ক্রীড়া ডেস্ক
জসপ্রীত বুমরাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করে গত ১৮ জানুয়ারি। ফিট থাকা সাপেক্ষেই তাঁকে নেওয়া হয় দলে। কিন্তু টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভারতীয় এই ক্রিকেটারকে নিয়ে বেকায়দায় পড়ছে বোর্ড।
চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল দেওয়ার শেষ সময় আজ। এদিকে ক্রিকইনফোর গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসির ইভেন্টে বুমরার খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ভারত নিচ্ছে আজ। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বেঙ্গালুরুতে কদিন আগে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে বুমরা তাঁর পিঠে অস্ত্রোপচার করিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচক ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিসিসিআইয়ের মেডিকাল স্টাফ সমন্বয় করে কাজ করবে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। আশা করা হয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফির আগে বুমরা এই ম্যাচ খেলবেন। কিন্তু ম্যাচের ভেন্যু আহমেদাবাদের পরিবর্তে ভারতীয় এই পেসার চলে যান বেঙ্গালুরুতে। যদি বুমরা নির্ধারিত সময়ের মধ্যে ফিট হয়ে উঠতে না পারেন, সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে হারশিত রানা খেলতে পারেন বলে ক্রিকইনফো জানিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছে হারশিতের। প্রথম দুই ওয়ানডে খেলে ৭.১৮ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে বুমরা সবশেষ ম্যাচ খেলেছেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে। সিডনিতে সিরিজের পঞ্চম টেস্টের প্রথম ইনিংসেই শুধু বোলিং করতে পেরেছেন। ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, বুমরার পিঠে ব্যথা এখনো রয়েছে। এখান থেকে সেরে উঠতে ভারতীয় ক্রিকেটারের পাঁচ সপ্তাহ সময় লাগবে।
২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে ভারত। বুমরা যদি দ্রুত সুস্থ হয়ে উঠতে না পারেন, সেক্ষেত্রে টুর্নামেন্টের পরের অংশেও তাঁকে খেলানো যেতে পারে। সেক্ষেত্রে আইসিসির টেকনিকাল কমিটির অনুমতি লাগবে।
‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান—এই তিন এশিয়ান দলের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। একই মাঠে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত ২ মার্চ খেলবে কিউইদের বিপক্ষে।
জসপ্রীত বুমরাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করে গত ১৮ জানুয়ারি। ফিট থাকা সাপেক্ষেই তাঁকে নেওয়া হয় দলে। কিন্তু টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভারতীয় এই ক্রিকেটারকে নিয়ে বেকায়দায় পড়ছে বোর্ড।
চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল দেওয়ার শেষ সময় আজ। এদিকে ক্রিকইনফোর গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসির ইভেন্টে বুমরার খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ভারত নিচ্ছে আজ। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বেঙ্গালুরুতে কদিন আগে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে বুমরা তাঁর পিঠে অস্ত্রোপচার করিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচক ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিসিসিআইয়ের মেডিকাল স্টাফ সমন্বয় করে কাজ করবে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। আশা করা হয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফির আগে বুমরা এই ম্যাচ খেলবেন। কিন্তু ম্যাচের ভেন্যু আহমেদাবাদের পরিবর্তে ভারতীয় এই পেসার চলে যান বেঙ্গালুরুতে। যদি বুমরা নির্ধারিত সময়ের মধ্যে ফিট হয়ে উঠতে না পারেন, সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে হারশিত রানা খেলতে পারেন বলে ক্রিকইনফো জানিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছে হারশিতের। প্রথম দুই ওয়ানডে খেলে ৭.১৮ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে বুমরা সবশেষ ম্যাচ খেলেছেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে। সিডনিতে সিরিজের পঞ্চম টেস্টের প্রথম ইনিংসেই শুধু বোলিং করতে পেরেছেন। ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, বুমরার পিঠে ব্যথা এখনো রয়েছে। এখান থেকে সেরে উঠতে ভারতীয় ক্রিকেটারের পাঁচ সপ্তাহ সময় লাগবে।
২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে ভারত। বুমরা যদি দ্রুত সুস্থ হয়ে উঠতে না পারেন, সেক্ষেত্রে টুর্নামেন্টের পরের অংশেও তাঁকে খেলানো যেতে পারে। সেক্ষেত্রে আইসিসির টেকনিকাল কমিটির অনুমতি লাগবে।
‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান—এই তিন এশিয়ান দলের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। একই মাঠে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত ২ মার্চ খেলবে কিউইদের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫