পাকিস্তানে এশিয়া কাপ হওয়া নিয়ে অনেক দিন ধরেই ভারতের সঙ্গে দেশটির বিতর্ক চলছে। বিতর্কটি সমাধানের জন্য সবশেষ বাহরাইনে জরুরি সভা ডেকেছিল এসিসি। দুই দলই নিজেদের অবস্থানে অনড় থাকায় সেখানেও কোনো ফল আসেনি।
এসিসির আলোচনা শেষ হওয়ার পরেই ভারতকে নিয়ে কঠোর এক মন্তব্য করেন জাভেদ মিয়াঁদাদ। ভারত ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসতে চাইলে নরকে যাক। এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে বেশ বিদ্রূপের শিকার হচ্ছেন তিনি।
সেই মন্তব্যের তিন দিন পর আজ ভিন্ন এক কথাই জানালেন মিয়াঁদাদ। এক ভিডিওতে ‘বড় মিয়াঁ’ খ্যাত এই কিংবদন্তি জানিয়েছেন তাঁর মন্তব্যটিকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। গলার কঠোর সুরে কিছুটা পরিবর্তন আনলেও আবারো ভারতকে আক্রমণ করতে ছাড়েননি তিনি।
এবার নরম সুরে মিয়াঁদাদ বলেছেন, ‘আপনারা কি জানেন নরক মানে কি? যদি আপনাদের খেলতে ইচ্ছা না হয় খেলবেন না। আমাদের কোনো সমস্যা নাই। ভারতের ক্রিকেটারদের জিজ্ঞেস করেন। তারাও বলবে দুই দেশের মধ্যে ম্যাচ হওয়া উচিত। এতে দুই দেশের লাভ।’
মিয়াঁদাদ আরো বলেন, ‘তারা (ভারতীয় ক্রিকেটাররা) যদি মনে করে পাকিস্তান না আসা ভালো হবে, তা কিন্তু নয়। আর এটাই আমি বোঝাতে চেয়েছিলাম। আমরা প্রত্যেকে স্বাধীন দেশ। পাকিস্তান বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে হকি খেলোয়াড়ও তৈরি করেছে। বিশ্বের যে প্রান্তেই যাবেন দেখবেন প্রতিবেশী দেশরা একে অপরের মুখোমুখি হয়।’
একই সঙ্গে পুরোনো স্মৃতিও নিয়েও কথা বলেছেন মিয়াঁদাদ। তিনি বলেছেন, ‘অতীতে আমরা যেমন ভারতে যেতাম তারা পাকিস্তানে আসত। এখানে ভারতের খেলা দেখতে প্রচুর সমর্থকও আসত। তখন হোটেল খুব একটা সহজলভ্য ছিল না। এ সময় লাহোরের অধিবাসীরা নিজেদের ঘরে থাকার ব্যবস্থা করত। দুই দেশের মধ্যে তখন সুন্দর এক সম্পর্ক ছিল।’
পাকিস্তানে এশিয়া কাপ হওয়া নিয়ে অনেক দিন ধরেই ভারতের সঙ্গে দেশটির বিতর্ক চলছে। বিতর্কটি সমাধানের জন্য সবশেষ বাহরাইনে জরুরি সভা ডেকেছিল এসিসি। দুই দলই নিজেদের অবস্থানে অনড় থাকায় সেখানেও কোনো ফল আসেনি।
এসিসির আলোচনা শেষ হওয়ার পরেই ভারতকে নিয়ে কঠোর এক মন্তব্য করেন জাভেদ মিয়াঁদাদ। ভারত ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসতে চাইলে নরকে যাক। এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে বেশ বিদ্রূপের শিকার হচ্ছেন তিনি।
সেই মন্তব্যের তিন দিন পর আজ ভিন্ন এক কথাই জানালেন মিয়াঁদাদ। এক ভিডিওতে ‘বড় মিয়াঁ’ খ্যাত এই কিংবদন্তি জানিয়েছেন তাঁর মন্তব্যটিকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। গলার কঠোর সুরে কিছুটা পরিবর্তন আনলেও আবারো ভারতকে আক্রমণ করতে ছাড়েননি তিনি।
এবার নরম সুরে মিয়াঁদাদ বলেছেন, ‘আপনারা কি জানেন নরক মানে কি? যদি আপনাদের খেলতে ইচ্ছা না হয় খেলবেন না। আমাদের কোনো সমস্যা নাই। ভারতের ক্রিকেটারদের জিজ্ঞেস করেন। তারাও বলবে দুই দেশের মধ্যে ম্যাচ হওয়া উচিত। এতে দুই দেশের লাভ।’
মিয়াঁদাদ আরো বলেন, ‘তারা (ভারতীয় ক্রিকেটাররা) যদি মনে করে পাকিস্তান না আসা ভালো হবে, তা কিন্তু নয়। আর এটাই আমি বোঝাতে চেয়েছিলাম। আমরা প্রত্যেকে স্বাধীন দেশ। পাকিস্তান বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে হকি খেলোয়াড়ও তৈরি করেছে। বিশ্বের যে প্রান্তেই যাবেন দেখবেন প্রতিবেশী দেশরা একে অপরের মুখোমুখি হয়।’
একই সঙ্গে পুরোনো স্মৃতিও নিয়েও কথা বলেছেন মিয়াঁদাদ। তিনি বলেছেন, ‘অতীতে আমরা যেমন ভারতে যেতাম তারা পাকিস্তানে আসত। এখানে ভারতের খেলা দেখতে প্রচুর সমর্থকও আসত। তখন হোটেল খুব একটা সহজলভ্য ছিল না। এ সময় লাহোরের অধিবাসীরা নিজেদের ঘরে থাকার ব্যবস্থা করত। দুই দেশের মধ্যে তখন সুন্দর এক সম্পর্ক ছিল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫