ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান মুখোমুখি না হলেও তাদের মধ্যে ‘ভার্চুয়াল লড়াই’ তো চলেই। সামাজিক মাধ্যমে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা একে অপরকে নিয়ে বিদ্রুপ করেন প্রায়ই। এবার রাচীন রবীন্দ্রর দুর্ঘটনা নিয়ে যখন পাকিস্তান সমালোচনার মুখে, তখন কঠোর জবাব দিলেন পাকিস্তানের সালমান বাট।
লাহোরে এ সপ্তাহের শনিবার ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। পাকিস্তানের খুশদিল শাহর ক্যাচ ধরতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মাথা ফেটে অঝোরে রক্ত ঝরতে থাকে রাচীনের। এমন ঘটনায় সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এই মর্মে যে পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফি সরিয়ে নেওয়া উচিত। ঠিক তার পরের দিন (রোববার) কটকের বরাবাতি স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়।
ক্রিকেট বিশ্বের এই দুই আলোচিত ঘটনা নিয়ে যখন চলছে ভারত-পাকিস্তানের ভক্ত-সমর্থকদের তর্কযুদ্ধ, তাতে শামিল হয়েছেন বাট। স্থানীয় এক সংবাদ মাধ্যমে পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘কোনো একটা টুর্নামেন্টের আগে এমনটা বলা হয় যে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। কারণ, স্টেডিয়াম প্রস্তুত না। আমি কাউকে জিজ্ঞেস করতে চাই, বরাবাতি স্টেডিয়ামে যা হয়েছিল সেটা নিয়ে আপনারা কী বলবেন? কারণ, এটা তো প্রতিষ্ঠিত স্টেডিয়াম। আমি তাই বলছি যে এমনটা হতেই পারে। এগুলো বড় কোনো ঘটনা না। রাচীনের মাথা ফাটার ঘটনার মানে এটা নয় যে পিসিবিকে এর জন্য দায়ী করা হবে।’
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এলইডি লাইটের কারণেই রাচীন দুর্ঘটনার শিকার হয়েছেন বলে এক আলোচনায় রশিদ লতিফ উল্লেখ করেছিলেন। বাট সরাসরি রশিদের দিকে অভিযোগের আঙুল না তুললেও আকার-ইঙ্গিতে তেমন কিছুই বোঝাতে চেয়েছেন। এলইডি বাতির প্রসঙ্গে বলেছেন, ‘তারা যেটা বুঝতে চায় না সেটা জোর করে বোঝানোর কোনো মানে নেই। এটা অপ্রাসঙ্গিক। কিছু এলইডি বাতি তৈরি করা হয়েছিল। এগুলো ঠিক আছে। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা যখন ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির কাছাকাছি বল ছক্কা মারল, তখন কি বাতি কাজ করেনি?’
রাচীনের ক্যাচ মিসের কারণটা অনুমান করতে পেরেছেন বাট। পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘৭০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা এক ক্রিকেটার ক্যাচ ধরতে পারেনি কারণ সে বলের অবস্থান বুঝতে পারেনি। সে দারুণ ফিল্ডার। সম্ভবত তার পা হড়কে গিয়েছিল এবং সে আহত হয়েছে।’
দুর্ঘটনার শিকার রাচীনের প্রথম দফায় মাথার চোটের বিশেষ পরীক্ষা ‘হেড ইঞ্জুরি অ্যাসেসমেন্ট’ করা হয়েছে এবং এই প্রক্রিয়ার অধীনে তাঁকে দেখাশোনা করা হবে বলে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে। লাহোরে গতকাল ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে রাচীনকে নেয়নি নিউজিল্যান্ড। কিউই এই বাঁহাতি ব্যাটারের পরিবর্তে এসেছেন ডেভন কনওয়ে।
পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে দুই দলকে তুড়ি মেরে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। করাচিতে আগামীকাল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি তাই অলিখিত সেমিফাইনাল। এই ম্যাচের জয়ী দল শুক্রবার ফাইনালে কিউইদের মুখোমুখি হবে।
আরও পড়ুন:
ভারত-পাকিস্তান মুখোমুখি না হলেও তাদের মধ্যে ‘ভার্চুয়াল লড়াই’ তো চলেই। সামাজিক মাধ্যমে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা একে অপরকে নিয়ে বিদ্রুপ করেন প্রায়ই। এবার রাচীন রবীন্দ্রর দুর্ঘটনা নিয়ে যখন পাকিস্তান সমালোচনার মুখে, তখন কঠোর জবাব দিলেন পাকিস্তানের সালমান বাট।
লাহোরে এ সপ্তাহের শনিবার ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। পাকিস্তানের খুশদিল শাহর ক্যাচ ধরতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মাথা ফেটে অঝোরে রক্ত ঝরতে থাকে রাচীনের। এমন ঘটনায় সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এই মর্মে যে পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফি সরিয়ে নেওয়া উচিত। ঠিক তার পরের দিন (রোববার) কটকের বরাবাতি স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়।
ক্রিকেট বিশ্বের এই দুই আলোচিত ঘটনা নিয়ে যখন চলছে ভারত-পাকিস্তানের ভক্ত-সমর্থকদের তর্কযুদ্ধ, তাতে শামিল হয়েছেন বাট। স্থানীয় এক সংবাদ মাধ্যমে পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘কোনো একটা টুর্নামেন্টের আগে এমনটা বলা হয় যে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। কারণ, স্টেডিয়াম প্রস্তুত না। আমি কাউকে জিজ্ঞেস করতে চাই, বরাবাতি স্টেডিয়ামে যা হয়েছিল সেটা নিয়ে আপনারা কী বলবেন? কারণ, এটা তো প্রতিষ্ঠিত স্টেডিয়াম। আমি তাই বলছি যে এমনটা হতেই পারে। এগুলো বড় কোনো ঘটনা না। রাচীনের মাথা ফাটার ঘটনার মানে এটা নয় যে পিসিবিকে এর জন্য দায়ী করা হবে।’
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এলইডি লাইটের কারণেই রাচীন দুর্ঘটনার শিকার হয়েছেন বলে এক আলোচনায় রশিদ লতিফ উল্লেখ করেছিলেন। বাট সরাসরি রশিদের দিকে অভিযোগের আঙুল না তুললেও আকার-ইঙ্গিতে তেমন কিছুই বোঝাতে চেয়েছেন। এলইডি বাতির প্রসঙ্গে বলেছেন, ‘তারা যেটা বুঝতে চায় না সেটা জোর করে বোঝানোর কোনো মানে নেই। এটা অপ্রাসঙ্গিক। কিছু এলইডি বাতি তৈরি করা হয়েছিল। এগুলো ঠিক আছে। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা যখন ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির কাছাকাছি বল ছক্কা মারল, তখন কি বাতি কাজ করেনি?’
রাচীনের ক্যাচ মিসের কারণটা অনুমান করতে পেরেছেন বাট। পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘৭০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা এক ক্রিকেটার ক্যাচ ধরতে পারেনি কারণ সে বলের অবস্থান বুঝতে পারেনি। সে দারুণ ফিল্ডার। সম্ভবত তার পা হড়কে গিয়েছিল এবং সে আহত হয়েছে।’
দুর্ঘটনার শিকার রাচীনের প্রথম দফায় মাথার চোটের বিশেষ পরীক্ষা ‘হেড ইঞ্জুরি অ্যাসেসমেন্ট’ করা হয়েছে এবং এই প্রক্রিয়ার অধীনে তাঁকে দেখাশোনা করা হবে বলে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে। লাহোরে গতকাল ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে রাচীনকে নেয়নি নিউজিল্যান্ড। কিউই এই বাঁহাতি ব্যাটারের পরিবর্তে এসেছেন ডেভন কনওয়ে।
পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে দুই দলকে তুড়ি মেরে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। করাচিতে আগামীকাল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি তাই অলিখিত সেমিফাইনাল। এই ম্যাচের জয়ী দল শুক্রবার ফাইনালে কিউইদের মুখোমুখি হবে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে