ক্রীড়া ডেস্ক
মাঠের লড়াই যতটা, তার চেয়ে বেশি বাইরের ঘটনায় ভারত-পাকিস্তানকে নিয়ে হয় আলাপ-আলোচনা। প্রায়ই নানা কারণে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এমনকি ভারতের বিপক্ষে পাকিস্তান না খেলেও কোনো না কোনোভাবে লাইমলাইটে চলে আসে। ওল্ড ট্রাফোর্ডে কদিন আগে শেষ হওয়া ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে ঘটেছে এমন ঘটনা।
ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে পাকিস্তানি দর্শকের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ফরিদ খান নামে বিখ্যাত পাকিস্তানি এক সাংবাদিক নিজের এক্স হ্যান্ডলে পরশু রাতে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, ফারুক নাজার নামে এক ব্যক্তি গ্যালারিতে পাকিস্তানের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের জার্সি পরে বসে খেলা দেখছেন। এমন সময় তাঁর জার্সি ঢেকে ফেলতে মাঠে উপস্থিত নিরাপত্তাকর্মীরা জোরাজুরি করতে থাকেন। ভাইরাল এই ঘটনার ভিডিও উসমান খাজা নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন। খাজা ক্যাপশন দিয়েছেন, ‘এটা তো ঠিক হতে পারে না।’ অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বাক্যের পরে প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিয়ে মেনশন দিয়েছেন ল্যাঙ্কাশায়ার ক্রিকেটকে।
গ্যালারিতে ফারুক প্রথমে এক গ্রাউন্ডস্টাফের পরিচয় জানতে চেয়েছিলেন। গ্রাউন্ডস্টাফ উত্তরে বলেছিলেন, ‘আমার নাম প্রেম সিং। ল্যাঙ্কাশায়ারের হয়ে কাজ করি।’ লিখিত আকারে জার্সি ঢেকে ফেলার নির্দেশ তাঁর সামনে পেশ করা গেলে তাতে রাজি বলে জানিয়েছিলেন ফারুক। পাকিস্তানি দর্শকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে আরও অনেক নিরাপত্তাকর্মী সেখানে জড়ো হয়েছিলেন। ফারুকও নিজের পক্ষে যুক্তি দেখিয়ে যাচ্ছিলেন। পাকিস্তানি জার্সি পরেই খেলা দেখতে পেরেছেন সেই দর্শক।
দর্শকের সঙ্গে পুলিশের ঘটনা কবেকার, তা অবশ্য জানা যায়নি। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের বর্তমান নিয়ম অনুযায়ী, ভারত-ইংল্যান্ড সংশ্লিষ্ট জার্সি পরে মাঠে বসে খেলা দেখা যাবে। পতাকা, ব্যানার সবই এই দুই দলেরই হতে হবে। এর ব্যত্যয় হলে কোনো দর্শককে মাঠে ঢুকতে দেওয়া হবে না। ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট ড্র হয়েছে ওয়াশিংটন সুন্দর-রবীন্দ্র জাদেজার বীরত্বপূর্ণ সেঞ্চুরিতে। যেখানে জাদেজা করেছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটা ছিল সুন্দরের প্রথম সেঞ্চুরি।
জাদেজা-সুন্দরের পাশাপাশি ভারতীয় অধিনায়ক শুবমান গিলও এই টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। টেস্টে এটা গিলের নবম সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভারে ৪ উইকেটে ভারত ৪২৫ রান করেছে। যেখানে সফরকারীদের লিড ১১৪ রানের। জাদেজা-সুন্দরের সেঞ্চুরির পরই ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
ভারত-ইংল্যান্ড টেস্টে পাকিস্তানি দর্শকের সঙ্গে পুলিশের ঘটনা ভাইরাল
মাঠের লড়াই যতটা, তার চেয়ে বেশি বাইরের ঘটনায় ভারত-পাকিস্তানকে নিয়ে হয় আলাপ-আলোচনা। প্রায়ই নানা কারণে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এমনকি ভারতের বিপক্ষে পাকিস্তান না খেলেও কোনো না কোনোভাবে লাইমলাইটে চলে আসে। ওল্ড ট্রাফোর্ডে কদিন আগে শেষ হওয়া ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে ঘটেছে এমন ঘটনা।
ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে পাকিস্তানি দর্শকের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ফরিদ খান নামে বিখ্যাত পাকিস্তানি এক সাংবাদিক নিজের এক্স হ্যান্ডলে পরশু রাতে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, ফারুক নাজার নামে এক ব্যক্তি গ্যালারিতে পাকিস্তানের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের জার্সি পরে বসে খেলা দেখছেন। এমন সময় তাঁর জার্সি ঢেকে ফেলতে মাঠে উপস্থিত নিরাপত্তাকর্মীরা জোরাজুরি করতে থাকেন। ভাইরাল এই ঘটনার ভিডিও উসমান খাজা নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন। খাজা ক্যাপশন দিয়েছেন, ‘এটা তো ঠিক হতে পারে না।’ অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বাক্যের পরে প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিয়ে মেনশন দিয়েছেন ল্যাঙ্কাশায়ার ক্রিকেটকে।
গ্যালারিতে ফারুক প্রথমে এক গ্রাউন্ডস্টাফের পরিচয় জানতে চেয়েছিলেন। গ্রাউন্ডস্টাফ উত্তরে বলেছিলেন, ‘আমার নাম প্রেম সিং। ল্যাঙ্কাশায়ারের হয়ে কাজ করি।’ লিখিত আকারে জার্সি ঢেকে ফেলার নির্দেশ তাঁর সামনে পেশ করা গেলে তাতে রাজি বলে জানিয়েছিলেন ফারুক। পাকিস্তানি দর্শকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে আরও অনেক নিরাপত্তাকর্মী সেখানে জড়ো হয়েছিলেন। ফারুকও নিজের পক্ষে যুক্তি দেখিয়ে যাচ্ছিলেন। পাকিস্তানি জার্সি পরেই খেলা দেখতে পেরেছেন সেই দর্শক।
দর্শকের সঙ্গে পুলিশের ঘটনা কবেকার, তা অবশ্য জানা যায়নি। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের বর্তমান নিয়ম অনুযায়ী, ভারত-ইংল্যান্ড সংশ্লিষ্ট জার্সি পরে মাঠে বসে খেলা দেখা যাবে। পতাকা, ব্যানার সবই এই দুই দলেরই হতে হবে। এর ব্যত্যয় হলে কোনো দর্শককে মাঠে ঢুকতে দেওয়া হবে না। ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট ড্র হয়েছে ওয়াশিংটন সুন্দর-রবীন্দ্র জাদেজার বীরত্বপূর্ণ সেঞ্চুরিতে। যেখানে জাদেজা করেছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটা ছিল সুন্দরের প্রথম সেঞ্চুরি।
জাদেজা-সুন্দরের পাশাপাশি ভারতীয় অধিনায়ক শুবমান গিলও এই টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। টেস্টে এটা গিলের নবম সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভারে ৪ উইকেটে ভারত ৪২৫ রান করেছে। যেখানে সফরকারীদের লিড ১১৪ রানের। জাদেজা-সুন্দরের সেঞ্চুরির পরই ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
ভারত-ইংল্যান্ড টেস্টে পাকিস্তানি দর্শকের সঙ্গে পুলিশের ঘটনা ভাইরাল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে