ক্রীড়া ডেস্ক
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে রব ওয়াল্টারের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল দুই বছরের বেশি সময়। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ সেই পর্যন্ত আর অপেক্ষা করলেন না। চার বছরের চুক্তির মেয়াদ ফুরোনোর আগেই পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়াল্টার পদত্যাগ করেছেন বলে সিএসএ গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে। তাঁর পদত্যাগের হিসেব করা হবে ৩০ এপ্রিল থেকে। এক বিবৃতিতে সদ্য পদত্যাগ করা দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ বলেন, ‘প্রোটিয়াদের কোচিং করানো অত্যন্ত সম্মানের ও যা অর্জন করেছি, তাতে খুবই গর্বিত। ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্প্রদায়ের সঙ্গে যাত্রা উপভোগ করেছি। এখন পদত্যাগের উপযুক্ত সময় মনে হয়েছে। নিঃসন্দেহে দলটি অনন্য উচ্চতায় উঠবে বলে আমার বিশ্বাস।’
সিএসএ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও ক্রিকইনফো জানতে পেরেছে, দ্বিপক্ষীয় সিরিজে বাজে রেকর্ডের কারণে ওয়াল্টার চাপ অনুভব করছিলেন। তাঁর অধীনে সাত ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে পাকিস্তানের কাছে গত বছরের শেষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের ঘটনাও রয়েছে। আট টি-টোয়েন্টি সিরিজের মধ্যে কেবল একটিতে প্রোটিয়ারা জিতেছিল ওয়াল্টারের অধীনে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়াল্টার। তাঁর সময়ে প্রোটিয়ারা আইসিসি ইভেন্টে দারুণ খেলেছিল। তাঁর অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হয়েছিল রানার্সআপ। এটা ছিল প্রোটিয়াদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি—আইসিসির এই দুই ইভেন্টেও প্রোটিয়ারা সেমিফাইনালে পৌঁছেছিল ওয়াল্টারের সময়ই। ওয়াল্টারের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছিল। কিন্তু মেয়াদ ফুরোনোর আগেই তিনি চাকরি ছাড়লেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে রব ওয়াল্টারের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল দুই বছরের বেশি সময়। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ সেই পর্যন্ত আর অপেক্ষা করলেন না। চার বছরের চুক্তির মেয়াদ ফুরোনোর আগেই পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়াল্টার পদত্যাগ করেছেন বলে সিএসএ গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে। তাঁর পদত্যাগের হিসেব করা হবে ৩০ এপ্রিল থেকে। এক বিবৃতিতে সদ্য পদত্যাগ করা দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ বলেন, ‘প্রোটিয়াদের কোচিং করানো অত্যন্ত সম্মানের ও যা অর্জন করেছি, তাতে খুবই গর্বিত। ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্প্রদায়ের সঙ্গে যাত্রা উপভোগ করেছি। এখন পদত্যাগের উপযুক্ত সময় মনে হয়েছে। নিঃসন্দেহে দলটি অনন্য উচ্চতায় উঠবে বলে আমার বিশ্বাস।’
সিএসএ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও ক্রিকইনফো জানতে পেরেছে, দ্বিপক্ষীয় সিরিজে বাজে রেকর্ডের কারণে ওয়াল্টার চাপ অনুভব করছিলেন। তাঁর অধীনে সাত ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে পাকিস্তানের কাছে গত বছরের শেষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের ঘটনাও রয়েছে। আট টি-টোয়েন্টি সিরিজের মধ্যে কেবল একটিতে প্রোটিয়ারা জিতেছিল ওয়াল্টারের অধীনে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়াল্টার। তাঁর সময়ে প্রোটিয়ারা আইসিসি ইভেন্টে দারুণ খেলেছিল। তাঁর অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হয়েছিল রানার্সআপ। এটা ছিল প্রোটিয়াদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি—আইসিসির এই দুই ইভেন্টেও প্রোটিয়ারা সেমিফাইনালে পৌঁছেছিল ওয়াল্টারের সময়ই। ওয়াল্টারের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছিল। কিন্তু মেয়াদ ফুরোনোর আগেই তিনি চাকরি ছাড়লেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে