রেকর্ডে ভাগ বসানো, রেকর্ড ভাঙা ও গড়া—ক্রীড়াঙ্গনে এসব নিত্যনৈমিত্তিক ঘটনা। কদিন আগে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করেছেন ত্যাগনারায়ণ চন্দরপল। তাতে শোয়েব মোহাম্মদ ও হানিফ মোহাম্মদের এক বিরল রেকর্ডে ভাগ বসিয়েছেন ত্যাগনারায়ণ। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন।
বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ছিল ত্যাগনারায়ণের তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্টেই তুলে নেন সাদা পোশাকের প্রথম সেঞ্চুরি। আর প্রথম সেঞ্চুরিকেই রূপ দিয়েছেন ডাবলে। ডাবল সেঞ্চুরিটাও এসেছে বেশ রাজকীয়ভাবে। ওয়েলিংটন মাসাকাদজাকে ছক্কা মেরে সাদা পোশাকে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। এই ডাবল সেঞ্চুরি করতে ত্যাগনারায়ণের লেগেছে ৪৬৫ বল। শেষ পর্যন্ত ৪৬৭ বলে ২০৭ রানের ম্যারাথন ইনিংস খেলে অপরাজিত থাকেন উইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। ত্যাগনারায়ণের বাবা শিবনারায়ণ চন্দরপল সাদা পোশাকে ২০৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। হানিফ ও শোয়েবের পর দ্বিতীয় জুটি হিসেবে টেস্টে বাবা-ছেলে দুজনেই ডাবল সেঞ্চুরির কীর্তি গড়ে চন্দরপল পরিবার।
ডাবল সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানো চন্দরপল পরিবারকে অভিনন্দন জানিয়েছেন শোয়েব। পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেন, ‘আমি খুশি যে চন্দরপল পরিবারের কারণে এই আলোচনা আবার প্রকাশ্যে এসেছে। এখন সবাই জানবে যে আরও এক জুটি এই রেকর্ড অর্জন করেছে। এই অনুভূতি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররাও অনুভব করছে। এই বিরল কীর্তিতে আমরা সবাই গর্বিত।’
শোয়েব ও হানিফ দুজনেই টেস্টে দুটি করে ডাবল সেঞ্চুরি করেছেন। হানিফ ডাবল সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আর শোয়েব করেছিলেন ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে শোয়েব বলেন, ‘আমি গর্বিত যে এই রেকর্ড আমরা বছরের পর বছর অক্ষুণ্ণ রেখেছি। যদিও সেটা ফলাও করে প্রচার করা হয়নি। সত্যি কথা বলতে, আমি এবং আমার বাবা দুইবার করে ডাবল সেঞ্চুরি করেছি।’
রেকর্ডে ভাগ বসানো, রেকর্ড ভাঙা ও গড়া—ক্রীড়াঙ্গনে এসব নিত্যনৈমিত্তিক ঘটনা। কদিন আগে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করেছেন ত্যাগনারায়ণ চন্দরপল। তাতে শোয়েব মোহাম্মদ ও হানিফ মোহাম্মদের এক বিরল রেকর্ডে ভাগ বসিয়েছেন ত্যাগনারায়ণ। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন।
বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ছিল ত্যাগনারায়ণের তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্টেই তুলে নেন সাদা পোশাকের প্রথম সেঞ্চুরি। আর প্রথম সেঞ্চুরিকেই রূপ দিয়েছেন ডাবলে। ডাবল সেঞ্চুরিটাও এসেছে বেশ রাজকীয়ভাবে। ওয়েলিংটন মাসাকাদজাকে ছক্কা মেরে সাদা পোশাকে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। এই ডাবল সেঞ্চুরি করতে ত্যাগনারায়ণের লেগেছে ৪৬৫ বল। শেষ পর্যন্ত ৪৬৭ বলে ২০৭ রানের ম্যারাথন ইনিংস খেলে অপরাজিত থাকেন উইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। ত্যাগনারায়ণের বাবা শিবনারায়ণ চন্দরপল সাদা পোশাকে ২০৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। হানিফ ও শোয়েবের পর দ্বিতীয় জুটি হিসেবে টেস্টে বাবা-ছেলে দুজনেই ডাবল সেঞ্চুরির কীর্তি গড়ে চন্দরপল পরিবার।
ডাবল সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানো চন্দরপল পরিবারকে অভিনন্দন জানিয়েছেন শোয়েব। পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেন, ‘আমি খুশি যে চন্দরপল পরিবারের কারণে এই আলোচনা আবার প্রকাশ্যে এসেছে। এখন সবাই জানবে যে আরও এক জুটি এই রেকর্ড অর্জন করেছে। এই অনুভূতি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররাও অনুভব করছে। এই বিরল কীর্তিতে আমরা সবাই গর্বিত।’
শোয়েব ও হানিফ দুজনেই টেস্টে দুটি করে ডাবল সেঞ্চুরি করেছেন। হানিফ ডাবল সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আর শোয়েব করেছিলেন ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে শোয়েব বলেন, ‘আমি গর্বিত যে এই রেকর্ড আমরা বছরের পর বছর অক্ষুণ্ণ রেখেছি। যদিও সেটা ফলাও করে প্রচার করা হয়নি। সত্যি কথা বলতে, আমি এবং আমার বাবা দুইবার করে ডাবল সেঞ্চুরি করেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫