ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ রিজার্ভ ডেতে যেতেই ক্রিকইনফো মজা করে একটা পোস্ট দিয়েছিল। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট তখন লিখেছিল, ‘ভারতের টানা তিন ম্যাচ।’ সত্যিই তো তাই। সবকিছু ঠিকঠাক থাকলে আজই যে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে ভারতকে।
কলম্বোর প্রেমাদাসায় গত পরশু শুরু হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম দিনই বিরাট কোহলিকে ব্যাটিংয়ে নামতে হয়েছে। তারপর গতকাল রিজার্ভ ডেতে ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাটিং করেছেন তিনি। ৯৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচ-সেরা। টানা দুই দিন খেললেও ভারতের যে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। একই মাঠে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ভারতের প্রতিপক্ষ টানা ১৩ ওয়ানডে জয়ী শ্রীলঙ্কা, যেখানে ১৩ ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করেছে লঙ্কানরা।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টানা দুই দিন খেলে স্বাভাবিকভাবেই ভারতীয় খেলোয়াড়েরা ক্লান্ত। কোহলির কথায়ও এসেছে টানা তিন দিন খেলার প্রসঙ্গ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল একটু মজা করেই ভারতীয় এই ব্যাটার বলেছেন, ‘চিন্তা করছিলাম যে আগামীকাল (আজ) তিনটায় আমাকে খেলতে হবে। ভাগ্য ভালো যে আমরা টেস্ট খেলোয়াড়। ১০০-এর বেশি টেস্ট আমি খেলে ফেলেছি। কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা আমার জানা। নভেম্বরে ৩৫ বছর হবে আমার। সুস্থতার ব্যাপারেও তো আমাকে ভাবতে হবে (হাসি)।’
পাকিস্তানের বিপক্ষে ইনিংসটি ছিল গতকাল কোহলির ৪৭তম ওয়ানডে সেঞ্চুরি। ওয়ানডেতে দ্রুততম ১৩ হাজার রান করার রেকর্ডও করেন তিনি। ১৩ হাজার রান করতে ২৬৭ ইনিংস লেগেছে ভারতীয় এই ব্যাটারের। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকারের লেগেছিল ৩২১ ইনিংস।
ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ রিজার্ভ ডেতে যেতেই ক্রিকইনফো মজা করে একটা পোস্ট দিয়েছিল। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট তখন লিখেছিল, ‘ভারতের টানা তিন ম্যাচ।’ সত্যিই তো তাই। সবকিছু ঠিকঠাক থাকলে আজই যে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে ভারতকে।
কলম্বোর প্রেমাদাসায় গত পরশু শুরু হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম দিনই বিরাট কোহলিকে ব্যাটিংয়ে নামতে হয়েছে। তারপর গতকাল রিজার্ভ ডেতে ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাটিং করেছেন তিনি। ৯৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচ-সেরা। টানা দুই দিন খেললেও ভারতের যে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। একই মাঠে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ভারতের প্রতিপক্ষ টানা ১৩ ওয়ানডে জয়ী শ্রীলঙ্কা, যেখানে ১৩ ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করেছে লঙ্কানরা।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টানা দুই দিন খেলে স্বাভাবিকভাবেই ভারতীয় খেলোয়াড়েরা ক্লান্ত। কোহলির কথায়ও এসেছে টানা তিন দিন খেলার প্রসঙ্গ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল একটু মজা করেই ভারতীয় এই ব্যাটার বলেছেন, ‘চিন্তা করছিলাম যে আগামীকাল (আজ) তিনটায় আমাকে খেলতে হবে। ভাগ্য ভালো যে আমরা টেস্ট খেলোয়াড়। ১০০-এর বেশি টেস্ট আমি খেলে ফেলেছি। কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা আমার জানা। নভেম্বরে ৩৫ বছর হবে আমার। সুস্থতার ব্যাপারেও তো আমাকে ভাবতে হবে (হাসি)।’
পাকিস্তানের বিপক্ষে ইনিংসটি ছিল গতকাল কোহলির ৪৭তম ওয়ানডে সেঞ্চুরি। ওয়ানডেতে দ্রুততম ১৩ হাজার রান করার রেকর্ডও করেন তিনি। ১৩ হাজার রান করতে ২৬৭ ইনিংস লেগেছে ভারতীয় এই ব্যাটারের। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকারের লেগেছিল ৩২১ ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫