লর্ডসে দ্বিতীয় টেস্টে চোটে পড়ার পরই নাথান লায়নকে নিয়ে শঙ্কার শুরু। এই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। শেষ পর্যন্ত অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই স্পিনার।
লায়নের ছিটকে যাওয়ার কথা আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ডান পায়ের মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় সিরিজের শেষ তিন টেস্টে খেলা হচ্ছে না তাঁর। গতকাল টেস্টের পঞ্চম দিনই মেডিকাল স্টাফদের সঙ্গে দেখা করেন লায়ন। অ্যাশেজের বাকি অংশে খেলতে পারবেন কি পারবেন না তা-ই জানতে চেয়েছিলেন তিনি। শেষ তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার এই স্পিনারের বিকল্প হিসেবে কাউকে এখন পর্যন্ত নেওয়া হয়নি। টেস্টের শেষ দিনে লায়নের বিকল্প হিসেবে ফিল্ডিং করা ম্যাট রেনশকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে অস্ট্রেলিয়া এখন ১৬ জনের দল হয়ে গেছে। তবে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে থাকছেন রেনশ।
লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই টানা ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়েছেন নাথান লায়ন। এই টেস্টের দ্বিতীয় দিন চোটে পড়েন লায়ন। ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে টান পেয়েছেন তিনি। চোট এতটাই বেশি যে তৎক্ষণাৎ মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। তৃতীয় দিনেও খেলতে নামা হয়নি তাঁর। গত পরশু চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ার পর লায়ন ব্যাটিংয়ে নেমেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পায়ের চোট যে সারেনি, তা তাঁর (লায়ন) হাঁটার ধরনেই বোঝা গেছে। আর দ্বিতীয় ইনিংসে বোলিং, ফিল্ডিং কিছুই করতে পারেননি তিনি।
লায়ন ছিটকে যাওয়ায় টড মার্ফির একাদশে সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে টেস্টে অভিষেক হয় মার্ফির। ২.৫৬ ইকোনমি ও ২৫.২১ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। হেডিংলিতে বৃহস্পতিবার শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ১৯ ও ২৭ জুলাই হবে চতুর্থ ও পঞ্চম টেস্ট। শেষ দুই টেস্টের ভেন্যু ম্যানচেস্টার ও লন্ডনের ওভাল।
লর্ডসে দ্বিতীয় টেস্টে চোটে পড়ার পরই নাথান লায়নকে নিয়ে শঙ্কার শুরু। এই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। শেষ পর্যন্ত অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই স্পিনার।
লায়নের ছিটকে যাওয়ার কথা আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ডান পায়ের মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় সিরিজের শেষ তিন টেস্টে খেলা হচ্ছে না তাঁর। গতকাল টেস্টের পঞ্চম দিনই মেডিকাল স্টাফদের সঙ্গে দেখা করেন লায়ন। অ্যাশেজের বাকি অংশে খেলতে পারবেন কি পারবেন না তা-ই জানতে চেয়েছিলেন তিনি। শেষ তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার এই স্পিনারের বিকল্প হিসেবে কাউকে এখন পর্যন্ত নেওয়া হয়নি। টেস্টের শেষ দিনে লায়নের বিকল্প হিসেবে ফিল্ডিং করা ম্যাট রেনশকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে অস্ট্রেলিয়া এখন ১৬ জনের দল হয়ে গেছে। তবে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে থাকছেন রেনশ।
লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই টানা ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়েছেন নাথান লায়ন। এই টেস্টের দ্বিতীয় দিন চোটে পড়েন লায়ন। ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে টান পেয়েছেন তিনি। চোট এতটাই বেশি যে তৎক্ষণাৎ মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। তৃতীয় দিনেও খেলতে নামা হয়নি তাঁর। গত পরশু চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ার পর লায়ন ব্যাটিংয়ে নেমেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পায়ের চোট যে সারেনি, তা তাঁর (লায়ন) হাঁটার ধরনেই বোঝা গেছে। আর দ্বিতীয় ইনিংসে বোলিং, ফিল্ডিং কিছুই করতে পারেননি তিনি।
লায়ন ছিটকে যাওয়ায় টড মার্ফির একাদশে সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে টেস্টে অভিষেক হয় মার্ফির। ২.৫৬ ইকোনমি ও ২৫.২১ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। হেডিংলিতে বৃহস্পতিবার শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ১৯ ও ২৭ জুলাই হবে চতুর্থ ও পঞ্চম টেস্ট। শেষ দুই টেস্টের ভেন্যু ম্যানচেস্টার ও লন্ডনের ওভাল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫