বিশ্বের অধিকাংশ স্বীকৃত টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। তবে স্বীকৃত ফ্র্যাঞ্চাইজির বাইরেও কিছু লিগ আছে যেখানে খেলার সুযোগ হয়নি বাংলাদেশি অলরাউন্ডারের। তেমনি এক লিগ হচ্ছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)।
যুক্তরাষ্ট্রের লিগটির প্রথম আসরে খেলার সুযোগ পাননি সাকিব। এবার সেই সুযোগ তাঁর মিলেছে। ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের সুযোগ পাওয়ার আসরেই আবার সুসংবাদ পেয়েছে এমএলসি। বিশ্বকাপ শুরুর আগে স্বীকৃত টি-টোয়েন্টি লিগের মর্যাদা পেয়েছে লিগটি। গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট খেলুড়ে দলের লিগগুলোই সাধারণত স্বীকৃত লিগের মর্যাদা পায়। সেই হিসেবে বিপিএল, আইপিএল, পিএসএল, বিগব্যাশের মতো টুর্নামেন্টগুলো স্বীকৃত টি-টোয়েন্টি লিগের মর্যাদা পেয়েছে। কিন্তু গত বছর নিয়মে কিছুটা পরিবর্তন এনে পূর্ণ সদস্যের দলের বাইরে সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টিকে লিস্ট ‘এ’র মর্যাদা দিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় লিগ হিসেবে লিস্ট ‘এ’ মর্যাদা পেয়েছে এমএলসি।
লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়া খুশি হয়েছেন এমএলসির পরিচালক জাস্টিন গেয়াল। ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘সংবাদটি শোনার পর আমরা সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে টুর্নামেন্টে মানসম্মত এবং উচ্চমানের খেলোয়াড়দের অংশ হওয়ারই স্বীকৃতি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী ৫ জুলাই এমএলসির দ্বিতীয় আসর হবে। আর এবারই প্রথমবারের মতো এমএলসিতে খেলবেন সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে ১৭ মে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টা নিশ্চিত করে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
লস অ্যাঞ্জেলেস শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি হওয়ায় বলিউড বাদশার সঙ্গে পুনরায় জুটি বাঁধতে যাচ্ছেন সাকিব। এর আগে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। বলিউড বাদশার দল কলকাতার হয়ে ২০১২ এবং ২০১৪–তে চ্যাম্পিয়নও হয়েছিলেন সাকিব। গত পরশু আইপিএলে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নও হয়েছে কলকাতা।
বিশ্বের অধিকাংশ স্বীকৃত টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। তবে স্বীকৃত ফ্র্যাঞ্চাইজির বাইরেও কিছু লিগ আছে যেখানে খেলার সুযোগ হয়নি বাংলাদেশি অলরাউন্ডারের। তেমনি এক লিগ হচ্ছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)।
যুক্তরাষ্ট্রের লিগটির প্রথম আসরে খেলার সুযোগ পাননি সাকিব। এবার সেই সুযোগ তাঁর মিলেছে। ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের সুযোগ পাওয়ার আসরেই আবার সুসংবাদ পেয়েছে এমএলসি। বিশ্বকাপ শুরুর আগে স্বীকৃত টি-টোয়েন্টি লিগের মর্যাদা পেয়েছে লিগটি। গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট খেলুড়ে দলের লিগগুলোই সাধারণত স্বীকৃত লিগের মর্যাদা পায়। সেই হিসেবে বিপিএল, আইপিএল, পিএসএল, বিগব্যাশের মতো টুর্নামেন্টগুলো স্বীকৃত টি-টোয়েন্টি লিগের মর্যাদা পেয়েছে। কিন্তু গত বছর নিয়মে কিছুটা পরিবর্তন এনে পূর্ণ সদস্যের দলের বাইরে সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টিকে লিস্ট ‘এ’র মর্যাদা দিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় লিগ হিসেবে লিস্ট ‘এ’ মর্যাদা পেয়েছে এমএলসি।
লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়া খুশি হয়েছেন এমএলসির পরিচালক জাস্টিন গেয়াল। ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘সংবাদটি শোনার পর আমরা সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে টুর্নামেন্টে মানসম্মত এবং উচ্চমানের খেলোয়াড়দের অংশ হওয়ারই স্বীকৃতি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী ৫ জুলাই এমএলসির দ্বিতীয় আসর হবে। আর এবারই প্রথমবারের মতো এমএলসিতে খেলবেন সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে ১৭ মে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টা নিশ্চিত করে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
লস অ্যাঞ্জেলেস শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি হওয়ায় বলিউড বাদশার সঙ্গে পুনরায় জুটি বাঁধতে যাচ্ছেন সাকিব। এর আগে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। বলিউড বাদশার দল কলকাতার হয়ে ২০১২ এবং ২০১৪–তে চ্যাম্পিয়নও হয়েছিলেন সাকিব। গত পরশু আইপিএলে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নও হয়েছে কলকাতা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫