Ajker Patrika

এশিয়া কাপ হচ্ছে না এই বছরও

আপডেট : ১৯ মে ২০২১, ২১: ১৯
এশিয়া কাপ হচ্ছে না এই বছরও

ঢাকা: করোনা মহামারিতে এবারও বাতিল হয়ে গেছে এশিয়া কাপ। বিশ্বকাপ সামনে রেখে আগামী মাসে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি।
গত বছর পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। করোনায় পিছিয়ে এ বছরের জুনে সেটি শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও এবারও হচ্ছে না টুর্নামেন্টটি। এ বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা ছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নিবার্হী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘বর্তমান পরিস্থিতেতে এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়।’
এই টুর্নামেন্ট ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ২০২৩ বিশ্বকাপের আগে যেহেতু সব দলেরই ব্যস্ত সূচি আছে, বিশ্বকাপের পর যেকোনো সময় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা কথা জানিয়েছেন ডি সিলভা। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আজ থেকে বিমানপথে ১০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে শ্রীলঙ্কা সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত