অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম দুই টেস্টে অপরিবর্তিত দল নিয়েই খেলবে ইংল্যান্ড। আয়ারল্যান্ড বিপক্ষে একমাত্র টেস্টে সুযোগ পাওয়া ১৬ ক্রিকেটারের উপরেই আস্থা রাখছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আজ বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।
এতে লর্ডস টেস্টে অভিষেক হওয়া জশ টাং আরও দুটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন। সুযোগটা অবশ্য নিজেই তৈরি করে নিয়েছেন এই পেসার। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ৪টি পেয়েছেন। অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার সুযোগ থাকছে তাঁর। প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৩২ রান করায়।
সব মিলিয়ে টাংসহ ইংল্যান্ডের স্কোয়াডে পেস বোলার হচ্ছে ৭ জন। জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন চোটে লর্ডস টেস্টে খেলতে না পারলেও ধারণা করা হচ্ছে অ্যাশেজের প্রথম টেস্টে সুযোগ পাবেন তাঁরা। তাঁদের সঙ্গে সুযোগ পেতে পারেন দ্বিতীয় সন্তানের বাবা হওয়া এ টেস্ট খেলতে না পারা মার্ক উডও।
পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। আগামী ১৬ জুন সিরিজের প্রথমটি হবে এজবাস্টনে। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্য থাকবে ইংলিশদের। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল—
বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস, মার্ক উড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম দুই টেস্টে অপরিবর্তিত দল নিয়েই খেলবে ইংল্যান্ড। আয়ারল্যান্ড বিপক্ষে একমাত্র টেস্টে সুযোগ পাওয়া ১৬ ক্রিকেটারের উপরেই আস্থা রাখছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আজ বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।
এতে লর্ডস টেস্টে অভিষেক হওয়া জশ টাং আরও দুটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন। সুযোগটা অবশ্য নিজেই তৈরি করে নিয়েছেন এই পেসার। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ৪টি পেয়েছেন। অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার সুযোগ থাকছে তাঁর। প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৩২ রান করায়।
সব মিলিয়ে টাংসহ ইংল্যান্ডের স্কোয়াডে পেস বোলার হচ্ছে ৭ জন। জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন চোটে লর্ডস টেস্টে খেলতে না পারলেও ধারণা করা হচ্ছে অ্যাশেজের প্রথম টেস্টে সুযোগ পাবেন তাঁরা। তাঁদের সঙ্গে সুযোগ পেতে পারেন দ্বিতীয় সন্তানের বাবা হওয়া এ টেস্ট খেলতে না পারা মার্ক উডও।
পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। আগামী ১৬ জুন সিরিজের প্রথমটি হবে এজবাস্টনে। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্য থাকবে ইংলিশদের। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল—
বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস, মার্ক উড।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫