ৪৫ রানে আউট হন খুররম শেহজাদের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। তবে আরেক অপরাজিত ব্যাটার উসমান খাজা সতীর্থদের সঙ্গে রান বাড়ানোর কাজটা ভালোভাবে চালিয়ে গেছেন। তবে ১০ রানের আক্ষেপ থেকে যাবে তাঁর। ৯০ রানে আউট হওয়ায় সেঞ্চুরি মিস করেছেন তিনি।
খাজার সেঞ্চুরির জন্য অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণাও দেরি হচ্ছিল। তাঁর আউটের পরেই ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকেরা। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৬৮ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন মিচেল মার্শ। ৪৫ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার খুররম। দুই ইনিংস মিলিয়ে ১৫৩ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অলরাউন্ডার মার্শ।
পার্থ টেস্টের তৃতীয় দিন শেষেই বোঝা গিয়েছিল পাকিস্তানের ভাগ্যে কী আছে। আজ তার প্রমাণও পাওয়া গেল। সেটিও আবার চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার দেড় ঘণ্টা আগেই।
জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। রেকর্ড ৪৫০ রানের লক্ষ্য ছিল তাদের সামনে। এর আগে ২০০৩ সালে সর্বোচ্চ ৪১৮ তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। নতুন রেকর্ড গড়া পাকিস্তানের পক্ষে যে অসম্ভব, সেটা আগেই জানা ছিল। তাই বলে চতুর্থ ইনিংসে ৮৯ রানে বিধ্বস্ত হবে পাকিস্তান।
১০০-এর আগেই অলআউট হওয়ায় ৩৬০ রানের পরাজয় দেখেছে পাকিস্তান। ১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কখনো জয় পায়নি সফরকারীরা। এটি টানা ১৫তম হার পাকিস্তানের।
রেকর্ড রান তাড়া করতে নেমে দলীয় ও ব্যক্তিগত ২ রানের সময় ড্রেসিংরুমে ফেরেন আবদুল্লাহ শফিক। শুরুর এই ধাক্কা পরে সামলাতে পারেননি পাকিস্তানের কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮৯ রানে অলআউট হন তাঁরা। পাঁচে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন সৌদ শাকিল। প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার ম্যাচে ৩টি করে উইকেট নেন দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
আর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেওয়ার পথে রেকর্ড গড়েছেন নাথান লায়ন। অজিদের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। কীর্তিটি তিনি যে গড়বেন পার্থ টেস্টে, তা প্রথম ইনিংস শেষেই বোঝা গিয়েছিল। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে ৪৯৯ উইকেটে ছিলেন। আজ ফাহিম আশরাফকে এলবিডব্লিউ করে কীর্তিটি গড়েন অফ স্পিনার।
এর আগে গত দিনের ২ উইকেটে ৮৪ রান নিয়ে দিন শুরু করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংস ৫ উইকেটে ২৩৩ রানে ঘোষণা করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই গত দিনের অপরাজিত ব্যাটার স্টিভেন স্মিথ ৪৫ রানে আউট হন খুররম শেহজাদের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। তবে আরেক অপরাজিত ব্যাটার উসমান খাজা সতীর্থদের সঙ্গে রান বাড়ানোর কাজটা ভালোভাবে চালিয়ে গেছেন। তবে ১০ রানের আক্ষেপ থেকে যাবে তাঁর। ৯০ রানে আউট হওয়ায় সেঞ্চুরি মিস করেছেন তিনি।
খাজার সেঞ্চুরির জন্য অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণাও দেরি হচ্ছিল। তাঁর আউটের পরেই ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকেরা। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৬৮ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন মিচেল মার্শ। ৪৫ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার খুররম। দুই ইনিংস মিলিয়ে ১৫৩ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অলরাউন্ডার মার্শ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫