নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্যালারির প্রাণ দর্শক। বঙ্গবন্ধু বিপিএলের রবিন লিগ রাউন্ড হয়েছে দর্শক উপস্থিতি ছাড়াই। প্লে-অফ পর্ব থেকে গ্যালারিতে ফিরতে শুরু করেন দর্শক। তবে সাধারণ দর্শক নন তাঁরা। নির্দিষ্ট কিছু দর্শককে গ্যালারিতে বসে খেলার দেখার সুযাগ করে দিয়েছিল বিসিবি। ফাইনালের টিকিটও তাঁদের নাগালের বাইরে থাকার কথা ছিল। কিন্তু কালোবাজার থেকে চড়া মূল্যে টিকিট সংগ্রহ করেন তারা।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের টিকিট অবশ্য সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ-আফগানিস্তানের দুই সিরিজ মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। তবে কী পরিমাণ দর্শক উপস্থিতি থাকবে গ্যালারিতে তা এখনো নিশ্চিত করতে পারেনি বিসিবি। তবে বোর্ডের আশা স্টেডিয়াম ৫০ শতাংশ পূর্ণ করার।
দেশের মাটিতে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক সিরিজ হয়েছিল দর্শক উপস্থিতিতে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল সরকার। এরপর দেশজুড়ে অমিক্রন ছড়িয়ে পড়ায় জনসমাগম নিষিদ্ধ করে সরকার। এ কারণে দর্শক ছাড়াই মাঠে গড়ায় বঙ্গবন্ধু বিপিএল।
বিপিএলের কোয়ালিফায়ার ম্যাচে দর্শক প্রবেশের সুযোগ থাকলেও টিকিট পায় শুধু ফ্র্যাঞ্চাইজিগুলো। সাধারণ দর্শকেরা টিকিট না পেয়ে হাত বাড়ায় কালোবাজারিতে। এবার সেই ঝামেলা পোহাতে হবে সাধারণ দর্শকদের। নির্ধারিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন তাঁরা। তবে সেটা কোন প্রক্রিয়ায় হবে সেটা এখনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড।
এ নিয়ে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগান সিরিজের টাইটেল স্পনসরের নাম ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু বলেছেন, ‘আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম, তাতে (বিপিএলের ফাইনালে) ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। (আফগানিস্তান সিরিজে কী হবে) এ ব্যাপারে কথাবার্তা চলছে।’
বোর্ড পরিচালকের আশা, স্টেডিয়ামের ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ দর্শককে মাঠে বসানোর সুযোগ তৈরি করতে পারবেন তাঁরা। টিটু বলেছেন, ‘আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে। সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি, তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে, এ রকম একটা আলোচনা হয়েছে। তারপরও চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কি না।’
গ্যালারির প্রাণ দর্শক। বঙ্গবন্ধু বিপিএলের রবিন লিগ রাউন্ড হয়েছে দর্শক উপস্থিতি ছাড়াই। প্লে-অফ পর্ব থেকে গ্যালারিতে ফিরতে শুরু করেন দর্শক। তবে সাধারণ দর্শক নন তাঁরা। নির্দিষ্ট কিছু দর্শককে গ্যালারিতে বসে খেলার দেখার সুযাগ করে দিয়েছিল বিসিবি। ফাইনালের টিকিটও তাঁদের নাগালের বাইরে থাকার কথা ছিল। কিন্তু কালোবাজার থেকে চড়া মূল্যে টিকিট সংগ্রহ করেন তারা।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের টিকিট অবশ্য সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ-আফগানিস্তানের দুই সিরিজ মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। তবে কী পরিমাণ দর্শক উপস্থিতি থাকবে গ্যালারিতে তা এখনো নিশ্চিত করতে পারেনি বিসিবি। তবে বোর্ডের আশা স্টেডিয়াম ৫০ শতাংশ পূর্ণ করার।
দেশের মাটিতে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক সিরিজ হয়েছিল দর্শক উপস্থিতিতে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল সরকার। এরপর দেশজুড়ে অমিক্রন ছড়িয়ে পড়ায় জনসমাগম নিষিদ্ধ করে সরকার। এ কারণে দর্শক ছাড়াই মাঠে গড়ায় বঙ্গবন্ধু বিপিএল।
বিপিএলের কোয়ালিফায়ার ম্যাচে দর্শক প্রবেশের সুযোগ থাকলেও টিকিট পায় শুধু ফ্র্যাঞ্চাইজিগুলো। সাধারণ দর্শকেরা টিকিট না পেয়ে হাত বাড়ায় কালোবাজারিতে। এবার সেই ঝামেলা পোহাতে হবে সাধারণ দর্শকদের। নির্ধারিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন তাঁরা। তবে সেটা কোন প্রক্রিয়ায় হবে সেটা এখনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড।
এ নিয়ে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগান সিরিজের টাইটেল স্পনসরের নাম ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু বলেছেন, ‘আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম, তাতে (বিপিএলের ফাইনালে) ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। (আফগানিস্তান সিরিজে কী হবে) এ ব্যাপারে কথাবার্তা চলছে।’
বোর্ড পরিচালকের আশা, স্টেডিয়ামের ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ দর্শককে মাঠে বসানোর সুযোগ তৈরি করতে পারবেন তাঁরা। টিটু বলেছেন, ‘আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে। সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি, তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে, এ রকম একটা আলোচনা হয়েছে। তারপরও চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কি না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫