চোটের কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না ক্রেইগ আরভিন। এবার যখন ফিরলেন তখন দলের অধিনায়ক হয়েই ফিরলেন স্পিন অলরাউন্ডার। শ্রীলঙ্কা সফরে তাঁর নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে।
চোট কাটিয়ে আরভিন ফিরলেও শ্রীলঙ্কা সফরে শন উইলিয়ামসকে পাচ্ছে না জিম্বাবুয়ে। চোটের কারণেই অভিজ্ঞ এই অলরাউন্ডারকে পাচ্ছে না তারা। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পান ৩৭ বছর বয়সী তারকা।
অন্যদিকে প্রথমবারের মতো জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন তাপিওয়া মুফুদজা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কারই পেয়েছেন ৩৩ বছর বয়সী অফ স্পিনার। ১৮ উইকেট নিয়ে সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট প্রো ফিফটি চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তাঁর সঙ্গে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন ফারাজ আকরাম। ইতিমধ্যে অবশ্য জিম্বাবুয়ের হয়ে ৪ টি-টোয়েন্টি খেলেছেন পেস বোলিং অলরাউন্ডার। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও নামার সুযোগ পাননি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ জানুয়ারি। এটা শেষেই সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজ শুরু হবে ১৪ জানুয়ারিতে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড—
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, তাকুদজাওয়ানাশে কাইতানো, তিনাশে কামুনহুকামুয়ি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিওয়া মুফুদজা, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, শুম্বা মিল্টন।
শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকামুয়ি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মাম্বা, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলি নদলোভু, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।
চোটের কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না ক্রেইগ আরভিন। এবার যখন ফিরলেন তখন দলের অধিনায়ক হয়েই ফিরলেন স্পিন অলরাউন্ডার। শ্রীলঙ্কা সফরে তাঁর নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে।
চোট কাটিয়ে আরভিন ফিরলেও শ্রীলঙ্কা সফরে শন উইলিয়ামসকে পাচ্ছে না জিম্বাবুয়ে। চোটের কারণেই অভিজ্ঞ এই অলরাউন্ডারকে পাচ্ছে না তারা। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পান ৩৭ বছর বয়সী তারকা।
অন্যদিকে প্রথমবারের মতো জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন তাপিওয়া মুফুদজা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কারই পেয়েছেন ৩৩ বছর বয়সী অফ স্পিনার। ১৮ উইকেট নিয়ে সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট প্রো ফিফটি চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তাঁর সঙ্গে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন ফারাজ আকরাম। ইতিমধ্যে অবশ্য জিম্বাবুয়ের হয়ে ৪ টি-টোয়েন্টি খেলেছেন পেস বোলিং অলরাউন্ডার। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও নামার সুযোগ পাননি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ জানুয়ারি। এটা শেষেই সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজ শুরু হবে ১৪ জানুয়ারিতে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড—
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, তাকুদজাওয়ানাশে কাইতানো, তিনাশে কামুনহুকামুয়ি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিওয়া মুফুদজা, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, শুম্বা মিল্টন।
শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকামুয়ি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মাম্বা, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলি নদলোভু, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫