নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেলে কুশল মেন্ডিসের জ্বলে ওঠা যেন অবধারিত। এর আগে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই করেছেন ফিফটি। আজ দলের বিপর্যয় সামলে অসাধারণ ব্যাটিংয়ে ষষ্ঠ ম্যাচেও তুলে নিয়েছেন দুর্দান্ত এক ফিফটি। তাঁকে সঙ্গ দিয়ে সাদিরা সামারাবিক্রমাও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষ দিকে চরিত আসালাঙ্কা চালিয়েছেন তাণ্ডব। যার কল্যাণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২০৭ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ স্কোরের তালিকায় লঙ্কানদের আজকের ২০৬ রানের ইনিংসটি জায়গা করেছে দুইয়ে। এই মাঠে ২০০ পেরোনো ইনিংসই আছে ২ টি। ২০১৮ সালে করা ২১০ রানের সর্বোচ্চ ইনিংসটিও ছিল লঙ্কানদের।
আজ জিততে হলে সিলেটের মাঠে রেকর্ডই গড়তে হবে বাংলাদেশ দলকে। গত বছর এই মাঠে আফগানিস্তানের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। সেটি ছিল সেখানে সর্বোচ্চ রান তাড়া।
তার আগে নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে টস জেতেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। সবুজ উইকেটে আগে বোলিংটা ভালো হবে চিন্তা করেই এমন সিদ্ধান্ত হয়তো। প্রথম ওভারে দ্বিতীয় বলে আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে শরীফুল ইসলাম যেন ইঙ্গিত দিয়েছেন অধিনায়কের সিদ্ধান্ত যথার্থই!
ইনিংসের প্রথম বলেই দারুণ একটি চারের বাউন্ডারি মারেন আভিষ্কা। পরের বলেই উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পঞ্চম ওভারে কামিন্দু মেন্ডিসকে ফেরান তাসকিন আহমেদ। দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। দুটি ছক্কা ও একটি চারে ১৪ বলে ১৯ রানে শর্ট মিডউইকেটে ক্যাচ দেন সৌম্য সরকারকে। ৩৭ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা।
দ্বিতীয় উইকেটে মূলত গতিপথ বদলে দেন ওপেনার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। তৃতীয় উইকেটে ৪৭ বলে ৯৬ রানের দারুণ এক জুটি গড়েছেন দুজনে। ১৫ তম ওভারে রিশাদ হোসেন কুশলকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন। ততক্ষণে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১৩৩ রান। ৩টি ছক্কা ও ৬টি চারে ৩৬ বলে ৫৯ রান আসে তাঁর ব্যাট থেকে।
চতুর্থ উইকেটে একসঙ্গে ঝড় তোলেন চরতি আসালাঙ্কা ও সামারাবিক্রমা। ৩৩ বলে ৭৩ রান যোগ করেছেন জুটিতে। সামারাবিক্রমা ৮টি চার ও একটি ছক্কায় ৪৮ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। ২১ বলে ২০৯.৫২ স্ট্রাইকরেটে ৪৪ রান করেছে আসালাঙ্কা। ইনিংসে ছিল ৬টি ছক্কা। আর শ্রীলঙ্কা পায় ৩ উইকেটে ২০৬ রান। বাংলাদেশের হয়ে ৩২ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন রিশাদ।
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেলে কুশল মেন্ডিসের জ্বলে ওঠা যেন অবধারিত। এর আগে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই করেছেন ফিফটি। আজ দলের বিপর্যয় সামলে অসাধারণ ব্যাটিংয়ে ষষ্ঠ ম্যাচেও তুলে নিয়েছেন দুর্দান্ত এক ফিফটি। তাঁকে সঙ্গ দিয়ে সাদিরা সামারাবিক্রমাও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষ দিকে চরিত আসালাঙ্কা চালিয়েছেন তাণ্ডব। যার কল্যাণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২০৭ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ স্কোরের তালিকায় লঙ্কানদের আজকের ২০৬ রানের ইনিংসটি জায়গা করেছে দুইয়ে। এই মাঠে ২০০ পেরোনো ইনিংসই আছে ২ টি। ২০১৮ সালে করা ২১০ রানের সর্বোচ্চ ইনিংসটিও ছিল লঙ্কানদের।
আজ জিততে হলে সিলেটের মাঠে রেকর্ডই গড়তে হবে বাংলাদেশ দলকে। গত বছর এই মাঠে আফগানিস্তানের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। সেটি ছিল সেখানে সর্বোচ্চ রান তাড়া।
তার আগে নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে টস জেতেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। সবুজ উইকেটে আগে বোলিংটা ভালো হবে চিন্তা করেই এমন সিদ্ধান্ত হয়তো। প্রথম ওভারে দ্বিতীয় বলে আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে শরীফুল ইসলাম যেন ইঙ্গিত দিয়েছেন অধিনায়কের সিদ্ধান্ত যথার্থই!
ইনিংসের প্রথম বলেই দারুণ একটি চারের বাউন্ডারি মারেন আভিষ্কা। পরের বলেই উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পঞ্চম ওভারে কামিন্দু মেন্ডিসকে ফেরান তাসকিন আহমেদ। দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। দুটি ছক্কা ও একটি চারে ১৪ বলে ১৯ রানে শর্ট মিডউইকেটে ক্যাচ দেন সৌম্য সরকারকে। ৩৭ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা।
দ্বিতীয় উইকেটে মূলত গতিপথ বদলে দেন ওপেনার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। তৃতীয় উইকেটে ৪৭ বলে ৯৬ রানের দারুণ এক জুটি গড়েছেন দুজনে। ১৫ তম ওভারে রিশাদ হোসেন কুশলকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন। ততক্ষণে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১৩৩ রান। ৩টি ছক্কা ও ৬টি চারে ৩৬ বলে ৫৯ রান আসে তাঁর ব্যাট থেকে।
চতুর্থ উইকেটে একসঙ্গে ঝড় তোলেন চরতি আসালাঙ্কা ও সামারাবিক্রমা। ৩৩ বলে ৭৩ রান যোগ করেছেন জুটিতে। সামারাবিক্রমা ৮টি চার ও একটি ছক্কায় ৪৮ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। ২১ বলে ২০৯.৫২ স্ট্রাইকরেটে ৪৪ রান করেছে আসালাঙ্কা। ইনিংসে ছিল ৬টি ছক্কা। আর শ্রীলঙ্কা পায় ৩ উইকেটে ২০৬ রান। বাংলাদেশের হয়ে ৩২ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন রিশাদ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫