অঘটন আর ‘লো স্কোরিং থ্রিলারে’ আজ শুরু হলো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দিনের প্রথম ম্যাচেই অঘটন ঘটিয়েছে নামিবিয়া। গিলংয়ে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে তারা। অন্যদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচটা হয়েছে ‘লো স্কোরিং থ্রিলার’। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে নেদারল্যান্ডস।
এক নজরে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের খুঁটিনাটি
১। কততম টুর্নামেন্ট: অষ্টম। এর আগে সাত আসরে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পাকিস্তান হয়েছিল রানার্সআপ। ২০২১ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। রানার্সআপ নিউজিল্যান্ড।
সর্বোচ্চ দুইবার রানার্সআপ হয়েছে শ্রীলঙ্কা। একবার করে রানার্সআপ হয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
২। আয়োজক: এবারের বিশ্বকাপ হচ্ছে অস্ট্রেলিয়ায়। নবম দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত ও সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজিত হয়েছে।
৩। ভেন্যু: সাতটি ভেন্যুতে হচ্ছে এবারের বিশ্বকাপ। (১) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি), (২) সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি), (৩) অ্যাডিলেড ওভাল, (৪) বেলেরিভ ওভাল, হোবার্ট, (৫) পার্থ স্টেডিয়াম, (৬) জিএমএইচবিএ স্টেডিয়াম, গিলং ও (৭) গ্যাবা, ব্রিসবেন।
৪। অংশগ্রহণকারী দল: ১৬ দল খেলছে এবারের বিশ্বকাপে। প্রথম রাউন্ডে খেলবে ৮ দল আর সরাসরি মূলপর্বে খেলবে ৮ দল। প্রথম রাউন্ডে ৪টি করে দল খেলবে দুই ভাগে ভাগ হয়ে। গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।
সুপার টুয়েলভে ৬টি করে দল খেলবে দুই ভাগে ভাগ হয়ে। গ্রুপ-১ এ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে খেলবে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন ও 'বি' গ্রুপ রানার্সআপ। গ্রুপ ২-এ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে ‘এ’ গ্রুপ রানার্সআপ ও ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন।
৫। টুর্নামেন্টের ধরন: চার ধাপে হবে এবারের বিশ্বকাপ। প্রথম রাউন্ড, সুপার টুয়েলভ, সেমিফাইনাল এবং ফাইনাল। ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত হবে প্রথম রাউন্ড। ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ। ৬ নভেম্বর পর্যন্ত চলবে সুপার টুয়েলভ। ৯ ও ১০ নভেম্বর সিডনি ও অ্যাডিলেডে হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল। ১৩ নভেম্বর মেলবোর্নে হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
অঘটন আর ‘লো স্কোরিং থ্রিলারে’ আজ শুরু হলো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দিনের প্রথম ম্যাচেই অঘটন ঘটিয়েছে নামিবিয়া। গিলংয়ে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে তারা। অন্যদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচটা হয়েছে ‘লো স্কোরিং থ্রিলার’। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে নেদারল্যান্ডস।
এক নজরে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের খুঁটিনাটি
১। কততম টুর্নামেন্ট: অষ্টম। এর আগে সাত আসরে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পাকিস্তান হয়েছিল রানার্সআপ। ২০২১ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। রানার্সআপ নিউজিল্যান্ড।
সর্বোচ্চ দুইবার রানার্সআপ হয়েছে শ্রীলঙ্কা। একবার করে রানার্সআপ হয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
২। আয়োজক: এবারের বিশ্বকাপ হচ্ছে অস্ট্রেলিয়ায়। নবম দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত ও সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজিত হয়েছে।
৩। ভেন্যু: সাতটি ভেন্যুতে হচ্ছে এবারের বিশ্বকাপ। (১) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি), (২) সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি), (৩) অ্যাডিলেড ওভাল, (৪) বেলেরিভ ওভাল, হোবার্ট, (৫) পার্থ স্টেডিয়াম, (৬) জিএমএইচবিএ স্টেডিয়াম, গিলং ও (৭) গ্যাবা, ব্রিসবেন।
৪। অংশগ্রহণকারী দল: ১৬ দল খেলছে এবারের বিশ্বকাপে। প্রথম রাউন্ডে খেলবে ৮ দল আর সরাসরি মূলপর্বে খেলবে ৮ দল। প্রথম রাউন্ডে ৪টি করে দল খেলবে দুই ভাগে ভাগ হয়ে। গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।
সুপার টুয়েলভে ৬টি করে দল খেলবে দুই ভাগে ভাগ হয়ে। গ্রুপ-১ এ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে খেলবে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন ও 'বি' গ্রুপ রানার্সআপ। গ্রুপ ২-এ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে ‘এ’ গ্রুপ রানার্সআপ ও ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন।
৫। টুর্নামেন্টের ধরন: চার ধাপে হবে এবারের বিশ্বকাপ। প্রথম রাউন্ড, সুপার টুয়েলভ, সেমিফাইনাল এবং ফাইনাল। ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত হবে প্রথম রাউন্ড। ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ। ৬ নভেম্বর পর্যন্ত চলবে সুপার টুয়েলভ। ৯ ও ১০ নভেম্বর সিডনি ও অ্যাডিলেডে হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল। ১৩ নভেম্বর মেলবোর্নে হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫