নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেকটা দুর্দান্ত হয়েছে মোস্তাফিজুর রহমানের। গত শনিবার গুজরাট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে বাঁহাতি পেসার পেয়েছেন ৩ উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র প্রতিনিধির ম্যাচটা দারুণ গেলেও তাঁর দল হেরেছে ১৪ রানে।
অন্য ম্যাচের মতো এই ম্যাচ শেষেও ড্রেসিংরুমে শিষ্যদের নানা পরামর্শ দিয়েছেন দিল্লির কোচ রিকি পন্টিং। দলের ড্রেসিংরুমের সংস্কৃতি অনুযায়ী আরেকটি কাজও করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। মোস্তাফিজের হাতে তুলে দিয়েছেন একটি বিশেষ পুরস্কার।
মোস্তাফিজকে পুরস্কার দেওয়ার আগে পন্টিং বলেন, ‘তোমাদের যত সহযোগিতা দরকার, আমরা (কোচেরা) করব। কিন্তু ভালো করার উপায় তোমাদেরই খুঁজে বের করতে হবে। আমার চোখে আজকের (শনিবার) ম্যাচসেরা নতুন কেউ—মোস্তাফিজুর রহমান।’
পরে মোস্তাফিজ আজকের পত্রিকাকে জানান, খেলায় জয়-পরাজয় যেটিই হোক, ম্যাচ শেষে ড্রেসিংরুমে দলের সেরা পারফরমারকে পুরস্কার হিসেবে দিল্লির লোগো দেওয়া হয়। তিনি এটি পেয়ে বেশ খুশি। চেষ্টা করবেন সামনেও ছন্দ ধরে রাখতে।
দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেকটা দুর্দান্ত হয়েছে মোস্তাফিজুর রহমানের। গত শনিবার গুজরাট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে বাঁহাতি পেসার পেয়েছেন ৩ উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র প্রতিনিধির ম্যাচটা দারুণ গেলেও তাঁর দল হেরেছে ১৪ রানে।
অন্য ম্যাচের মতো এই ম্যাচ শেষেও ড্রেসিংরুমে শিষ্যদের নানা পরামর্শ দিয়েছেন দিল্লির কোচ রিকি পন্টিং। দলের ড্রেসিংরুমের সংস্কৃতি অনুযায়ী আরেকটি কাজও করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। মোস্তাফিজের হাতে তুলে দিয়েছেন একটি বিশেষ পুরস্কার।
মোস্তাফিজকে পুরস্কার দেওয়ার আগে পন্টিং বলেন, ‘তোমাদের যত সহযোগিতা দরকার, আমরা (কোচেরা) করব। কিন্তু ভালো করার উপায় তোমাদেরই খুঁজে বের করতে হবে। আমার চোখে আজকের (শনিবার) ম্যাচসেরা নতুন কেউ—মোস্তাফিজুর রহমান।’
পরে মোস্তাফিজ আজকের পত্রিকাকে জানান, খেলায় জয়-পরাজয় যেটিই হোক, ম্যাচ শেষে ড্রেসিংরুমে দলের সেরা পারফরমারকে পুরস্কার হিসেবে দিল্লির লোগো দেওয়া হয়। তিনি এটি পেয়ে বেশ খুশি। চেষ্টা করবেন সামনেও ছন্দ ধরে রাখতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫